ETV Bharat / state

Mamata In Barcelona: বাংলা নবজাগরণের পথিকৃৎ, শিল্পক্ষেত্রে গেমচেঞ্জার; আসুন এখানে বিনিয়োগ করুন: মমতা

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 19, 2023, 7:05 PM IST

Updated : Sep 19, 2023, 11:00 PM IST

Mamata invites investment in Bengal: বাংলা হল নবজাগরণের পথিকৃৎ এবং শিল্পক্ষেত্রে গেমচেঞ্জার ৷ এমনই দাবি করে বার্সেলোনার শিল্পপতিদের বিনিয়োগের আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Mamata in Barcelona
বার্সেলোনায় মমতা

কলকাতা, 19 সেপ্টেম্বর: অতীতের প্রতিবন্ধকতা আজ আর নেই । বদলে গিয়েছে বাংলা । শিল্পের অনুকূল পরিবেশ এখন রয়েছে রাজ্যে । বার্সেলোনার শিল্প সম্মেলনে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মঙ্গলবার সেখানকার শিল্প সম্মেলন থেকে 'এই উন্নয়নের বাংলায়' বিনিয়োগের ডাক দেন মুখ্যমন্ত্রী ।

প্রসঙ্গত, স্পেন সফরে আগে মাদ্রিদে একইভাবে শিল্প সম্মেলনে যোগ দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানে উপস্থিত শিল্প মহলের কাছে পরিবর্তিত বাংলার পরিসংখ্যান তুলে ধরে বিনিয়োগের আবেদন জানিয়েছিলেন তিনি । একইভাবে মঙ্গলবার বার্সেলোনাতেও সে দেশের শিল্পপতিদের বিনিয়োগের আহ্বান জানান বাংলার মুখ্যমন্ত্রী ।

এ দিন বাংলার মুখ্যমন্ত্রী আধুনিক বাংলার পরিসংখ্যান তুলে ধরেন স্পেনের শিল্পপতিদের সামনে ৷ এই সরকারের আমলে বাংলার পরিকাঠামোর আমূল বদল ঘটেছে বলেও দাবি করেন বাংলার মুখ্যমন্ত্রী । বাংলায় এই মুহূর্তে যে সুবিধাগুলি রয়েছে, তা তুলে ধরতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলা হল নর্থইস্ট গেটওয়ে । সিকিম, নেপাল, বিহার ও ওড়িশার সীমানা রয়েছে এখানে । এটা বাংলার অন্যতম বড় অ্যাডভান্টেজ । এছাড়া এর একদিকে ভুটান, অন্যদিকে বাংলাদেশ । এখানে জীবনযাপনের খরচ অত্যন্ত কম হওয়ায় বাজেটের মধ্যেই সবকিছু মেলে। মুখ্যমন্ত্রী এ দিন জানিয়ে দিয়েছেন বাংলায় বিয়োগ করার সবথেকে বড় সুবিধা হল এখানে শ্রমিকেরা অত্যন্ত দক্ষ এবং এঁদের খরচ অনেক কম ।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর উৎসাহে এবার বার্সেলোনাতেও ধুমধাম করে দুর্গোৎসব

বক্তব্য রাখতে উঠে এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় বার্সেলোনার সঙ্গে বাংলার সাযুজ্য তুলে ধরার চেষ্টা করেন ৷ বার্সেলোনা যেমন স্পেনের সাংস্কৃতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, একইভাবে তাঁর রাজ্য পশ্চিমবঙ্গও এই দেশের জন্য গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, ইউরোপে নবজাগরণে যেভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল স্পেন, আরও স্পষ্ট করে বললে বার্সেলোনা, একইভাবে দেশের নবজাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বাংলা ।

তিনি বলেন, তাঁর রাজ্য খাদ্যশস্য উৎপাদনে প্রথম, সবজি উৎপাদনে দ্বিতীয় ৷ অতএব এখানে অ্যাগ্রো ইন্ডাস্ট্রির যথেষ্ট সুযোগ রয়েছে । এ দিন এই সম্মেলন থেকে তাই মমতা বন্দ্যোপাধ্যায় বিনিয়োগকারীদের বাংলায় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন । একইভাবে তিনি এ দিন স্পষ্ট করে দিয়েছেন যে, এখন শিল্পক্ষেত্রে বাংলা ক্রমে উপরের সারিতে উঠে আসছে ৷ কারণ এখানে শিল্প বন্ধু সরকার রয়েছে । যাঁরা বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি কমাতে একগুচ্ছ পদক্ষেপ করেছে, বিভিন্ন ব্যবস্থা অনলাইন করা হয়েছে ।

মুখ্যমন্ত্রী এ দিন মনে করিয়ে দিয়েছেন, তাঁর রাজ্যে 100 শতাংশ ক্ষেত্রে স্বাস্থ্যপরিষেবা ফ্রি, 90% মানুষ সামাজিক সুরক্ষা পান । অতএব এই বাংলাই বিনিয়োগের জন্য আদর্শ জায়গা ৷ একইভাবে পরিকাঠামোর কথা বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "বাংলা এখন দেশের অন্যতম আধুনিক, উন্নত রাজ্য । এখানে বাসিন্দাদের জন্য সমস্ত আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে । শ্রমজীবী মানুষরা সামাজিক সুরক্ষা ও সুবিধা পাচ্ছেন । ম্যানুফ্যাকচারিংয়েও দেশে সামনের সারিতে উঠে আসছে পশ্চিমবঙ্গ । ফলে বলাই যায়, শিল্পক্ষেত্রেও এখন গেমচেঞ্জার বাংলাই ।"

Last Updated : Sep 19, 2023, 11:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.