ETV Bharat / bharat

ডিপফেক রুখতে কড়া কেন্দ্র; শিগগিরই আসছে নতুন নিয়ম, জানালেন অশ্বিনী বৈষ্ণব

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 23, 2023, 4:21 PM IST

Updated : Nov 23, 2023, 4:31 PM IST

Ashwini Vaishnaw on deepfakes: ডিপফেক ছবি ও ভিডিয়ো মোকাবিলায় কড়া ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্রীয় সরকার ৷ শিগগিরই এই নিয়ে নতুন নিয়ম আসছে বলে জানালেন কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৷

Ashwini Vaishnaw on deepfakes
অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, 23 নভেম্বর: ডিপফেক রুখতে তৎপর হল কেন্দ্রীয় সরকার ৷ ডিপফেক মোকাবিলায় খুব শিগগিরই নতুন নিয়ম আনা হচ্ছে বলে জানালেন কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৷ তিনি বৃহস্পতিবার বলেন, গণতন্ত্রের জন্য নতুন হুমকি এই ডিপফেক ৷

বৃহস্পতিবার ডিপফেক নিয়ে সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির সঙ্গে বৈঠক করেন অশ্বিনী বৈষ্ণব ৷ তিনি বলেন যে, সংস্থাগুলি সনাক্তকরণ, প্রতিরোধ, রিপোর্টিং প্রক্রিয়া শক্তিশালীকরণ এবং ব্যবহারকারীর সচেতনতা বাড়ানোর মতো ক্ষেত্রগুলিতে স্পষ্ট পদক্ষেপের প্রয়োজনীয়তার বিষয়ে সম্মত হয়েছে ।

মন্ত্রীর কথায়, "আমরা আজই নিয়মের খসড়া তৈরি করা শুরু করব, এবং খুব অল্প সময়ের মধ্যেই আমরা ডিপফেকগুলির জন্য একটি নতুন নিয়ম তৈরি করব...এটি বিদ্যমান কাঠামোর সংশোধন বা নতুন নিয়ম বা নতুন আইন আনার আকারে হতে পারে ৷"

তিনি বলেন, ডিপফেক গণতন্ত্রের জন্য নতুন হুমকি হিসেবে আবির্ভূত হয়েছে । কেন্দ্রীয় মন্ত্রী এ দিন আরও বলেন, "আমরা ডিসেম্বরের প্রথম সপ্তাহে আমাদের পরবর্তী বৈঠক করব...যা আজকের সিদ্ধান্তের ফলো-আপ অ্যাকশন এবং খসড়া নিয়মে কী অন্তর্ভুক্ত করা উচিত সে বিষয়েও আলোচনা হবে ৷"

ডিপফেকগুলি কৃত্রিম বুদ্ধিমত্তার একটি ফর্ম ব্যবহার করে, কারও মুখ ও শরীর ডিজিটালি সম্পূর্ণ বদলে দিতে সক্ষম ৷ সম্প্রতি, বলিউড ও দক্ষিণের অভিনেত্রী রশ্মিকা মন্দানার ডিপফেক ভিডিয়ো শোরগোল ফেলে দিয়েছিল দেশজুড়ে ৷ পরে ক্যাটরিনা কাইফ, কাজলের ডিপফেক সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ৷ গতকাল প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সচিন তেন্ডুলকরের কন্যা সারা তেন্ডুলকর অভিযোগ করেন যে, তাঁর ছবিও ডিপফেক করা হয়েছে ৷ প্রযুক্তির এই অপব্যবহার নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি ৷ সাম্প্রতিক এই ঘটনাগুলির পর ডিপফেক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ (সংবাদসংস্থা পিটিআই)

আরও পড়ুন:

  1. ডিপফেক টেকনোলজিকে আটকানো মুশকিল, বাঁচার পথ দেখালেন বিশিষ্ট সাইবার বিশেষজ্ঞ
  2. রশ্মিকার 'ডিপফেক ভিডিয়ো' কাণ্ডে এফআইআর দায়ের দিল্লি পুলিশের

নয়াদিল্লি, 23 নভেম্বর: ডিপফেক রুখতে তৎপর হল কেন্দ্রীয় সরকার ৷ ডিপফেক মোকাবিলায় খুব শিগগিরই নতুন নিয়ম আনা হচ্ছে বলে জানালেন কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৷ তিনি বৃহস্পতিবার বলেন, গণতন্ত্রের জন্য নতুন হুমকি এই ডিপফেক ৷

বৃহস্পতিবার ডিপফেক নিয়ে সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির সঙ্গে বৈঠক করেন অশ্বিনী বৈষ্ণব ৷ তিনি বলেন যে, সংস্থাগুলি সনাক্তকরণ, প্রতিরোধ, রিপোর্টিং প্রক্রিয়া শক্তিশালীকরণ এবং ব্যবহারকারীর সচেতনতা বাড়ানোর মতো ক্ষেত্রগুলিতে স্পষ্ট পদক্ষেপের প্রয়োজনীয়তার বিষয়ে সম্মত হয়েছে ।

মন্ত্রীর কথায়, "আমরা আজই নিয়মের খসড়া তৈরি করা শুরু করব, এবং খুব অল্প সময়ের মধ্যেই আমরা ডিপফেকগুলির জন্য একটি নতুন নিয়ম তৈরি করব...এটি বিদ্যমান কাঠামোর সংশোধন বা নতুন নিয়ম বা নতুন আইন আনার আকারে হতে পারে ৷"

তিনি বলেন, ডিপফেক গণতন্ত্রের জন্য নতুন হুমকি হিসেবে আবির্ভূত হয়েছে । কেন্দ্রীয় মন্ত্রী এ দিন আরও বলেন, "আমরা ডিসেম্বরের প্রথম সপ্তাহে আমাদের পরবর্তী বৈঠক করব...যা আজকের সিদ্ধান্তের ফলো-আপ অ্যাকশন এবং খসড়া নিয়মে কী অন্তর্ভুক্ত করা উচিত সে বিষয়েও আলোচনা হবে ৷"

ডিপফেকগুলি কৃত্রিম বুদ্ধিমত্তার একটি ফর্ম ব্যবহার করে, কারও মুখ ও শরীর ডিজিটালি সম্পূর্ণ বদলে দিতে সক্ষম ৷ সম্প্রতি, বলিউড ও দক্ষিণের অভিনেত্রী রশ্মিকা মন্দানার ডিপফেক ভিডিয়ো শোরগোল ফেলে দিয়েছিল দেশজুড়ে ৷ পরে ক্যাটরিনা কাইফ, কাজলের ডিপফেক সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ৷ গতকাল প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সচিন তেন্ডুলকরের কন্যা সারা তেন্ডুলকর অভিযোগ করেন যে, তাঁর ছবিও ডিপফেক করা হয়েছে ৷ প্রযুক্তির এই অপব্যবহার নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি ৷ সাম্প্রতিক এই ঘটনাগুলির পর ডিপফেক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ (সংবাদসংস্থা পিটিআই)

আরও পড়ুন:

  1. ডিপফেক টেকনোলজিকে আটকানো মুশকিল, বাঁচার পথ দেখালেন বিশিষ্ট সাইবার বিশেষজ্ঞ
  2. রশ্মিকার 'ডিপফেক ভিডিয়ো' কাণ্ডে এফআইআর দায়ের দিল্লি পুলিশের
Last Updated : Nov 23, 2023, 4:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.