ETV Bharat / sports

Ind vs Pak in Asia Cup 2023: বিরাট-রাহুলের জোড়া সেঞ্চুরি, সচিনের রেকর্ড ভাঙলেন কোহলি

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 11, 2023, 6:30 PM IST

Updated : Sep 11, 2023, 8:19 PM IST

বাইশ গজে প্রত্যাবর্তনে শতরান হাঁকালেন কেএল রাহুল ৷ এশিয়া কাপে পাক যুদ্ধে সেঞ্চুরি করলেন বিরাট কোহলিও ৷ দু'য়ের ব্যাটে বাবর আজমদের বিরুদ্ধে সুপার ফোরের বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পাকিস্তানকে 357 রান টার্গেট দিল ভারত ৷

Etv Bharat
পাক যুদ্ধে সেঞ্চুরি কোহলির

কলম্বো, 11 সেপ্টেম্বর: বিক্ষিপ্ত বৃষ্টি বাধ সাধল রিজার্ভ ডে-তেও ৷ তবে শেষমেশ আবহাওয়া সহায় হওয়ায় নির্ধারিত সময়ের দেড় ঘণ্টারও বেশি সময় পর সোমবার কলম্বোয় শুরু হল ভারত-পাক মহারণ ৷ 24.1 ওভারে 2 উইকেটে 147 রান নিয়ে এদিন খেলা শুরু করে ভারত ৷ আর শুরু হতেই ম্যাচের দখল নেন দুই ভারতীয় ব্যাটার কেএল রাহুল এবং বিরাট কোহলি ৷ চোট সারিয়ে কয়েকমাস পর বাইশ গজে প্রত্যাবর্তনে শতরান হাঁকালেন রাহুল ৷ এশিয়া কাপে পাক যুদ্ধে সেঞ্চুরি করলেন বিরাট কোহলিও ৷ দু'য়ের ব্যাটে বাবর আজমদের বিরুদ্ধে সুপার-ফোরের বৃষ্টিবিঘ্নিত ম্যাচে স্কোরবোর্ডে 356 রান (2 উইকেট) তুলল ভারত ৷

শতরান হাঁকিয়ে অপরাজিতই রয়ে গেলেন কোহলি-রাহুল ৷ রিজার্ভ ডে'তে ভারতের কোনও উইকেট নিতে ব্যর্থ পাক বোলাররা ৷ শাহিন শাহ আফ্রিদি, শাদাব খানদের বেধড়ক পিটিয়ে দলকে রানের পাহাড়ে নিয়ে গেলেন দুই ব্যাটার ৷ সেইসঙ্গে বিশ্বকাপের প্রাক্কালে যেন বিপক্ষকে প্রচ্ছন্ন হুমকি দিয়ে রাখল 'মেন ইন ব্লু' ৷ 106 বল খেলে রাহুল করলেন অপরাজিত 111 রান ৷ মারলেন 12টি চার, 2টি ছয় ৷

IND vs PAK
শতরানের পর কেএল রাহুল

বিপক্ষ বোলারদের বিরুদ্ধে আরও নির্মম কোহলি করলেন 94 বলে 122 ৷ হাঁকালেন 9টি চার, 3টি ছয় ৷ ওডিআই ক্রিকেটে 47তম শতরান করার পথে সচিন তেন্ডুলকরের নজির ভাঙলেন কোহলি ৷ গ্রহের দ্রুততম ব্যাটার হিসেবে 13000 রান স্পর্শ করলেন দিল্লি ব্যাটার ৷ অন্যদিকে চোট সারিয়ে রাহুল জানান দিলেন বিশ্বকাপের স্কোয়াডে তাঁকে রেখে কোনও ভুল করেননি নির্বাচকরা ৷

আরও পড়ুন: বুমরাকে বাবা হওয়ার অভিনন্দন জানিয়ে উপহার, অভিনব সৌজন্য পাক পেসারের

টুর্নামেন্টের প্রথম দু'ম্যাচে দলে ছিলেন না তিনি ৷ ফলত সুপার-ফোরে পাকিস্তানের বিরুদ্ধে তিনি কেমন খেলেন, সেদিকেই তাকিয়ে ছিল ক্রিকেট অনুরাগীরা ৷ আর মেগা ম্যাচে শতরান হাঁকিয়ে তাঁর বিরুদ্ধে গজিয়ে ওঠা হাজারো জল্পনাকে সপাটে মাঠের বাইরে ফেললেন দক্ষিণী ব্যাটার ৷ সবমিলিয়ে রিজার্ভ ডে'তে 25.5 ওভারে 209 রান করল ভারত ৷ তাও আবার কোনও উইকেট না-হারিয়ে ৷ পুনরায় বৃষ্টির কারণে ম্যাচ 20 ওভারে নেমে এলে সেক্ষেত্রে পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন 187 রান ৷

Last Updated : Sep 11, 2023, 8:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.