ETV Bharat / sports

ডিপফেকের শিকার সচিন, সরব সোশাল মিডিয়ায়

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 15, 2024, 2:00 PM IST

Updated : Jan 15, 2024, 2:50 PM IST

Sachin Tendulkar is a Victim of Deepfake: এবার ডিপফেকের শিকার হলেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর ৷ সচিনেরই একটি ভিডিয়োর উপর তাঁর নকল স্বর বসিয়ে অনলাইন গেমের মাধ্যমে অর্থ উপাজর্নের বিজ্ঞাপন তৈরি করা হয়েছে ৷

ETV BHARAT Files
ETV BHARAT Files

মুম্বই, 15 জানুয়ারি: ডিপফেকের শিকার সচিন তেন্ডুলকর ৷ সোশাল মিডিয়ায় তাঁর ডিপফেক ভিডিয়ো বানিয়ে অনলাইন গেমিং অ্যাপের বিজ্ঞাপন তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেছেন 'মাস্টার ব্লাস্টার' ৷ যেখানে সচিনের একটি ভিডিয়োর উপর তাঁর নকল স্বর বসিয়ে সহজে টাকা উপার্জনের প্রচার করা হয়েছে ৷ এই নকল ভিডিয়োটির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন সচিন ৷

এ দিন সচিন তাঁর সোশাল মিডিয়া সাইটে সেই নকল ভিডিয়োটি পোস্ট করে লিখেছেন, "এই ভিডিয়োটা নকল ৷ যে হারে প্রযুক্তির অপব্যবহার করা হচ্ছে, তা খুবই বিরক্তিকর ৷ সকলের কাছে আমার আবেদন, এই ধরনের এমন ভিডিয়ো, বিজ্ঞাপন ও অ্যাপলিকেশনগুলির বিরুদ্ধে বেশি সংখ্যায় অভিযোগ জানান ৷ সোশাল মিডিয়ায় প্ল্যাটফর্মগুলিকে আরও সচেতন এবং দায়িত্বশীল হতে হবে এই ধরনের অভিযোগগুলি নিয়ে ৷ এই ধরনের ডিপফেক ও ভুল তথ্য ছড়িয়ে পড়ার আগে, তাদের তরফে দ্রুত পদক্ষেপ নেওয়াটা জরুরি ৷"

  • These videos are fake. It is disturbing to see rampant misuse of technology. Request everyone to report videos, ads & apps like these in large numbers.

    Social Media platforms need to be alert and responsive to complaints. Swift action from their end is crucial to stopping the… pic.twitter.com/4MwXthxSOM

    — Sachin Tendulkar (@sachin_rt) January 15, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কী ছিল সচিনের পোস্ট করা ভিডিয়োটিতে ?

ওই ভিডিয়োটিতে থাকা ব্যক্তি সচিন তেন্ডুলকর হলেও, সেখানে শুনতে পাওয়া গলার স্বর মাস্টার ব্লাস্টারের নয় ৷ প্রযুক্তির কারসাজিতে তাঁর আওয়াজ নকল করে, সেটি ভিডিয়োতে সুপার ইম্পোজ করা হয়েছে ৷ সেখানে সচিনের ঠোঁটের সঙ্গে কথা মেলারনোর জন্য প্রযুক্তির ব্যবহার করা হয়েছে ৷ ভিডিয়োটিতে সচিনের মেয়ে সারা তেন্ডুলকরের নামও ব্যবহার করা হয়েছে ৷ যেখানে বলতে শোনা গিয়েছে, সচিনের মেয়েও অনলাইনে গেম খেলে রোজ লক্ষ লক্ষ টাকা উপার্জন করছেন ৷ আর সচিন তেন্ডুলকর আবেদন করছেন, সবাই যেন সেই অনলাইন গেম খেলেন ও সহজে লক্ষ লক্ষ টাকা উপার্জন করেন ৷

ভিডিয়োটি নজরে আসতেই সরব হয়েছেন সচিন ৷ তিনি এর বিরুদ্ধে কর্তৃপক্ষকে দ্রুত জরুরি পদক্ষেপ নেওয়ার আবেদন করেছেন ৷ উল্লেখ্য, শুধু সচিন তেন্ডুলকর নন ৷ এই ধরনের ডিপফেক ও সুপার ইম্পোজ ভিডিয়োর শিকার হামেশাই হচ্ছে তারকারা ৷ বিশেষত বলিউড এবং অন্যান্য আঞ্চলিক ভাষার অভিনেতা ও অভিনেত্রী ৷ যার সাম্প্রতিক উদাহরণ, রশ্মিকা মন্দানা, ক্যাটরিনা কাইফ এবং আলিয়া ভাট ৷

আরও পড়ুন:

  1. রশ্মিকা মান্দানা'র 'ডিপফেক' কাণ্ডে খোঁজ 4 সন্দেহভাজনের, মূল ষড়যন্ত্রকারীর সন্ধানে দিল্লি পুলিশ
  2. ডিপফেক টেকনোলজিকে আটকানো মুশকিল, বাঁচার পথ দেখালেন বিশিষ্ট সাইবার বিশেষজ্ঞ
  3. ডিপফেক রুখতে কড়া কেন্দ্র; শিগগিরই আসছে নতুন নিয়ম, জানালেন অশ্বিনী বৈষ্ণব

