ETV Bharat / city

Police recovers fire arms : পৌরভোটের কয়েক ঘণ্টা আগে তারাতলায় নাকা চেকিংয়ে উদ্ধার আগ্নেয়াস্ত্র, গ্রেফতার এক

author img

By

Published : Dec 18, 2021, 8:31 PM IST

Updated : Dec 18, 2021, 8:53 PM IST

তারাতলা নাকা চেকিংয়ে এক বাইক আরোহীর কাছ উদ্ধার হল বেআইনি আগ্নেয়াস্ত্র (Police recovers fire arms from Taratala check point) ৷ গ্রেফতার করা হয়েছে তাঁকে ৷

Police recovers fire arms
তারাতলায় নাকা চেকিংয়ে উদ্ধার আগ্নেয়াস্ত্র

কলকাতা, 18 ডিসেম্বর : রাত পোহালেই কলকাতায় পৌরভোট । শহরের আইনশৃঙ্খলায় যাতে কোনওরকম বড় সমস্যা না হয় , তা নিশ্চিত করতে প্রায় সমস্ত রাস্তাগুলিতেই নাকা চেকিং চালাচ্ছে কলকাতা পুলিশ । আর এই তৎপরতার ফলও মিলল হাতেনাতে ৷ তারাতলা নাকা চেকিংয়ে এক বাইক আরোহীর কাছ উদ্ধার হল বেআইনি আগ্নেয়াস্ত্র (Police recovers fire arms from Taratala check point) ৷ তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷

পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এদিন সন্ধ্যে সাতটা নাগাদ নাকা চেকিং চলছিল তারাতলায় । সেই সময় এক বাইক আরোহীকে দেখে সন্দেহ হয় কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার আধিকারিকদের । তল্লাশি করার সময় তাঁর কাছ থেকে উদ্ধার হয় একটি পিস্তল । কিন্তু ওই আগ্নেয়াস্ত্রটির কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি ওই যুবক । এরপরেই তাঁকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার আধিকারিকরা । ধৃতের নাম পরিচয় এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি ৷ ওই যুবকের পরিকল্পনা ঠিক কি ছিল তা এখন খতিয়ে দেখছেন তদন্তকারীরা ।

আরও পড়ুন : পৌরভোটের আগে কলকাতায় নাকা চেকিং, টহল পুলিশের

ভোটের আগে থেকেই কলকাতা শহর জুড়ে চলছিল নাকা চেকিং । তবে আগের দিন তৎপরতা আরও কয়েক গুণ বেড়ে গিয়েছে ৷ পৌরভোটে সমস্ত ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের সমস্ত এন্ট্রি এবং এক্সিট পয়েন্টগুলিকে চিহ্নিত করে জোরকদমে চলছে চেকিং । শুধু কলকাতা পুলিশ নয়,নাকা চেকিংয়ে রয়েছে বিধাননগর কমিশনারেট, হাওড়া সিটি পুলিশ এবং বারুইপুর জেলা পুলিশও ৷

Last Updated : Dec 18, 2021, 8:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.