ETV Bharat / sports

Ind vs Pak in Asia Cup 2023: গো-হারা বাবররা, পাকিস্তানের বিরুদ্ধে 228 রানে জয় ভারতের

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 11, 2023, 7:33 PM IST

Updated : Sep 12, 2023, 6:25 AM IST

কেএল রাহুল-বিরাট কোহলির জোড়া শতরানে ভর করে পাকিস্তানকে 228 রানে হারাল টিম ইন্ডিয়া ৷ 357 রান তাড়া করতে নেমে 32 ওভারে 128 রানেই গুটিয়ে গেল পাকিস্তান ৷ পাঁচ উইকেট নিলেন 'চায়নাম্যান' কুলদীপ যাদব ৷

Etv Bharat
এখনও বৃষ্টির ভ্রুকুটি কলম্বোয়

কলম্বো, 11 সেপ্টেম্বর: বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বিশাল ব্যবধানে জয় ৷ কেএল রাহুল-বিরাট কোহলির জোড়া শতরানে ভর করে পাকিস্তানকে 228 রানে হারাল টিম ইন্ডিয়া ৷ 357 রান তাড়া করতে নেমে 32 ওভারে 128 রানেই গুটিয়ে গেল পাকিস্তান ৷ পাঁচ উইকেট নিলেন 'চায়নাম্যান' কুলদীপ যাদব ৷ বৃষ্টির ভ্রুকুটি উপেক্ষা করেই বড় জয় রোহিত অ্যান্ড কোম্পানির ৷

আবহাওয়া খানিক সহায় হওয়ায় ভারতের ইনিংস শেষ করা গিয়েছিল ৷ কিন্তু স্থানীয় হাওয়া অফিসের যা পূর্বাভাস, তাতে খুব একটা আশান্বিত হতে পারছিলেন না ক্রিকেটপ্রেমীরা ৷ কারণ ভারতীয় ব্যাটিংয়ের পর হাওয়া অফিস জানিয়েছিল, সোমবার প্রেমদাসা স্টেডিয়ামে আর মাত্র ঘণ্টা দেড়েক খেলা হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ আর সেই পূর্বাভাস মিলে গেলে পুরো ওভার অর্থাৎ, 50 ওভার ব্যাটিংয়ের সুযোগ ছিল না 'মেন ইন গ্রিন'-এর সামনে ৷ সে সুযোগ অবশ্য দিলেনও না ভারতীয় বোলাররা ৷ ভারতের ব্যাটিংয়ের পর নির্দিষ্ট সময়েই ব্যাট হাতে নামলেও পাক ব্যাটিংয়ে একাধিকবার বিঘ্ন ঘটে বৃষ্টির জেরে ৷ যদিও ম্যাচের ওভার সংখ্যা তাতে কমেনি ৷

মঙ্গলবার রিজার্ভ ডে'তেও বৃষ্টির কারণে ম্যাচ শুরু হয় দেড় ঘণ্টা দেরিতে ৷ তবে ব্যাট হাতে ক্রিকেটপ্রেমীদের হতাশায় প্রলেপ দিলেন দুই ভারতীয় ব্যাটার কান্নুর লোকেশ রাহুল এবং বিরাট কোহলি ৷ দুই টপ অর্ডার ব্যাটারের জোড়া শতরানে স্কোরবোর্ডে পাহাড়প্রমাণ 356 রান (2 উইকেটে) তুলেছে ভারত ৷ ষষ্ঠ ওডিআই শতরান হাঁকিয়ে 111 রানে (106 বল) অপরাজিত থাকেন রাহুল ৷

আরও পড়ুন: বিরাট-রাহুলের জোড়া সেঞ্চুরি, সচিনের নজির টপকালেন কোহলি

পঞ্চম ভারতীয় ব্যাটার হিসেবে এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করলেন দক্ষিণী ব্যাটার ৷ চোট সারিয়ে ঝলমলে প্রত্যাবর্তন তাঁর ৷ অন্যদিকে পাক বোলারদের নির্মম প্রহার করে ওডিআই ক্রিকেটে 47তম শতরানটি করলেন কোহলি ৷ 9টি চার, 3টি ছয়ে 94 বলে অপরাজিত 122 রান এল তাঁর ব্যাটে ৷

Last Updated : Sep 12, 2023, 6:25 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.