ETV Bharat / state

TMC Leaders Join BJP: মেখলিগঞ্জে ভাঙল তৃণমূলের ঘর, বিজেপিতে যোগ পঞ্চায়েত সমিতির দুই সদস্যের

author img

By

Published : Apr 23, 2023, 10:45 PM IST

ETV Bharat
তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ

ভাঙন ধরল মেখলিগঞ্জের তৃণমূলে ৷ এখানকার পঞ্চায়েত সমিতির দুই তৃণমূল সদস্য-সহ প্রায় এক হাজার কর্মী রবিবার যোগ দিয়েছেন বিজেপিতে ৷

কোচবিহার, 23 এপ্রিল: রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মেখলিগঞ্জের তৃণমূল বিধায়ক পরেশ অধিকারীর গড়ে এবার ভাঙন ধরল রাজ্যের শাসকদলে ৷ রাজ্যে আসন্ন পঞ্চায়েত ভোট ৷ তার আগে মেখলিগঞ্জ ব্লকের ধুলিয়াতে পঞ্চায়েত সমিতির দুই তৃণমূল সদস্য-সহ প্রায় এক হাজার কর্মী রবিবার যোগ দিয়েছেন বিজেপিতে ৷ বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের উপস্থিতিতিতে এদিন তাঁরা গেরুয়া শিবিরে যোগ দেন ৷

তৃণমূলের 'নব জোয়ার' কর্মসূচি সোমবার কোচবিহার থেকেই শুরু হওয়ার কথা ৷ প্রথম দিন দিনহাটায় রাত্রিবাসও করার কথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৷ তার আগেই ঘাসফুল শিবিরে ফাটল ধরাল গেরুয়া শিবির ৷ এদিন দিলীপ ঘোষের উপস্থিতিতে পঞ্চায়েত সমিতির দুই সদস্য সঞ্জীবকুমার রায় ও মৃত্যুঞ্জয় রায় বিজেপিতে যোগ দেন ৷ তাঁদের সঙ্গে তৃণমূল শিবির ত্যাগ করে এদিন বিজেপিতে যোগ দেন প্রায় 1000 জন ৷

কিন্তু পঞ্চায়েত ভোটের আগে কেন এই দলবদল ? দলত্যাগী তৃণমূল নেতাদের দাবি, একাধিক দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছে এলাকার তৃণমূল নেতৃত্ব ৷ মেখলিগঞ্জের বিধায়ক পরেশ অধিকারীর বিরুদ্ধে তাঁর মেয়েকে অন্যায়ভাবে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ৷ এরপরেও কী করে ওই দলে থেকে রাজনীতি করবেন, সেই প্রশ্ন তুলেছেন দলত্যাগীরা ৷ এদিন দল বদলের পর ক্ষোভ প্রকাশ করে তৃণমূলত্যাগী সঞ্জীবকুমার রায় জানান, বারবার দলীয় নেতৃত্বকে জানানোর পরেও দল পরেশ অধিকারীর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি । তাই আর তৃণমূল তাঁরা আর করবেন না ।

এদিনের সভায় দিলীপ ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন জলপাইগুড়ির সংসদ জয়ন্ত রায়, বিজেপি জেলা সভপতি বাপি গোস্বামী, জলপাইগুড়ি জেলা বিজেপির সাধারণ সম্পাদক দধিরাম রায় প্রমুখ । দিলীপ ঘোষ এদিন বলেন,"মানুষ তৃণমূলের দুর্নীতি বুঝে গিয়েছে ৷ যাঁরা আজকে যোগ দিলেন তাঁদের স্বাগত, আরও মানুষ বিজেপিতে আসবেন ।"

আরও পড়ুন: কালিয়াগঞ্জে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন, সিবিআই তদন্ত দাবি মৃতার পরিবারের

তবে তাঁর এলাকায় দলে এই ভাঙন প্রসঙ্গে পরেশ অধিকারী বলেন,"কারা কেন দল ছাড়ছে তা জানা নেই ।" অন্যদিকে জলপাইগুড়ি জেলার সাধারণ সম্পাদক দধিরাম রায় বলেন 'দিলীপ ঘোষের যোগদান সভায় দুই পঞ্চায়েত সমিতির সদস্য-সহ এক হাজার কর্মী যোগ দিলেন এদিন । খেলা শুরু হয়েছে । পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের লড়াই করার মত কেউ থাকবে না ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.