thumbnail

আরামবাগে শেষ নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন সরাসরি - Lok Sabha Election 2024

By ETV Bharat Bangla Team

Published : May 18, 2024, 2:53 PM IST

Updated : May 18, 2024, 3:05 PM IST

Mamata Banerjee Live From Arambagh: লোকসভা নির্বাচনের পঞ্চম দফা অর্থাৎ 20 মে ভোট আরামবাগে ৷ ভোটাভুটির 48 ঘণ্টা আগে আরামবাগে শেষ নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দলীয় প্রার্থী মিতালি বাগের সমর্থনে আজ জনসভা করছেন তৃণমূল সুপ্রিমো ৷ গত লোকসভা নির্বাচনে অপরূপা পোদ্দারকে এই কেন্দ্রে প্রার্থী করে ঘাসফুল শিবির ৷ সেবার বিজেপির তপন কুমার রায়কে হারিয়ে 6 লক্ষ 49 হাজার 929টি ভোটে জয়ী হন অপরূপা ৷ কিন্তু গত দু'বারের জয়ী প্রার্থীকে ছেড়ে এই বছর মিতালি বাগকে প্রার্থী করেছে তৃণমূল ৷ এর আগেও মিতালির সমর্থনে প্রচার করেছেন তৃণমূল সুপ্রিমো ৷ শনিবার দুপুরে গোঘাট বিধানসভার অন্তর্গত কামারপুকুরে সভা করছেন তিনি ৷ দলীয় নেতৃত্বের মতে, মূলত গোঘাট এবং চন্দ্রকোনা বিধানসভাকে কেন্দ্র করেই আজকের এই সভা। গোঘাটের সভা শেষ করে বিষ্ণুপুরে উদ্দেশে রওনা দেবেন মমতা ৷ তবে আরামবাগে শেষ সভায় তিনি কী বার্তা দিচ্ছেন সেদিকেই নজর তৃণমূল কর্মী-সমর্থকদের ৷ 
Last Updated : May 18, 2024, 3:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.