ETV Bharat / sports

ভাঙল যুবরাজের 24 বছর পুরনো রেকর্ড, 404 রানের অপরাজিত ইনিংস প্রখরের

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 16, 2024, 11:25 AM IST

Updated : Jan 16, 2024, 11:32 AM IST

Image Courtesy: BCC Domestic X
Image Courtesy: BCC Domestic X

Prakhar Chaturvedi in Cooch Behar Trophy Final: কোচবিহার ট্রফির ফাইনালে 404 রানের অপরাজিত ইনিংস খেলে এখন ভারতীয় ক্রিকেটের আলোচনার কেন্দ্রে প্রখর চতুর্বেদী ৷ কর্নাটক অনূর্ধ্ব-19 দলের হয়ে এই ইনিংস খেলেছেন তিনি ৷

শিমোগা (কর্নাটক), 16 জানুয়ারি: শিমোগায় মুম্বইয়ের বিরুদ্ধে অনূর্ধ্ব-19 কোচবিহার ট্রফির ফাইনালে চারশো রান করা প্রথম ক্রিকেটার হলেন কর্নাটকের প্রখর চতুর্বেদী ৷ ভাঙলেন ফাইনালে যুবরাজ সিংয়ের সর্বোচ্চ 358 রানের রেকর্ড ৷ সেই সঙ্গে কোচবিহার ট্রফির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন এই ক্রিকেটার ৷ মুম্বইয়ের 3080 রানের জবাবে 638 বলে একাই 404 রানের অপরাজিত ইনিংস খেললেন কর্নাটকের ওপেনার ৷

প্রখর এবং হর্ষিল ধারমানির (228 বলে 169 রান) ইনিংসে ভর করে কর্নাটক অনূর্ধ্ব-19 দল 8 উইকেটে 890 রানে ইনিংস ঘোষণা করে ৷ তবে, সোমবারই ম্যাচের শেষ দিন ছিল ৷ তবে, এই 404 রানে অপরাজিত ইনিংস প্রখরের কেরিয়ারে এক অন্য মোড় এনে দিল ৷ কারণ, দক্ষিণ আফ্রিকায় শুরু হতে চলা অনূর্ধ্ব-19 বিশ্বকাপে সুযোগ পাননি প্রখর চতুর্বেদী ৷ তবে, কোচবিহার ট্রফির ফাইনালে খেলা এই ইনিংসের দৌলতে এবার প্রখরের সামনে কর্নাটকের রঞ্জি দলের দরজা খুলে গেল ৷ হয়তো এই মরশুমেই প্রখর চতুর্বেদীকে কর্নাটকের হয়ে ওপেন করতে দেখা যেতে পারে ৷

ফাইনালে প্রখরের 404 রানের ইনিংসে মোট 46টি বাউন্ডারি এবং 3টি ওভার-বাউন্ডারি ছিল ৷ প্রথম উইকেটে ওপেনার কার্তিকের (50 রান) সঙ্গে 109 রানের পার্টনারশিপ করেন প্রখর ৷ এর পর তিনি এবং হর্ষিল 290 রানের পার্টনারশিপ করে মুম্বই অনূর্ধ্ব-10 দলের বিরুদ্ধে ৷ এই দু’জনের ইনিংসে ভর করেই কর্নাটক প্রথম ইনিংসে মুম্বইয়ের বিরুদ্ধে লিড নেয় ৷ এর পর কার্তিকেয়া কেপি 72 রানের ইনিংস খেলেন ৷ সেখানে প্রখরের সঙ্গে তিনি 152 রানের পার্টনারশিপ করেছেন ৷ টপ-অর্ডারের চার ব্যাটার ছাড়াও লোয়ার-অর্ডারে হার্দিক রাজ 51 এবং সমর্থ এন 55 রানের অপরাজিত ইনিংস খেলেন ৷

উল্লেখ্য, প্রখর চতুর্বেদী কোচবিহার ট্রফির ফাইনালে সর্বোচ্চ রান করা ব্যাটার হওয়ার পাশাপাশি, টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার হলেন ৷ তাঁর আগে এক নম্বরে রয়েছেন মহারাষ্ট্রের বিজয় জোলের 451 নট আউট ৷ অসমের বিরুদ্ধে এই ইনিংস খেলেছিলেন তিনি ৷ আর তারও 24 বছর আগে কোচবিহার ট্রফিতে 358 রানের ইনিংস খেলেছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং ৷ সেই রেকর্ডও ছাপিয়ে গিয়েছেন কর্নাটকের প্রখর চতুর্বেদী ৷

আরও পড়ুন:

  1. ডিপফেকের শিকার সচিন, সরব সোশাল মিডিয়ায়
  2. রোহিতের মাইলফলকের ম্যাচে যশস্বী -শিবমের ব্যাটে সিরিজ দখল ভারতের
  3. ফিফার বর্ষসেরা ফুটবলার মেসি, সেরা কোচের তকমা পেলেন গুয়ার্দিওলা
Last Updated :Jan 16, 2024, 11:32 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.