ETV Bharat / state

NCPCR Team in Kaliaganj: কালিয়াগঞ্জে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন, সিবিআই তদন্ত দাবি মৃতার পরিবারের

author img

By

Published : Apr 23, 2023, 6:11 PM IST

Updated : Apr 23, 2023, 6:51 PM IST

কালিয়াগঞ্জের ঘটনার সিবিআই তদন্ত চাইছে মৃতার পরিবার ৷ জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের প্রতিনিধিদের (NCPCR Team in Kaliaganj) কাছে তারা এই দাবি জানিয়েছে ৷

NCPCR Team in Kaliaganj ETV bharat
কালিয়াগঞ্জে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন

কালিয়াগঞ্জে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন

রায়গঞ্জ, 23 এপ্রিল: কালিয়াগঞ্জের ঘটনা খতিয়ে দেখতে ঘটনাস্থলে যাওয়া জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের (NCPCR Team in Kaliaganj) সঙ্গে অসহযোগিতা করছেন তদন্তকারী আধিকারিকরা ৷ রবিবার এই অভিযোগ করলেন কমিশনের চেয়ারম্যান প্রিয়ঙ্ক কানুনগো ৷ জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন এ দিন মৃতার পরিবারের সঙ্গে দেখা করলে তারা এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছে ৷

রবিবার মৃত কিশোরীর বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন জাতীয় শিশু অধিকার কমিশনের প্রতিনিধি দলের সদস্যরা । মৃতার পরিবার এই ঘটনার সিবিআই তদন্ত চেয়ে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের কাছে আবেদন করেছে ৷ তাদের অভিযোগ, পুলিশ এই ঘটনাটিকে আত্মহত্যা বলে চালাতে চাইছে । পুলিশের তদন্তের উপর তাদের আস্থা নেই বলেই সিবিআই তদন্তের দাবি জানিয়েছে বলে জানায় তারা । এ দিকে, গ্রামে 144 ধারা জারি রয়েছে ।

উল্লেখ্য, কালিয়াগঞ্জ ব্লকে মালগাঁও গ্রাম পঞ্চায়েতের গাংগুয়া গ্রামে এক কিশোরীকে ধর্ষণ এবং খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে কালিয়াগঞ্জের সাহেবঘাটা এলাকা । পুলিশের সঙ্গে গ্রামবাসীদের দফায় দফায় সংঘর্ষ হয় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে যথেচ্ছভাবে কাঁদানে গ্যাসের শেল ফাটাতে হয় । পুলিশকে লক্ষ্য করে গ্রামবাসীরা ইটবৃষ্টি করেন । জ্বালিয়ে দেওয়া হয় একটি গুমটি ঘর । পুলিশ কিশোরীর মৃতদেহটি টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ায় সারা রাজ্যজুড়ে সমালোচনার ঝড় ওঠে ।

এই ঘটনার প্রেক্ষাপট সরেজমিনে খতিয়ে দেখতে শনিবার কালিয়াগঞ্জে আসেন রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা । রবিবার জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে মৃতার পরিবারের সঙ্গে কথা বলেন । মৃতার পরিবারের পক্ষ থেকে ঘটনার তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দেওয়ার দাবি জানান । কমিশনের চেয়ারম্যান প্রিয়ঙ্ক কানুনগো সিবিআই তদন্তের বিষয়ে কোনও আশ্বাস দিতে পারেননি ।

তিনি বলেন, "এই ঘটনায় যাঁরা তদন্ত করছেন, তাঁদের সঙ্গে দেখা করতে চাইছি ৷ কিন্তু তাঁরা আমাদের সঙ্গে এখনও দেখা করেননি । আজ আমরা মৃতার পরিবারের সদস্যদের পাশাপাশি তার বান্ধবীর সঙ্গেও কথা বলি । সবাই আমাদের সঙ্গে কথা বলেছেন ।" ঘটনার পর থেকে এলাকায় 144 ধারা জারি থাকায় পুলিশ কমিশনের প্রতিনিধিদের বাধা দেয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ।

আরও পড়ুন: চরমে সংঘাত ! প্রিয়াঙ্কের নিন্দায় রাজ্য শিশু সুরক্ষা কমিশন

Last Updated : Apr 23, 2023, 6:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.