মুম্বই, 15 জানুয়ারি: ডিপফেকের শিকার সচিন তেন্ডুলকর ৷ সোশাল মিডিয়ায় তাঁর ডিপফেক ভিডিয়ো বানিয়ে অনলাইন গেমিং অ্যাপের বিজ্ঞাপন তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেছেন 'মাস্টার ব্লাস্টার' ৷ যেখানে সচিনের একটি ভিডিয়োর উপর তাঁর নকল স্বর বসিয়ে সহজে টাকা উপার্জনের প্রচার করা হয়েছে ৷ এই নকল ভিডিয়োটির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন সচিন ৷

এ দিন সচিন তাঁর সোশাল মিডিয়া সাইটে সেই নকল ভিডিয়োটি পোস্ট করে লিখেছেন, "এই ভিডিয়োটা নকল ৷ যে হারে প্রযুক্তির অপব্যবহার করা হচ্ছে, তা খুবই বিরক্তিকর ৷ সকলের কাছে আমার আবেদন, এই ধরনের এমন ভিডিয়ো, বিজ্ঞাপন ও অ্যাপলিকেশনগুলির বিরুদ্ধে বেশি সংখ্যায় অভিযোগ জানান ৷ সোশাল মিডিয়ায় প্ল্যাটফর্মগুলিকে আরও সচেতন এবং দায়িত্বশীল হতে হবে এই ধরনের অভিযোগগুলি নিয়ে ৷ এই ধরনের ডিপফেক ও ভুল তথ্য ছড়িয়ে পড়ার আগে, তাদের তরফে দ্রুত পদক্ষেপ নেওয়াটা জরুরি ৷"

  • These videos are fake. It is disturbing to see rampant misuse of technology. Request everyone to report videos, ads & apps like these in large numbers.

    Social Media platforms need to be alert and responsive to complaints. Swift action from their end is crucial to stopping the… pic.twitter.com/4MwXthxSOM

    — Sachin Tendulkar (@sachin_rt) January 15, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কী ছিল সচিনের পোস্ট করা ভিডিয়োটিতে ?

ওই ভিডিয়োটিতে থাকা ব্যক্তি সচিন তেন্ডুলকর হলেও, সেখানে শুনতে পাওয়া গলার স্বর মাস্টার ব্লাস্টারের নয় ৷ প্রযুক্তির কারসাজিতে তাঁর আওয়াজ নকল করে, সেটি ভিডিয়োতে সুপার ইম্পোজ করা হয়েছে ৷ সেখানে সচিনের ঠোঁটের সঙ্গে কথা মেলারনোর জন্য প্রযুক্তির ব্যবহার করা হয়েছে ৷ ভিডিয়োটিতে সচিনের মেয়ে সারা তেন্ডুলকরের নামও ব্যবহার করা হয়েছে ৷ যেখানে বলতে শোনা গিয়েছে, সচিনের মেয়েও অনলাইনে গেম খেলে রোজ লক্ষ লক্ষ টাকা উপার্জন করছেন ৷ আর সচিন তেন্ডুলকর আবেদন করছেন, সবাই যেন সেই অনলাইন গেম খেলেন ও সহজে লক্ষ লক্ষ টাকা উপার্জন করেন ৷

ভিডিয়োটি নজরে আসতেই সরব হয়েছেন সচিন ৷ তিনি এর বিরুদ্ধে কর্তৃপক্ষকে দ্রুত জরুরি পদক্ষেপ নেওয়ার আবেদন করেছেন ৷ উল্লেখ্য, শুধু সচিন তেন্ডুলকর নন ৷ এই ধরনের ডিপফেক ও সুপার ইম্পোজ ভিডিয়োর শিকার হামেশাই হচ্ছে তারকারা ৷ বিশেষত বলিউড এবং অন্যান্য আঞ্চলিক ভাষার অভিনেতা ও অভিনেত্রী ৷ যার সাম্প্রতিক উদাহরণ, রশ্মিকা মন্দানা, ক্যাটরিনা কাইফ এবং আলিয়া ভাট ৷

আরও পড়ুন:

  1. রশ্মিকা মান্দানা'র 'ডিপফেক' কাণ্ডে খোঁজ 4 সন্দেহভাজনের, মূল ষড়যন্ত্রকারীর সন্ধানে দিল্লি পুলিশ
  2. ডিপফেক টেকনোলজিকে আটকানো মুশকিল, বাঁচার পথ দেখালেন বিশিষ্ট সাইবার বিশেষজ্ঞ
  3. ডিপফেক রুখতে কড়া কেন্দ্র; শিগগিরই আসছে নতুন নিয়ম, জানালেন অশ্বিনী বৈষ্ণব
Last Updated : Jan 15, 2024, 2:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.