ETV Bharat / state

Police arrests truck hijackers : আন্তঃরাজ্য ট্রাক পাচার চক্রের দল হাতেনাতে ধরল বাঁকুড়া পুলিশ

author img

By

Published : Dec 19, 2021, 10:55 AM IST

ট্রাক ছিনতাই করার চেষ্টা চলছিল ৷ পুলিশ দুষ্কৃতীদের গাড়ির নম্বর পেয়ে তড়িঘড়ি পদক্ষেপ করে ৷ দুর্গাপুর ব্যারেজের কাছে আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার হয় 4 দুষ্কৃতী (Bankura District Police arrests 4 truck hijackers at Durgapur Barrage of Paschim Bardhaman) ৷

Bankura District Police arrests truck hijackers
উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র

বড়জোড়া, 19 ডিসেম্বর : ফের বড়সড় সাফল্য পেল বাঁকুড়া জেলা পুলিশ । ট্রাক ছিনতাই করে ভিন রাজ্যে নিয়ে যাওয়ার পথে বড়সড়ো আন্তঃরাজ্য ট্রাক পাচার চক্রের গোটা দলকে হাতেনাতে ধরল বাঁকুড়া জেলা পুলিশ (Bankura District Police arrests 4 truck hijackers at Durgapur Barrage of Paschim Bardhaman) ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেল সাড়ে চারটে নাগাদ খড়্গপুর থেকে পুরুলিয়াগামী একটি খালি ট্রাক 60 নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে যাচ্ছিল ৷ এই সময় ওন্দা থানার কালীসেনের কাছে ট্রাকটিকে হাইজ্যাক করার চেষ্টা করে দুষ্কৃতীরা । তারা একটি চারচাকা গাড়িতে করে এসে চলন্ত ওই ট্রাকের সামনে দাঁড় করিয়ে দেয় । ট্রাক ড্রাইভার দুর্ঘটনা এড়াতে ট্রাকটির গতি কমিয়ে আনে ৷ তখন আচমকা প্রকাশ্য রাস্তায় ওই ট্রাকের উপর চেপে বসে এক দুষ্কৃতী ।

আরও পড়ুন : Police recovers fire arms : পৌরভোটের কয়েক ঘণ্টা আগে তারাতলায় নাকা চেকিংয়ে উদ্ধার আগ্নেয়াস্ত্র, গ্রেফতার এক

ট্রাকে চেপেই ওই দুষ্কৃতী ট্রাকচালকের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তার কথামতো ট্রাকটিকে নিয়ে যাওয়ার নির্দেশ দেয় । হাইজ্যাক করা ট্রাকের পিছনে নিজেদের চারচাকা গাড়িতে অনুসরণ করতে থাকে অন্য 3 দুষ্কৃতী । ট্রাক হাইজ্যাকের পর পরই স্থানীয় সূত্রে পুলিশ ঘটনার কথা জানতে পারে । পুলিশের হাতে পৌঁছায় দুষ্কৃতীদের চার চাকা গাড়ির নম্বর । তা দেখে পুলিশের সন্দেহ হয় হাইজ্যাক করা ট্রাকটিকে ঝাড়খণ্ডের ধানবাদের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে তারা ।

এরপর ঘটনাস্থল থেকে ধানবাদের দিকে যাওয়া বাঁকুড়ার প্রতিটি রাস্তায় জোরদার নাকা চেকিং শুরু করে পুলিশ । প্রায় দেড় ঘণ্টা ধরে টানটান অপেক্ষার পর হাইজ্যাক হওয়া ট্রাকটিকে দুর্গাপুর ব্যারেজের কাছে বাজেয়াপ্ত করে বড়জোড়া থানার পুলিশ । বাজেয়াপ্ত করা হয় ট্রাকটিকে অনুসরণ করতে থাকা দুষ্কৃতীদের চার চাকা গাড়িটিও । গোটা ঘটনায় চারজন অভিযুক্তকে গ্রেফতার করা হয় । তাদের কাছে থেকে মোট 3টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.