ETV Bharat / international

পড়ুয়াদের উপর হামলায় উত্তপ্ত কিরগিজস্তান, ভারতীয়দের 'ঘরে থাকার' নির্দেশ দূতাবাসের - Kyrgyzstan Violation

author img

By ETV Bharat Bangla Team

Published : May 18, 2024, 12:38 PM IST

Updated : May 18, 2024, 2:54 PM IST

Indian Embassy on Kyrgyzstan Violence: উত্তপ্ত পরিস্থিতি ৷ নিরাপত্তার খাতিরে পড়ুয়াদের ঘরে থাকার পরামর্শ দিল কিরগিজে ভারতীয় দূতাবাস ৷ কোনও সমস্যা হলে দূতাবাসের সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য একটি ফোন নম্বরও দেওয়া হয়েছে ৷ নম্বরটি হল- 0555710041 ৷

India Embassy in Kyrgyz
কিরগিজস্তানে ভারতীয় দূতাবাস (নিজস্ব চিত্র)

নয়াদিল্লি, 18 মে: উত্তপ্ত কিরগিজস্তানের বিশকেক ৷ কোনও কারণ ছাড়াই আন্তর্জাতিক পড়ুয়াদের উপর হামলা করা হচ্ছে বলে অভিযোগ ৷ এই আবহে পড়ুয়াদের ঘরে থাকার নির্দেশ দিল ভারত ৷ এই বিষয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়েছে কিরগিজে ভারতীয় দূতাবাসের তরফে ৷ সেখানে স্পষ্ট বলা হয়েছে, "পড়ুয়াদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে ৷ বর্তমান পরিস্থিতি খানিক শান্ত রয়েছে ৷ কিন্তু নিরাপত্তার খাতিরে ঘরের মধ্যে থাকারই নির্দেশ দেওয়া হচ্ছে পড়ুয়াদের ৷" কোনও সমস্যা হলে দূতাবাসের সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য একটি ফোন নম্বরও দেওয়া হয়েছে ৷ নম্বরটি হল- 0555710041

দূতাবাসের পোস্টের উত্তরে এক্স হ্যান্ডেলে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর লেখেন, "ভারতীয় পড়ুয়াদের নিরাপত্তার উপর নজর রাখা হয়েছে ৷ এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে ৷ তবে দূতাবাসের সঙ্গে পড়ুয়াদের নিয়মিত যোগাযোগ রাখার নির্দেশ দেওয়া হচ্ছে ৷"

সম্প্রতি কিরগিজ এবং মিশরের পড়ুয়াদের মধ্যে গণ্ডগোলের একটি ভিডিয়ো ভাইরাল হয় ৷ সেই ঘটনার পর উত্তপ্ত হয়ে ওঠে বিশকেক ৷ যদিও দু'পক্ষের অশান্তি কী নিয়ে, তা এখনও জানা যায়নি ৷ তবে ভারতীয়, বাংলাদেশি এবং পাকিস্তানি পড়ুয়াদের উপর আক্রমণ করা হচ্ছে বলে জানিয়েছে কিরগিজে পাকিস্তানের দূতাবাস ৷ দেশের কয়েকজন পড়ুয়া আহত হয়েছে বলেও জানিয়েছে তারা ৷ এদিকে 4 পাকিস্তানি পড়ুয়ার মৃত্যুর খবর পাওয়া গেলেও সেই বিষয়ে সে দেশের সরকারের তরফে কিছু জানানো হয়নি ৷ এমনকী বেশ কিছু সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভারতীয় পড়ুয়াদেরও সেখানে নিশানা করা হচ্ছে ৷ যদিও এই বিষয়ে কোনও তথ্য ভারত সরকারের তরফে এখনও পর্যন্ত দেওয়া হয়নি ৷

প্রসঙ্গত, পাকিস্তানি পড়ুয়াদের মতে পরিস্থিতি অশান্ত হয়ে ওঠার পর থেকে পাকিস্তানি দূতাবাস কিংবা কিরগিজ সরকারের তরফ থেকে কোনও রকম সাহায্য পাওয়া যায়নি ৷ তাঁদের অভিযোগ, চিকিৎসার ক্ষেত্রেও কোনও সাহায্য পাওয়া যাচ্ছে না ৷ এই আবহে পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ৷ এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, "কিরগিজস্তানে পাকিস্তান দূতাবাসকে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ পূুরো ঘটনার উপর নজর রাখছে আমার অফিস ৷"

আরও পড়ুন:

Last Updated : May 18, 2024, 2:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.