ETV Bharat / sports

ICC World Cup 2023: ভারত ছাড়া ইডেনে বাকি ম্যাচে টিকিটের চাহিদা পরিস্থিতির উপর নির্ভর করছে

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 15, 2023, 9:11 PM IST

Tickets Demand for World Cup Matches at Eden Gardens in Cricket World Cup: বিশ্বকাপে ইডেন গার্ডেন্সে দর্শক কেমন হবে ? সেই নিয়েই চিন্তায় সিএবি ৷ ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ নিয়ে কোনও চিন্তা নেই সিএবি কর্তাদের ৷ তবে, বাকি ম্যাচগুলি নিয়ে চিন্তিত আয়োজকরা ৷

ETV BHARAT
ETV BHARAT

কলকাতা, 15 অক্টোবর: আমেদাবাদে পাকিস্তানের বিরুদ্ধে দাপুটে জয় কলকাতার ক্রিকেটীয় চাহিদায় প্রভাব ফেলেছে। একটি সেমিফাইনাল-সহ পাঁচটি ম্যাচ হবে ইডেন গার্ডেন্সে ৷ ইতিমধ্যে, বিশ্বকাপের প্রস্তুতিতে সেজে উঠেছে ক্রিকেটের ‘নন্দনকানন’ ৷ রোহিত শর্মাদের পাশাপাশি ইংল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশরে স্বাগত জানাতে তৈরি কলকাতা ৷ তবে, চলতি বিশ্বকাপে রোহিত শর্মা, বিরাট কোহলিদের খেলার দিন ছাড়া বাকি ম্যাচে গ্যালারি কার্যত মাছি তাড়াচ্ছে ৷ এই অবস্থায় কিছুটা হলেও হাসি ফোটাতে পারে কলকাতা ৷

সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ইডেনে যে দেশেরই খেলা হোক না কেন, গ্যালারি ফাঁকা থাকবে না ৷ কারণ, কলকাতার দর্শক ভালো ক্রিকেটের সমর্থক ৷ অতীতেও ভালো ক্রিকেট দেখার টানে মাঠ ভরেছে ৷ 16 নভেম্বর দ্বিতীয় সেমিফাইনাল ইডেন গার্ডেন্সে ৷ সেখানে ভারতের খেলা পড়লে টিকিটের চাহিদা বাড়বে ৷ বাকি ম্যাচে প্রতিদ্বন্দী দুই দেশের নাম সেখানে বড় হবে না ৷ ভারতের খেলা দেখার আগ্রহ তুঙ্গে এবং টিকিটের চাহিদা আকাশ ছোঁয়া তা নতুন কথা নয় ৷

বিশ্বকাপের প্রথম বল থেকে রোহিত শর্মা অ্যান্ড কোম্পানির ধারাবাহিক ভালো পারফরম্যান্স সেই চাহিদার পালে বাড়তি হাওয়া দিয়েছে ৷ 5 নভেম্বর ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট অনলাইনে এবং সিএবির নথিভুক্ত ক্লাব ও ক্রিকেটারদের কোটাপূরণের পর, কতটা আমজনতার জন্য কাউন্টারে আসবে ? তা বলা কঠিন ৷ তবে, কাউন্টারে টিকিট আসবে না ধরে চলাই ভালো ৷ ওই দিন আবার বিরাট কোহলির জন্মদিন ৷ 28 অক্টোবর বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ম্যাচের টিকিট নিয়ে সেরকম চাহিদা নেই ৷ তবে, 31 অক্টোবর পাকিস্তান বনাম বাংলাদেশ এবং 12 নভেম্বর পাকিস্তান বনাম ইংল্যান্ড ম্যাচের টিকিটের চাহিদা ফল্গুনদীর মত বইছে ৷

আরও পড়ুন: অনায়াসে পাক-বধের রহস্য কী ? ড্রেসিংরুমের রহস্যভেদ সহ-অধিনায়ক হার্দিকের

পরিস্থিতি দেখে এই দুই ম্যাচের টিকিট তোলার বিষয়ে ক্লাবগুলি একটু দ্বিধায় রয়েছে ৷ তবে, ক্লাবকর্তারা বলছেন কলকাতা হুজুগে ৷ তাই টিকিটের চাহিদাও সেইভাবে ওঠা নামা করবে ধরে নিয়ে অপেক্ষার নীতিতে কলকাতার ক্লাবগুলি ৷ বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা তাদের দেশের ম্যাচ দেখতে কলকাতায় আসতে মুখিয়ে ছিলেন ৷ কিন্তু, তাদের সেই ইচ্ছে ধাক্কা খেয়েছে লিটন দাসদের পারফরম্যান্সে ৷ তবুও, পাকিস্তানের বিরুদ্ধে খেলাটি বাংলাদেশের কাছে মহারণ ৷ দুই দেশের ক্রিকেট বৈরিতার টানে টিকিট চাহিদা বাড়তে পারে ৷ তবে, হাহাকার পরিস্থিতি তৈরি করবে না, বলাই যায় ৷

পাশাপাশি ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচ সেমিফাইনালের দৌড়ে বড় ভূমিকা নেবে ৷ সেক্ষেত্রে ক্রিকেটীয় উৎকর্ষতা দেখার সুযোগ পাবে কলকাতা ৷ ইডেনের দর্শক সেই ম্যাচে ট্র্যাডিশন বজায় রাখবে কি না, তা নিয়ে কিছুটা সংশয় রয়েছে ৷ ইতিমধ্যে, পাকিস্তান সমর্থকরা ভারতে আসার ভিসা না পাওয়ায় টিকিটের চাহিদাতে ধাক্কা লেগেছে ৷ সেক্ষেত্রে পাক সমর্থকদের বিরাট অংশ কলকাতামুখী হত ৷ সব মিলিয়ে কলকাতায় বিশ্বকাপ পুজোতে 5 নভেম্বর টিকিটের চাহিদার তুঙ্গে ৷ বাকি ম্যাচগুলিতে সেই চাহিদা পরিস্থিতি অনুযায়ী ওঠানামা করবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.