CSK Retain Dhoni: আরও 3 বছর সিএসকেতে মাহি

author img

By

Published : Nov 25, 2021, 1:35 PM IST

CSK-Retain-MS Dhoni-for-Three-IPL-Seasons

মহেন্দ্র সিং ধোনিকে ধরে রাখল সিএসকে ফ্র্যাঞ্চাইজি (CSK Retain MS Dhoni) ৷ সেই সঙ্গে রবীন্দ্র জাদেজা, রুতুরাজ গায়কোয়াড়কেও ধরে রেখেছে (CSK Retain Three Indian Cricketer) ৷ ইংল্যান্ডের মইন আলিকে বিদেশি ক্রিকেটার হিসেবে ধরে রাখতে চাইছে চেন্নাই ৷ তবে, পুরোটাই নির্ভর করছে মইন আলির সিদ্ধান্তের উপর ৷

নয়াদিল্লি, 25 নভেম্বর: মহেন্দ্র সিং ধোনিকে আরও 3 বছরের জন্য ধরে রাখার সিদ্ধান্ত নিল চেন্নাই সুপার কিংস (CSK Retain MS Dhoni) ৷ ডিসেম্বর মাসে মেগা অকশনের আগে মোট 4 জন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে বর্তমান 8টি ফ্র্যাঞ্চাইজি ৷ সেই মতো আইপিএল’র মেগা অকশনের আগে মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা, রুতুরাজ গায়কোয়াড়কে ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে সিএসকে ফ্র্যাঞ্চাইজি (MS Dhoni Remain CSK Captain) ৷ তবে, চার নম্বর ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের মইন আলিকে দলে রাখতে চাইছে চেন্নাই ৷ এ নিয়ে মইনের সঙ্গে কথা বলছে সিএসকে কর্তৃপক্ষ ৷ তবে, মইন থাকতে না চাইলে ইংল্যান্ডের বাঁ হাতি অলরাউন্ডার স্যাম কারানকে রিটেইন করবে সিএসকে ৷

প্রসঙ্গত, ধোনিকে ধরে রাখার সিদ্ধান্ত নেওয়ার আগে, অবশ্যই তাঁর সঙ্গে আলোচনা করেছে সিএসকে কর্তৃপক্ষ (MS Dhoni Remain CSK Captain) ৷ কয়েকদিন আগে সিএসকে ফ্র্যাঞ্চাইজির মূল কোম্পানি ইন্ডিয়া সিমেন্টের একটি অনুষ্ঠানে ধোনি জানিয়েছিলেন, ‘‘আমি সবসময় আমার ক্রিকেট নিয়ে পরিকল্পনা করি ৷ ভারতের হয়ে আমার শেষ একদিনের ম্যাচ ছিল রাঁচিতে ৷ আশা করি আমার শেষ টি-20 চেন্নাইয়ের হয়ে খেলতে পারব (CSK Retain MS Dhoni for Three IPL Seasons) ৷ সেটা আগামী বছরও হতে পারে বা পরবর্তী পাঁচ বছরে ৷ আমি সেটা জানি না ৷’’

আরও পড়ুন : IND vs NZ Kanpur Test: কানপুর টেস্টে শুভমানের হাফ সেঞ্চুরি, 2 ওপেনারকে হারাল ভারত

তবে, শুধু সিএসকে নয় ৷ আইপিএল’র বাকি সাত ফ্র্যাঞ্চাইজিও মোটামুটি তাদের প্লেয়ার রিটেইন করা নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ৷ কারণ, 2022’র আইপিএল 15 সিজন শুরুর আগে মেগা অকশন শুরু হতে চলেছে (IPL 2022) ৷ যেখানে আমেদাবাদের ফ্র্যাঞ্চাইজি হিসেবে কলকাতার শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার আরপিজি গ্রুপ এবং লখনউয়ের ফ্র্যাঞ্চাইজি হিসেবে সিভিসি ক্যাপিটালস যুক্ত হচ্ছে ৷ ডিসেম্বর মাসে মেগা অকশনের আগে, 30 নভেম্বরের মধ্যে বর্তমান 8টি দলকে তাঁদের রিটেইনড ক্রিকেটারদের নাম ঘোষণা করতে হবে ৷

ইতিমধ্যে দিল্লি ক্যাপিটালস তাদের রিটেইন ক্রিকেটারদের নাম ঘোষণা করে দিয়েছে ৷ যেখানে অধিনায়ক হিসেবে ঋষভ পন্থকে ধরে রেখেছে দিল্লি ফ্র্যাঞ্চাইজি ৷ বাকি 3 ক্রিকেটার হলেন অক্ষর প্যাটেল, পৃথ্বী শ এবং বিদেশি হিসেবে রয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার আনরিক নকিয়া ৷ শ্রেয়স আইয়ারকে প্রথমে 4 জন ক্রিকেটারের মধ্যে রাখার সিদ্ধান্ত নিয়েছিল দিল্লি ৷ কিন্তু, তিনি অধিনায়ক হিসেবে দলে থাকতে চেয়েছিলেন ৷ দিল্লি ফ্র্যাঞ্চাইজি তাতে রাজি না হওয়ায় শ্রেয়স থাকতে চাননি ৷

আরও পড়ুন : IND vs NZ 1st Test : শ্রেয়সের অভিষেক, কানপুরে টসে জিতে ব্যাটিং ভারতের

অন্যদিকে, মুম্বই ইন্ডিয়ান্স তাদের অধিনায়ক রোহিত শর্মা, পেসার জসপ্রীত বুমরা, উইকেট কিপার ব্যাটার ঈশান কিষাণ এবং ওয়েস্ট ইন্ডিয়ান অল-রাউন্ডার কায়রন পোলার্ডকে ধরে রেখেছে ৷ মুম্বই সূর্যকুমার যাদবকেও ধরে রাখতে চায় ৷ তাই আইপিএল অকশনে তাঁকে ফের দলে ফেরাতে ঝাঁপাবে মুম্বই ইন্ডিয়ান্স ৷ অন্যদিকে, কে এল রাহুল পঞ্জাব কিংসে থাকতে রাজি নন বলে জানিয়ে দিয়েছেন ৷ তাঁকে সম্ভবত সরাসরি তুলে নিতে পারে লখনউ ফ্র্যাঞ্চাইজি ৷ সেখানে অধিনায়ক হিসেবে তাঁকে দেখা যেতে পারে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.