ETV Bharat / sports

IPL 2024 Auction: প্রথমবার আইপিএলের নিলাম বসবে বিদেশে, কবে জানেন ?

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 4, 2023, 10:44 AM IST

ফাইল ছবি
IPL 2024 Auction

IPL Auction in Dubai: এই প্রথমবার বিদেশের মাটিতে বসতে চলেছে আইপিএল অকশন ৷ আইপিএল 2024-র নিলাম নিয়ে গতকাল, শুক্রবার দুবাইয়ের নাম চূড়ান্ত করে দেওয়া হয়েছে বিসিসিআইয়ের তরফে। কবে নিলাম হবে তা-ও জানিয়ে দেওয়া হয়েছে ৷

মুম্বই, 4 নভেম্বর: দেশের মাটিতে চলছে ওডিআই বিশ্বকাপ ৷ নম্বর ওয়ান-এ টিম ইন্ডিয়া ৷ তারই মাঝে​ ফের ক্রিকেটের বিলিয়ন ডলার টুর্নামেন্টের নিলাম নিয়ে বড় খবর সামনে এসেছে ৷ গতকাল বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, আগামী 19 ডিসেম্বর আগামী আইপিএলের নিলাম বসবে দুবাইয়ে ৷ আইপিএল আয়োজক গর্ভনিং বডি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে 26 নভেম্বরের মধ্যে প্রতিটা ফ্র্যাঞ্চাইজিকে নিজেদের প্লেয়ারদের তালিকা তুলে দিতে হবে ৷

ওই তালিকায় জানানো হবে কোন দল কোন, কোন প্লেয়ারকে ধরে রাখতে চায় ৷ এর আগে ক্রিকেটার ছাড়ার সময়সীমা ছিল 15 নভেম্বর। তা 11 দিন বাড়ানো হয়েছে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজির কাছে 100 কোটি টাকা থাকবে ক্রিকেটার কেনার জন্যে। আইপিএল 2023-র দল পিছু নিলামের বরাদ্দ থেকে 5 কোটি টাকা করে বেড়েছে এবার ৷ প্রতি তিন বছর অন্তর যে নিলাম আয়োজিত হয়, আগামী বছরই তাঁর মেয়াদ শেষ হচ্ছে। ফলে পরের বছর মেগা নিলাম আয়োজিত হবে। সেখানে সর্বোচ্চ তিন-চার জন ক্রিকেটার বাদে বাকি ক্রিকেটারদের ছেড়ে দিতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলিকে। তবে সেই নিলাম কোথায় হবে তা এখনও জানানো হয়নি।

আরও পড়ুন: শহরে পা দিয়েই ইডেনে রাহুল, বাইশ গজ জরিপ করলেন রোহিতদের হেডস্যর

নিলামের ভেন্যু হিসেবে দুবাইয়ের কোকাকোলা এরিনার ডেসার্ট সিটিকে বেছে নেওয়া হয়েছে সতর্কতার সঙ্গে। এটি দুবাইয়ের একটি জমজমাট জায়গা যা কনসার্ট এবং বিভিন্ন খেলাধুলার ইভেন্ট সহ হাই-প্রোফাইল ইভেন্টের জন্য পরিচিত। আইপিএলের এক কর্মকর্তা সংবাদসংস্থা পিটিআইকে জানান, বিয়ের মরশুমের জন্য হোটেল পেতে সমস্যা হতে পারে, সেই কারণেই এটি দুবাইতে আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ গতবছর বোর্ডের তরফে ইস্তানবুলে নিলাম আয়োজন করার চেষ্টা করা হয়েছিল। পরে অবশ্য সেই ভাবনা থেকে সরে আসে বোর্ডে। এ দিকে, ক্রিকেটার আদান-প্রদানের প্রক্রিয়া ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। লখনউ সুপার জায়ান্টস থেকে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছেন রোমারিয়ো শেফার্ড।

আরও পড়ুন: ধোঁয়াশায় ঢেকেছে দিল্লি, অনুশীলনেই নামতে পারলেন না শাকিবরা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.