ETV Bharat / international

Same Sex Marriage: 'ভালোবাসা ভালোবাসাই', সমকাম বিবাহ বিল পাশে ঊচ্ছ্বসিত জো বাইডেন

author img

By

Published : Nov 30, 2022, 9:57 AM IST

Same Sex Marriage
ETV Bharat

মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সমকাম বিবাহ বিলকে স্বীকৃতি দিয়েছে ৷ সে দেশের হাজার হাজার সমকাম যুগলের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত (Same Sex marriage bill wins Senate) ৷

ওয়াশিংটন, 30 নভেম্বর: একবিংশ শতাংশের দু'দশকেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে ৷ এবার আইনি অধিকারের পথে আরেক ধাপ এগিয়ে গেল সমকাম বিবাহ ৷ মঙ্গলবার, 29 নভেম্বর আমেরিকান কংগ্রেসের উচ্চকক্ষ সেনেট সমকাম বিবাহকে বৈধতা দিয়ে বিল পাশ করল ৷ 2015-য় দেশের সর্বোচ্চ আদালত 'গে ম্যারেজ' অর্থাৎ পুরুষের সঙ্গে পুরুষের বিবাহকে আইনি বৈধতা দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে ৷ তারপর থেকে দেশের হাজার হাজার সমকাম যুগল এদিনের অপেক্ষায় ছিল (Landmark same sex marriage bill wins Senate passage) ৷ শেষমেশ স্বপ্নপূরণ হল তাঁদের ।

2024 সালে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন (America President Election 2024) ৷ তার আগে মার্কিন সেনেটের এই আইন পাশ কার্যত একটি সুপরিকল্পিত রাজনৈতিক চাল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা ৷ এই বিলটি ফেডারেল আইনের আওতায় সমকাম এবং সমজাত বিবাহকে (Interracial Marriage) আইনি নিশ্চয়তা দেবে ৷ এদিন 61-36 ভোটে বিল পাশ হয় ৷ 12 জন রিপাবলিকান এই বিলকে সমর্থন জানিয়েছেন ৷ এবার হাউজ়ের চূড়ান্ত ভোটের অপেক্ষা ৷

  • Today's bipartisan Senate passage of the Respect for Marriage Act proves our nation is on the brink of reaffirming a fundamental truth: love is love.

    I look forward to the House passing this legislation and sending it to my desk, where I will proudly sign it into law.

    — President Biden (@POTUS) November 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: প্রেমিকাকে বিয়ে করতে লিঙ্গ পরিবর্তন শিক্ষিকার

এ নিয়ে ঊচ্ছ্বসিত প্রেসিডেন্ট জো বাইডেন ৷ তিনি টুইট করেছেন, "ভালোবাসা ভালোবাসাই ৷" তিনি জানিয়েছেন, "সেনেট বিবাহের আইনের প্রতি যে শ্রদ্ধা দেখিয়েছে, তাতে প্রমাণ হয় আমাদের দেশ মৌলিক সত্যকে সিলমোহর দেওয়ার পথে এগিয়ে গিয়েছে ৷ হাউজ়ে এই আইন পাশ কবে হবে এবং তা আমার কাছে এসে পৌঁছবে, এর জন্য আমি অধীর আগ্রহে মুখিয়ে আছি ৷ আমি অত্যন্ত গর্বের সঙ্গে এই আইনে স্বাক্ষর করব ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.