ETV Bharat / state

Suvendu Adhikari: ক্ষমতায় এলে রাজ্যে 6 মাসের মধ্যে পঞ্চায়েত নির্বাচন করানোর হুঁশিয়ারি শুভেন্দুর

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 19, 2023, 8:20 PM IST

Updated : Sep 19, 2023, 8:33 PM IST

Suvendu Adhikari on panchayat elections
শুভেন্দু অধিকারী

Suvendu Adhikari on panchayat elections: ক্ষমতায় এলে রাজ্যে ছয় মাসের মধ্যে পঞ্চায়েতের উপনির্বাচন করানোর হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী ৷ সিউড়িতে দলের পঞ্চায়েতিরাজ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন তিনি ৷

পঞ্চায়েতে উপনির্বাচন করানোর হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী

সিউড়ি, 19 সেপ্টেম্বর: ক্ষমতায় এলে ছয় মাসের মধ্যে নির্বাচন করে মানুষের পঞ্চায়েত গড়ব । সিউড়িতে দলের পঞ্চায়েতিরাজ সম্মেলন থেকে হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তাঁর আরও অভিযোগ, পুলিশ টাকার প্রলোভন দেখিয়ে বিজেপি নেতাদের তৃণমূলে যোগ দেওয়ার মধ্যস্থতা করছে । দলের নেতাকর্মীদের নিজের এলাকায় সংগঠন বাড়ানোর পরামর্শও দেন বিরোধী দলনেতা ।

মঙ্গলবার সিউড়ি ইন্ডোর স্টেডিয়ামে পঞ্চায়েতিরাজ সম্মেলন করে বিজেপি । উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা প্রমুখ । সভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন,

"আমরা যে দিন ক্ষমতা আসব তার 6 মাসের মধ্যে নির্বাচন করিয়ে মানুষের পঞ্চায়েত গড়ব । তৃণমূলের চোর পঞ্চায়েত, বিনাপ্রতিদ্বন্দ্বিতায়, ছাপ্পা মেরে, গণনায় কারচুপি করে জয়ী পঞ্চায়েত, বিডিও-আইসিদের দ্বারা নির্বাচিত তৃণমূলের চোর পঞ্চায়েত, এরা পদত্যাগ করতে বাধ্য হবে । 6 মাসের মধ্যে উপনির্বাচন করে আমরা মানুষের পঞ্চায়েত গড়ব ।"

অর্থাৎ বিজেপি এ রাজ্যে ক্ষমতায় এলে ছয় মাসের মধ্যে পঞ্চায়েত নির্বাচন করানোর হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা । তাঁর আরও অভিযোগ, "মমতার পুলিশ পৌঁছে গিয়েছে বিজেপি নেতাদের কাছে । এক কোটি করে টাকা দেব, তৃণমূলে চলে আসুন । আমার কাছে সব খবর আছে । তবে শুনে রাখুন তৃণমূল থাকবে না ৷ যে দিন অনুব্রতর কাছে ভাইপো যাবে আর তৃণমূল থাকবে না । তৃণমূলের লোকেরাও শুনছে, এ বার কার পালা ।"

আরও পড়ুন: বাংলা নবজাগরণের পথিকৃৎ, শিল্পক্ষেত্রে গেমচেঞ্জার; আসুন এখানে বিনিয়োগ করুন: মমতা

বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে কার্যত হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, "নতুন বোতল পুরনো মদ ৷ কেষ্ট গিয়েছে, কাজল এসেছে । সায়গলের জায়গা নিয়েছে কাজলের ভাগ্নে বাপ্পা । পরিণতি কিন্তু একই হবে । যদি ভাবেন যা খুশি করব, সেই দিন চলে গিয়েছে ।"

দলের নেতা-কর্মীদের আসন্ন লোকসভা নির্বাচনের আগে দলের বুথ স্তরের সংগঠন শক্তিশালী করার পরামর্শ দেন বিরোধী দলনেতা । এলাকায় তৃণমূলের দুর্নীতি খুঁজে, তা নিয়ে লড়াই করার ডাক দেন তিনি ।

Last Updated :Sep 19, 2023, 8:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.