ETV Bharat / sports

ICC Cricket World Cup 2023: চোট সারিয়ে ফিরলেন উইলিয়ামসন, টস জিতে বল করছে 'বাবর অ্যান্ড কোং'

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 4, 2023, 10:10 AM IST

Updated : Nov 4, 2023, 11:19 AM IST

New Zealand vs Pakistan Toss in ICC Cricket World Cup 2023: শেষ চারের ক্ষীণ আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচ জিততেই হবে পাকিস্তানকে । অন্যদিকে জেতা ছাড়া রাস্তা খোলা নেই নিউজিল্যান্ডের সামনেও । ফলে দু'দলের কাছেই 'ডু অর ডাই' পরিস্থিতি ।

Etv Bharat
Etv Bharat

বেঙ্গালুরু, 4 নভেম্বর: চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি পাকিস্তান-নিউজিল্যান্ড । অঙ্কের বিচারে শেষ চারের ক্ষীণ আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচ জিততেই হবে পাকিস্তানকে । অন্যদিকে পাঁচ নম্বরে উঠে এসেছে আফগানিস্তান । জেতা ছাড়া রাস্তা খোলা নেই নিউজিল্যান্ডের সামনেও । ফলে দু'দলের কাছেই 'ডু অর ডাই' পরিস্থিতি । গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতলেন পাক অধিনায়ক বাবর আজম । চিন্নাস্বামীতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন 'মেন ইন গ্রিন' অধিনায়ক ৷

বিশ্বকাপে শনিবারের ডাবল হেডারের প্রথম ম্যাচ এটি ৷ যে ম্যাচে আঙুলের চোট সারিয়ে প্রথম একাদশে ফিরেছেন কেন উইলিয়ামসন । দুরন্ত ফর্মে রয়েছে রাচিন রবীন্দ্র, ডারেল মিচেলরা । ফলে ধারেভারে পাকিস্তানের বিরুদ্ধে এগিয়ে ব্ল্যাক ক্যাপসই ৷ বাংলাদেশের বিরুদ্ধে কামব্যাক ম্যাচে বাঁ-হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন তিনি ৷ ফলে শেষ চার ম্যাচে খেলতে পারেননি কেন ৷ এরই মধ্যে দলের অন্যতম স্পিনার ম্যাট হেনরি হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে বিশ্বকাপের বাইরে ৷ তাঁর বদলি হিসেবে কেইল জেমিসন 15 জনের স্কোয়াডে যোগ দিয়েছেন ৷

আরও পড়ুন: বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হার্দিক, প্রোটিয়া ম্যাচের আগে চাপ বাড়ল রোহিতের

তবে, এ দিন চিন্নাস্বামীর পিচে একজন বাড়তি স্পিনার নিয়ে নেমেছে নিউজিল্যান্ড ৷ হেনরির জায়গায় লেগ স্পিনার ইশ সোধিকে খেলানো হয়েছে ৷ আর উইলিয়ামসন দলে ফেরায় বাদ পড়েছেন উইল ইয়ং ৷ চলতি বিশ্বকাপে হঠাৎই কিউয়িদের সেমিফাইনালের দৌড় কিছুটা কঠিন হয়ে গিয়েছে, পরপর তিন ম্যাচে হারের কারণে ৷ ফলে আজকের ম্যাচ জিতে নকআউটের রাস্তা সুগম করাই লক্ষ্য নিউজিল্যান্ডের ৷ এই মুহূর্তে নিউজিল্যান্ড 7 ম্যাচ খেলে 8 পয়েন্টে রয়েছে ৷ আজ পাকিস্তানের বিরুদ্ধে 8 নম্বর ম্যাচ জিততে পারলে 10 পয়েন্ট হবে তাদের ৷ উইলিয়ামসনদের শেষ ম্যাচ শ্রীলঙ্কার বিরুদ্ধে বেঙ্গালুরুতেই হবে ৷ সেই ম্যাচ জিতলে সরাসরি সেমিফাইনালে উঠবে কিউয়িরা ৷ তা না হলে, অন্য দলগুলির হারা-জেতা ও নেট রানরেটের দিকে তাকিয়ে থাকতে হবে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: প্রথমবার আইপিএলের নিলাম বসবে বিদেশে, কবে জানেন ?

অন্যদিকে, পাকিস্তানের অবস্থা আরও খারাপ ৷ কিউয়িদের বিরুদ্ধে বাবর আজমদের জিতলেই হবে না ৷ বড় ব্যবধানে ম্যাচ জিতে নেট রানরেট বাড়াতে হবে তাদের ৷ ইতিমধ্যে আফগানিস্তান 7 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছে ৷ আর পাকিস্তান 7 ম্যাচে 6 পয়েন্টে রয়েছে ৷ শুধু তাই নয়, শেষ ম্যাচে পয়েন্ট তালিকায় সবার নিচে থাকা ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবেন বাবর-রিজওয়ানরা ৷ এই টুর্নামেন্টে একেবার খেলতে না পারলেও, ইডেনের সেই ম্যাচে পাকিস্তানকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারেন জস বাটলাররা ৷

Last Updated : Nov 4, 2023, 11:19 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.