ETV Bharat / sports

ICC World Cup 2023: বিশ্বকাপ থেকে বিদায় বিশ্বচ্যাম্পিয়ানদের! সাত ম্যাচে ছ'টিতে হার ইংরেজদের

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 4, 2023, 10:45 PM IST

Updated : Nov 4, 2023, 11:09 PM IST

11 বল বাকি থাকতেই গুটিয়ে শেষ ইংল্যান্ডের লড়াই ৷ সেই সঙ্গে লিগে দুই ম্য়াচ বাকি থাকেই বিশ্বকাপ সাঙ্গ হল গতবারের চ্যাম্পিয়নদের ৷ আমেদাবাদে ইংরেজদের বিরুদ্ধে 33 রানে জিতে সেমিফাইনালে আরও একধাপ এগিয়ে গেল প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া ৷

ICC World Cup 2023
অজিদের হাত ধরে বিদায় নিশ্চিত গতবারের বিশ্বচ্যাম্পিয়ানদের

আমেদাবাদ, 4 নভেম্বর: বিশ্বকাপ সাঙ্গ হল বিশ্বচ্যাম্পিয়নদের ! শনিবার আমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বেন স্টোকসরা লড়াই করলেও অজিদের বিরুদ্ধে বিশ্বকাপে ইংরেজদের ভবলীলা সাঙ্গ হল ইংরেজদের ৷ লিগে প্রথম সাত ম্যাচে 6টি হেরে চলতি বিশ্বকাপ থেকে বিদায় নিল গতবারের চ্যাম্পিয়ন ইংল্য়ান্ড ৷

287 রানের টার্গেট তাড়া করতে নেমে এদিন শুরুতেই জনি বেয়ারস্টোকে হারায় ইংল্যান্ড ৷ তবে বেন স্টোকসকে সঙ্গে নিয়ে ভালোই লড়াই করেন ডেভিড মালান ৷ শেষরক্ষা হয়নি ৷ 11 বল বাকি থাকতেই 253 রানে শেষ হয়ে যায় ইংরেজদের ইনিংস ৷ ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ 64 রান করেন বেন ৷ 90 বলে তৈরি এই ইনিংসে রয়েছে মাত্র 2টি চার ও 3টি ছয় ৷ অন্যদিকে মালান করেন গুরুত্বপূর্ণ 50 রান ৷ মইন আলিও 42 রানের ইনিংস খেলে হার বাঁচানোর চেষ্টা করেন ৷ তবে অজি বোলিংয়ের সামনে এদিন কেউই খুব বেশিক্ষণ টিকে থাকতে পারেননি ৷ আবারও ব্যর্থ ব্রিটিশ অধিনায়ক জস বাটলার ৷

বোলিংয়ের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার নায়ক সেই অ্যাডাম জাম্পা ৷ মাত্র 21 রান খরচ করে তিনি শিকার করেন তিনি ৷ দু'টি করে উইকেট পান প্যাট কামিন্স, জস হেজেলউড এবং মিচেল স্টার্ক ৷ বিশ্বকাপে সাত ম্যাচে ছ'টিতেই হেরেছে বাটলারের দল ৷ একমাত্র জয় তারা পেয়েছে বাংলাদেশের বিরুদ্ধে ৷ শনিবারও বজায় রইল পরাজয়ের সেই ধারা ৷ যার জেরে আপাতত তাঁদের অবস্থান একেবারে তলানিতে ৷ গতবারের বিশ্বচ্যাম্পিয়নদের এমন দশার কথা হয়তো স্বপ্নেও ভাবেননি কেউ ৷

আরও পড়ুন: লাবুশেনের ব্যাটে হাফসেঞ্চুরি, বিশ্বকাপের অ্যাশেজে চ্যালেঞ্জের মুখে ইংল্যান্ড

Last Updated : Nov 4, 2023, 11:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.