ETV Bharat / sports

CFL Derby: লিগ ডার্বিকে নঈমউদ্দিনের বেনিফিট ম্যাচ করার আর্জি মোহনবাগানের

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 9, 2023, 10:43 PM IST

এবারের লিগ ডার্বিকে নঈমউদ্দিনের বেনিফিট ম্যাচ হিসাবে ঘোষণা করার আর্জি জানাল মোহনবাগান সুপারজায়ান্ট ৷ সোমবার এই মর্মে আইএফএকে একটি চিঠিও দিয়েছে তারা ৷ আইএফএ এখনও এই বিষয়ে কোনও চুড়ান্ত সিদ্ধান্ত জানায়নি ৷

Mohun Bagan Request IFA
আইএফএর কাছে আর্জি মোহনবাগানের

কলকাতা, 9 অক্টোবর: কলকাতা লিগের চ্যাম্পিয়নশিপ খেতাবের ঠিকানা এখন মহমেডান স্পোর্টিং ক্লাব । পরপর তিনবার কলকাতা লিগ খেতাব জিতে 87 বছরের পুরানো রেকর্ড ভেঙেছে তারা । কিন্তু চ্যাম্পিয়নশিপ খেতাবের ঠিকানা ঠিক হয়ে গেলেও কলকাতা লিগ এখনও শেষ হয়নি । লিগের অন্যতম আকর্ষণ ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বি এখনও বাকি । ডার্বি কবে হবে, তা আইএফএ জানায়নি । তবে মোহনবাগান ক্লাব কলকাতা লিগের ডার্বি নিয়ে অভিনব প্রস্তাব দিয়েছে আইএফএ'কে ।

সোমবার তাঁরা চিঠি দিয়ে জানিয়েছে, এবারের কলকাতা ডার্বি হোক 'দ্রোণাচার্য' নঈমউদ্দিনের বেনিফিট ম্যাচ হিসেবে । আইএফএ অবশ্য এই ব্যাপারে চূড়ান্ত মত জানায়নি । তবে প্রস্তাবটিকে স্বাগত জানিয়েছে তাঁরা । বর্তমানে নঈমউদ্দিন হায়দরাবাদ ছেড়ে আবার কলকাতায় চলে এসেছেন । সন্তোষ ট্রফি খেলতে যাওয়ার আগে কিশোরভারতী স্টেডিয়ামে গিয়ে রঞ্জন চৌধুরীর প্রশিক্ষনাধীন বাংলা দলকে উৎসাহিত করে এসেছিলেন তিনি ।

পাশাপাশি সোমবার সন্তোষ ট্রফিতে জয় দিয়ে অভিযান শুরু করল বাংলা । প্রথম ম্যাচে ওড়িশাকে 2-0 গোলে হারিয়ে দিল তারা । 14 মিনিটে প্রথম গোল করে বাংলাকে এগিয়ে দেন বিজয় মুর্মু । এরপর জাঁকিয়ে বসে বাংলা । খারাপ মাঠ সত্ত্বেও ক্রমাগত আক্রমণ হানতে থাকে রঞ্জন চৌধুরীর ছেলেরা । রাশ আলগা হচ্ছে দেখে পালটা আক্রমণের মরিয়া চেষ্টা করে ওড়িশাও ।

আরও পড়ুন: চেন্নাইয়িনের বিরুদ্ধে লড়াই করেও জয় অধরা লাল-হলুদের

ম্যাচের নিয়ন্ত্রণ হাতে থাকলেও বাংলার ভালো খেলার পথে অন্তরায় হয়ে দাঁড়ায় ক্লান্তি । যা নিয়ে কোচ রঞ্জন চৌধুরী আগেই আশঙ্কিত ছিলেন । তবে ক্লান্ত থাকলেও ওড়িশা যাতে গোল করতে না পারে তার জন্য পুরোপুরি সতর্ক ছিল বাংলার রক্ষণভাগ । দ্বিতীয়ার্ধের শুরুতেই এল বাংলার দ্বিতীয় গোল । 48 মিনিটে দলকে এগিয়ে দেন জিতেন মুর্মু । এই গোলই বাংলার জয়ের পথ কার্যত নিশ্চিত করে দেয় । বিজয় মুর্মু গোল করলেও লালকার্ডও দেখতে হয় তাঁকে । ফলে বাকি সময় দশজনের দল নিয়েই খেলতে হয় তাদের । আগামী বুধবার বাংলার প্রতিপক্ষ দিল্লি । কার্ড সমস্যায় খেলতে পারবেন না বিজয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.