ETV Bharat / sports

Manisha Kalyan: 'এগিয়ে যেতে চাই', প্রথম ভারতীয় হিসেবে ইউরোপের লিগে গোল করেও তৃপ্ত নন মনীষা

author img

By ANI

Published : Sep 19, 2023, 6:25 AM IST

I am not satisfied Says Manisha Kalyan: হরিয়ানার ছোট্ট গ্রাম থেকে উঠে এসে ইউরোপের ক্লাবে খেলা ৷ ভারতীয় মহিলা ফুটবলার মনীষা কল্যাণ শুধু খেললেন না, গোলও করলেন ৷ সেই সঙ্গে প্রথম ভারতীয় মহিলা ফুটবলার হিসেবে ইউরোপের ক্লাবের হয়ে গোল করার কৃতিত্ব অর্জন করলেন ৷

Image Courtesy: Twitter/X
Image Courtesy: Twitter/X

সাইপ্রাস, 19 সেপ্টেম্বর: অ্যাপোলন লেডিস এফসি'র ফুটবলার মনীষা কল্যাণ প্রথম ভারতীয় মেয়ে হিসেবে ইউরোপিয়ান লিগে গোল করে ইতিহাস গড়েছেন ৷ এছাড়াও প্রথমবার মহিলাদের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্রথম কোনও ভারতীয় হিসেবে অংশগ্রহণ করলেন তিনি ৷ এমনকী তিনিই প্রথম ভারতীয় যিনি ব্রাজিলের বিরুদ্ধে গোল করলেন ৷ মনীষা কল্যাণ একমাত্র ভারতীয় ফুটবলার যিনি জর্জিয়ার ডব্লিউএফসি সামগ্রেলোর বিরুদ্ধে অ্যাপোলন লেডিস এফসি’র হয়ে মহিলাদের চ্যাম্পিয়ন্স লিগে গোল করেছেন ৷

আরও এই কৃতিত্ব অর্জন করার পর মনীষা কল্যাণ জানালেন, হরিয়ানার হোসিয়ারপুরের ছোট একটা গ্রাম থেকে বেরিয়ে সাইপ্রাসের ক্লাবে খেলা তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে ৷ এআইএফএফ'কে দেওয়া সাক্ষাৎকারে মনীষা কল্যাণ বলেন, ‘‘আমি অধিকাংশ সময় সবার আগে অনুশীলনে পৌঁছতাম এবং সবার পরে অনুশীলন থেকে বেরোতাম ৷ আমার কঠোর পরিশ্রমের এটাই প্রমাণ এবং সেটার ফল পাচ্ছি ৷ আর এই সাফল্য আমি কঠিন পরিশ্রম, নিষ্ঠা এবং সংকল্পের মাধ্যমে অর্জন করেছি ৷’’

আরও পড়ুন: স্যান্তিয়াগো বার্নাব্যুতে মুখ্যমন্ত্রী, সৌরভকে নিয়ে ঘুরে দেখলেন রিয়ালের ট্রফি ক্যাবিনেট

তবে, প্রথম ভারতীয় মহিলা ফুটবলার হিসেবে এই সাফল্য মনীষা কল্যাণকে সন্তুষ্ট করতে পারেনি এবং হওয়াও উচিত নয় ৷ তাঁর কথায়, ‘‘তবে, আমি এখনও সন্তুষ্ট নই ৷ আমি এখানে থামব না ৷ এখনও আমাকে অনেক দূর যেতে হবে ৷’’ হরিয়ানার একটি ছোট গ্রাম থেকে উঠে আসা মনীষা স্থানীয় এবং স্কুল ফুটবল থেকে নিজের খেলা শুরু করেছিলেন ৷ তিনি এমন একটা রাজ্য থেকে আসেন, যেখান থেকে ভারত অ্যাথলেটিক্সে একাধিক ক্রীড়াবিদকে পেয়েছে ৷ সেই হরিয়ানা থেকে মনীষা কল্যাণ আজ বিদেশের মাটিতে নিজের দাপট দেখাচ্ছেন ৷ আগামী দিনেও তাঁর এই সাফল্য বজায় থাকবে বলে আশা সকলের ৷

আরও পড়ুন: সিরাজের বিধ্বংসী স্পেলে ওয়ান ডে ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর শ্রীলঙ্কার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.