ETV Bharat / sports

ICC World Cup 2023: টিকিট বিতর্কে অবস্থান স্পষ্ট করল সিএবি, ইডেনে কোহলির জন্মদিনের অনুষ্ঠানে 'না' আইসিসি'র

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 2, 2023, 10:22 PM IST

Updated : Nov 3, 2023, 3:18 PM IST

টিকিট বিতর্কে তাদের অবস্থান স্পষ্ট করল সিএবি ৷ প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানালেন, টিকিট বণ্টনের ব্যবস্থা বেশির ভাগ ক্ষেত্রেই করেছে বিসিসিআই ৷ এক্ষেত্রে সিএবি-র কোনও দায় নেই ৷

ICC World Cup 2023
টিকিট বিতর্কে অবস্থান স্পষ্ট করল সিএবি

টিকিট বিতর্কে অবস্থান স্পষ্ট করল সিএবি

কলকাতা, 2 নভেম্বর: বৃহস্পতিবার দুপুরে শহরে এল দক্ষিণ আফ্রিকা । নিউজিল্যান্ডকে হারিয়ে এবার ইডেনে ভারতীয় দলের চ্যালেঞ্জ সামলাতে প্রস্তুত তাঁরা । ভারতীয় দল মুম্বইয়ের ওয়াংখেড়েতে শ্রীলঙ্কাকে দুমড়ে দিয়ে শুক্রবার সন্ধ্যায় কলকাতায় পা দিয়েছে । রবিবার দুই ক্রিকেটীয় শক্তির মহারণ ঘিরে তাতছে শহর । টিকিটের চাহিদা তুঙ্গে । অনলাইনেও টিকিট কাটার সুযোগ মিলছে । সেভাবেও টিকিট পাচ্ছেন না অনেকেই ৷ এবার এই নিয়ে অবস্থান স্পষ্ট করল সিএবি ৷

বিশেষ করে সিএবির সদস্যরাও টিকিট থেকে বঞ্চিত । যা নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ । রাজ্য ক্রিকেট নিয়ামক সংস্থার মূল প্রবেশদ্বারের সামনেও বিক্ষোভ চলছে । সদস্যদের অভিযোগ, তাঁরাও টিকিট থেকে বঞ্চিত । তাদের ন্যায্য দাবিও লঙ্ঘিত হয়েছে । পাশাপাশি রবিবারের ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট নিয়ে কালোবাজারির রমরমা । আর তার দামও আকাশ ছোঁয়া ।

অভিযোগ কালোবাজারিরা সোশাল মিডিয়া ব্যবহার করেও টিকিটের কালোবাজারি চালাচ্ছে । এরপরেও প্রশাসন নাকি এই কালোবাজারি বন্ধের কোনও চেষ্টা করেনি। ইতিমধ্যে বিষয়টি নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছে সাধারণ মানুষ । লালবাজারও পদক্ষেপ গ্রহণ করেছে । ধরপাকড়ও চলছে । এই পরিস্থিতিতে এবার অবস্থান স্পষ্ট করল সিএবি ।

বৃহস্পতিবার সন্ধ্যায় মিডিয়া সেন্টারে বইপ্রকাশ অনুষ্ঠানে সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেন, "টিকিট বিক্রির বিষয়টি আইসিসির নিয়ন্ত্রণাধীন । বিশ্বকাপ আইসিসির টুর্নামেন্ট । তারা একটি বেসরকারি অনলাইন টিকিট বণ্টন সংস্থার মাধ্যমে 60 শতাংশ টিকিট বিক্রির ব্যবস্থা করেছে । এই ব্যাপারে সিএবির কিছু করার নেই । অনুমোদিত ক্লাবগুলো টিকিট পেয়েছে । হ্যাঁ, তাদের কোটার পরিমান কমেছে । সদস্যদের ক্ষেত্রে আগে আসার ভিত্তিতে টিকিট বিক্রির ব্যবস্থা হয়েছিল ।"

তিনি আরও বলেন, "তিন ধরনের সদস্য রয়েছে, লাইফ মেম্বার, অ্যানুয়াল মেম্বার এবং অ্যাসোসিয়েট মেম্বার । টিকিট পেতে প্রথমে অনলাইনে নথিভুক্তকরণ এবং পরে নথি নিয়ে এসে সত্যতা যাচাই করতে হয়েছে। তারপর টিকিট দেওয়া হয়েছে । এই ব্যবস্থাটি যারা বুঝতে পেরেছেন তাঁরা বুঝেছেন । এই ব্যবস্থায় সিএবি দায়ী নয় ।"

আরও পড়ুন: 'টিকিট বাজারে বেরিয়ে গেলে কিছু করার থাকে না', কালোবাজারি কাণ্ডে সিএবি'র হয়ে ব্যাটিং সৌরভের

অন্যদিকে 5 নভেম্বর ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ দেখতে 4 তারিখ শহরে চলে আসছেন বোর্ড সচিব জয় শাহ । রবিবার বিরাট কোহলির জন্মদিন । মেগাস্টার ব্যাটারের জন্মদিন পালনে সিএবি নানান পরিকল্পনা করলেও তা আইসিসির অনুমতি মেলেনি । কেক প্রস্তুত করা হচ্ছে । সেটি কোথায় কাটা হবে তা ঠিক হয়নি ৷

Last Updated :Nov 3, 2023, 3:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.