ETV Bharat / sports

ICC World Cup 2023: জন্মদিনে ইডেনে সোনার ব্যাটে 'বিরাট' সংবর্ধনা সিএবি'র

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 4, 2023, 11:07 PM IST

জন্মদিনে বিরাট কোহলির জন্য় কোনও আলাদা অনুষ্ঠানে না-করে দিয়েছিল আইসিসি ৷ তবে সিএবি-র পক্ষ থেকে জানানো হয়েছে কেক পাঠিয়ে দেওয়া হবে সাজঘরে ৷ স্মারক উপহার হিসেবে দেওয়া হবে সোনালি ব্যাট ৷

ICC World Cup 2023
জন্মদিনে বিরাট সংবর্ধনা সিএবির

কলকাতা, 4 নভেম্বর: ক্রিকেটের নন্দনকাননে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ নিয়ে এখন উত্তেজনা তুঙ্গে ৷ বিরাট কোহলির জন্মদিন উদযাপন নিয়ে 'না' করেছিল আইসিসি ৷ আর তাই এবার অন্য় পথে হাঁটছে সিএবি ৷ জানা গিয়েছে, তাঁকে দেওয়া হবে এক অনন্য উপহার ৷ সিএবি সূত্রের খবর, জন্মদিনে বিরাটের হাতে তুলে দেওয়া হবে 'সোনার ব্যাট'

স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানিয়েছেন সিএবির পক্ষ থেকেবিরাটের জন্য কেক পাঠিয়ে দেওয়া হবে সাজঘরে ৷ আর স্মারক উপহার হিসাবে সোনার জলে মোড়া ব্যাট উপহার দেওয়া হবে ৷ তবে বিরাটের জন্মদিনেও ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্য়াচের টিকিট বিতর্ক থামছেই না ৷ জানা গিয়েছে টিকিট পাননি জাতীয় দলের ক্রিকেটার ঋদ্ধিমান সাহাও ৷ এমন অভিযোগে এর আগে সরব হয়েছিলেন প্রাক্তন ক্রিকেটাররাও ৷ এবার সেই তালিকায় নাম যোগ হল পাপালির ৷

শনিবার রাতেই শহরে চলে এসেছেন ভারতীয় ক্রিকেট বোর্ড সচিব জয় শাহ । ম্যাচ শুরু করার নির্দেশ দেবেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় । মাঠে কাপ নিয়ে যাবেন এবি ডি'ভিলিয়ার্স । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ পাঠানো হলেও তিনি আসার ব্যাপারটি নিশ্চিত করেননি । অন্যদিকে টিকিট নিয়ে হাহাকার তুঙ্গে । শনিবার সকাল থেকে ক্রিকেটপ্রেমীরা ভিড় করেছিলেন ইডেনের মূল প্রবেশদ্বারের সামনে । তাঁদের হাতে ছিল বিশ্বকাপের রেপ্লিকা ও তেরঙা পতাকা । আবার কেউ কোহলির মুখোশ পড়ে উপস্থিত ছিলেন ইডেনে গেটের সামনে।

আরও পড়ুন: বিশ্বকাপ থেকে বিদায় বিশ্বচ্যাম্পিয়ানদের! সাত ম্যাচে ছ'টিতে হার ইংরেজদের

এই বিতর্কে যোগ দিয়েছে রাজভবনও । সুত্রের খবর, বিশ্বকাপ টিকিটের কালোবাজারির প্রতিবাদে টিকিট প্রত্যাখ্যান করেছেন রাজ্যপাল । সূত্রের খবর সিএবির পক্ষ থেকে চারটি ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট রাজ্যপালকে পাঠানো হয় । কিন্তু রাজ্যপাল ফিরিয়ে দেন সেই টিকিট । কিন্তু তিনি সাধারনের জন্য রাজভবনের দরজা খুলে দিচ্ছেন । পাঁচশো জন সাধারন মানুষ আগে আসার ভিত্তিতে বড় পর্দায় রাজভবনে খেলা দেখার সুযোগ পাবেন। টিকিট না-পাওয়ার অভিযোগ পেয়ে এই ব্যবস্থা করেছেন তিনি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.