ETV Bharat / sports

Rishabh Pant: ক্রমশ সুস্থ হচ্ছেন ঋষভ, আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ডে পন্ত

author img

By

Published : Jan 2, 2023, 9:59 AM IST

Updated : Jan 2, 2023, 11:21 AM IST

পন্তের লিগামেন্টের চিকিৎসা কোথায় করা হবে তা বিসিসিআই-এর উপর নির্ভর করছে । তার আগে ভক্তদের জন্য স্বস্তির খবর । আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তরিত করা হল ঋষভ'কে (Rishabh Pant shifted in Private Ward) ।

Etv Bharat
Etv Bharat

দেরাদুন, 2 জানুয়ারি: আগের চেয়ে অনেকটাই ভালো রয়েছেন ঋষভ পন্ত (Rishabh Pant) । বাঁ-হাতি মারকুটে ব্যাটারের ভক্তদের স্বস্তি দিয়ে একথাই জানানল দেরাদুনের ম্যাক্স হাসপাতাল কর্তৃপক্ষ । তাঁকে আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ডে নিয়ে আসা হয়েছে (Rishabh Pant shifted in Private Ward) । একই সঙ্গে জানা গিয়েছে, ঋষভের ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে ৷ তাঁর চিকিৎসা কোথায় করা হবে সেই সিদ্ধান্ত নেবে বিসিসিআই ।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি রবিবার দুপুরে ম্যাক্স হাসপাতালে যান । চিকিৎসকদের কাছ থেকে ঋষভের স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নেন । পন্তের মা সরোজ পন্ত এবং বোন সাক্ষীর সঙ্গেও দেখা করেন তিনি । প্রায় এক ঘণ্টা হাসপাতালে ছিলেন ধামি । দেরাদুনের ওই হাসপাতালে ঋষভের প্রাথমিকস্তরের সবরকম চিকিৎসা চলছে ৷ পরবর্তী সময়ে তাঁকে অন্যত্র স্থানান্তর করা হতে পারে ৷

প্রসঙ্গত, দিল্লি থেকে হোমটাউন রুরকিতে ফেরার পথে এদিন হামাদপুর ঝালের কাছে হাইওয়েতে ভারতীয় স্টাম্পার-ব্যাটারের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে (Rishabh Pant Met a Fatal Road Accident at Roorkee) ৷ ঘটনাস্থলেই জ্বলে যায় তরুণ ক্রিকেটারের গাড়ি ৷ যে ছবি পরবর্তীতে ভাইরাল হয়েছে ইন্টারনেটে ৷ কপালে এবং পায়ে গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হন পন্ত ৷ জানা গিয়েছে, দিল্লি থেকে পন্ত শুক্রবার সকালে নিজেই গাড়ি চালিয়ে রুরকিতে ফিরছিলেন (Pant was returning to his hometown from Delhi) ৷

আরও পড়ুন: গর্তের কারণেই নিয়ন্ত্রণ হারায় গাড়ি! হাসপাতালে মুখ্যমন্ত্রীকে জানালেন পন্ত

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, ডিভাইডারের রেলিং ভেঙে উলটে যায় পন্তের গাড়ি ৷ সঙ্গে সঙ্গে আগুন জ্বলে যায় সেটিতে ৷ কোনওক্রমে ক্রিকেটারকে উদ্ধার করে দিল্লি রোডের সক্ষম হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই প্রাথমিক শুশ্রূষা চলে তাঁর ৷ খবর পাওয়ার পর থেকেই উৎকণ্ঠায় ছিলেন পন্ত-অনুরাগীরা ৷ এবার প্রিয় খেলোয়াড়ের বিপদ কেটে যাওয়ায় কিছুটা আশ্বস্ত তারা ৷

প্রসঙ্গত, শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে আসন্ন টি-20 এবং ওয়ান-ডে সিরিজ থেকে বাদ পড়েছেন পন্ত ৷ ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে বেঙ্গালুরুতে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং ক্যাম্পে যোগ দেওয়ার কথা ছিল তাঁর ৷ দুর্ঘটনার কারণে ঘরের মাঠে সেই টেস্ট সিরিজে খেলতে পারবেন না ঋষভ পন্থ ৷ আইপিএল থেকেও কার্যত ছিটকে গিয়েছেন তিনি । এমনকী ঠিক কতদিনে পন্ত পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরবেন, তা এখনই বলা যাচ্ছে না ৷

Last Updated :Jan 2, 2023, 11:21 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.