ETV Bharat / state

বাংলাদেশের সাংসদের দেহাংশ কি সবুজ ট্রলিতে পাচার ? সিসিটিভি ফুটেজ ঘিরে প্রশ্ন - Bangladesh MP Murder Case

author img

By ETV Bharat Bangla Team

Published : May 24, 2024, 6:40 PM IST

Bangladesh MP Murder Case: বাংলাদেশের সাংসদ খুনের ঘটনায়, ভাইরাল হল নিউটাউনের ফ্ল্যাটের ভিতরের ভিডিয়ো ৷ সেই ফুটেজে একটি সবুজ ট্রলি ব্যাগ নিয়ে একজনকে বেরতে দেখা যাচ্ছে ৷ ফলে প্রশ্ন উঠছে, ওই ট্রলিতেই কি পাচার করা হয়েছে বাংলাদেশের সাংসদের দেহাংশ ?

ETV BHARAT
বাংলাদেশের সাংসদ আনওয়ারুল আজিম হত্যাকাণ্ড ৷ (ফাইল চিত্র)

কলকাতা, 24 মে: বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমের হত্যাকাণ্ডে এবার প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ ৷ নিউটাউনের ফ্ল্যাটের ওই সিসিটিভি ফুটেজে ধরা পড়ল সবুজ ট্রলি ব্যাগ নিয়ে এক ব্যক্তির বেরিয়ে যাওয়ার দৃশ্য ৷ কী ছিল ওই সবুজ রঙের ট্রলিতে ? তা হলে কি ওই ট্রলির ভিতরেই কি আনোয়ারুল আজিমের দেহাংশ ভরে পাচার করা হয়েছিল ? এমন নানা প্রশ্ন উঠছে ৷

বাংলাদেশের সাংসদের খুনে প্রকাশ হওয়া নিউটাউনের ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজ ৷ (ইটিভি ভারত)

রাজ্য গোয়েন্দা দফতর সূত্রে খবর, এক ব্যক্তিকে সবুজ রঙের ট্রলি নিয়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে যেতে দেখা গিয়েছে ৷ এর পরবর্তী ফুটেজে অন্য আরেকজনকে ফ্ল্যাটে ঢুকতে দেখা যাচ্ছে ৷ তবে, সবুজ ট্রলিটিতে কী ছিল ? সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন তদন্তকারী আধিকারিকদের কাছ ৷ সিসিটিভি ফুটেজের ভিডিয়োতে খুনের অন্যতম অভিযুক্ত আমানোল্লাকে দেখা গিয়েছে ৷ বাংলাদেশ পুলিশের হাতে ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন তিনি ৷

এমনকী বাংলাদেশ প্রশাসনকেও সিসিটিভি ফুটেজ পাঠানো হয়েছে, তাদের তদন্তে যদি কোনও সহায়তা হয়, তার জন্য ৷ সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে ধৃত জিহাদ হাওলাদারকেও ৷ এই জিহাদকে মুম্বই থেকে ডেকে এনেছিলেন অভিযুক্তরা ৷ অভিযোগ উঠেছে, জিহাদ বাংলাদেশের নাগরিক ৷ একসময় বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিল ৷ তাঁকে বৃহস্পতিবার বনগাঁ থেকে গ্রেফতার করেছে সিআইডি-র গোয়েন্দারা ৷

আরও পড়ুন:

উল্লেখ্য, এই জিহাদ হাওলাদার ভারতে কসাইয়ের কাজ করেন ৷ তদন্তকারীদের অনুমান, তাঁকে ডেকে পাঠানো হয়েছিল আনওয়ারুল আজিমের দেহ টুকরো করার জন্য ৷ সেই কাজে মাংস কাটার অত্যাধুনিক সরঞ্জাম ব্যবহার করা হয়েছিল ৷ পরে রাসায়নিক দিয়ে দেহাংশগুলি ফ্রিজে ভরে রাখা হয় ৷ আরও পরে গভীর রাতে বাংলাদেশের সাংসদের দেহাংশগুলি ভাঙড়ের একটি খালে ভাসিয়ে দেওয়া হয় ৷ সেই তথ্য় রাজ্য পুলিশের গোয়েন্দাদের হাতে এসেছে ৷ ভাঙড়ের ওই খালে ডুবুরি নামিয়ে দেহাংশের খোঁজে তল্লাশি জারি রয়েছে ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.