ETV Bharat / international

Money Laundering in US: মার্কিন মুলুকে লক্ষ লক্ষ ডলার জালিয়াতি, দোষী সাব্যস্ত ভারতীয়

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 28, 2023, 12:14 PM IST

ETV Bharat
মার্কিন মুলুকে আর্থিক প্রতারণার দায়ে দোষী ভারতীয়

আমেরিকার মিশিগানে বেনামে কোম্পানি খুলেছিলেন এক ভারতীয় ৷ সেই কোম্পানির মাধ্যমে লক্ষ লক্ষ মার্কিন ডলার আর্থিক প্রতারণা করেছেন তিনি ৷ পাশাপাশি সাক্ষীকে প্রভাবিত করার দায়েও দোষী সাব্যস্ত হয়েছেন ভারতীয় নাগরিক ৷

ওয়াশিংটন, 28 সেপ্টেম্বর: আর্থিক জালিয়াতিতে মার্কিন মুলুকে দোষী সাব্যস্ত হলেন এক ভারতীয় ৷ ওই ভারতীয় 28 লক্ষ মার্কিন ডলার প্রতারণা করেছেন বলে অভিযোগ উঠেছিল ৷ মিশিগানের একটি আদালত তাঁকে দোষী সাব্যস্ত করেছে যোগেশ পাঞ্চোলি নামে ওই ভারতীয় ৷

ট্রায়ালের সময় আদালতে যে তথ্যপ্রমাণ পেশ করা হয়েছে তাতে জানা গিয়েছে, যোগেশ পাঞ্চোলি মিশিগানে বাড়ি থেকে স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত একটি কোম্পানি চালাতেন ৷ বিবৃতিতে আরও জানানো হয়েছে, এই কোম্পানির যাবতীয় নথিপত্রে অন্য কারও নাম, স্বাক্ষর, ব্যক্তিগত পরিচয় ব্যবহার করা হয়েছে ৷ নিজের নাম লুকিয়ে এই কোম্পানিটি চালিয়ে যাচ্ছিলেন যোগেশ ৷ দু'মাস সময়ে পাঞ্চোলি এবং তাঁর সহ-অংশীদাররা একটি সংস্থা থেকে প্রায় 28 লক্ষ মার্কিন ডলার পেয়েছে ৷

এই বিপুল টাকা যোগেশ পাঞ্চোলি বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে শেল কর্পোরেশনে স্থানান্তরিত করেছে ৷ এরপর ওই অর্থ ভারতে তাঁর অ্যাকাউন্টগুলিতে ঢুকেছে ৷ আর্থিক প্রতারণার দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পরে এবং তার আগেও পাঞ্চোলি ছদ্মনামে একাধিক তদন্তকারী সরকারি সংস্থার কাছে মিথ্যে, ভুয়ো মেল করেছিলেন ৷ সেখানে তিনি অভিযোগ জানান, সরকারের এক আধিকারিক নিজেই নানাবিধ অপরাধমূলক কাজকর্মের সঙ্গে জড়িত ৷ তাঁর মার্কিন যুক্তরাষ্ট্রে থাকার অধিকার নেই ৷ এভাবেই যোগেশ পাঞ্চোলি তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করেছিলেন ৷

মিশিগানের একটি আদালত পাঞ্চোলিকে স্বাস্থ্য পরিষেবায় ষড়যন্ত্র, আর্থিক জালিয়াতি, অন্যের পরিচয় হাতানো এবং সাক্ষীকে প্রভাবিত করার দায়ে দোষী সাব্যস্ত করে ৷ 10 জানুয়ারি তাঁর সাজার কথা ঘোষণা করবে আদালত ৷ পরিচয় হাতানোর দোষে যোগেশ পাঞ্চোলির কমপক্ষে 2 বছরের কারাবাস নিশ্চিত ৷ ষড়যন্ত্র এবং সাক্ষীকে প্রভাবিত করা- দু'টির প্রত্যেকটির জন্য 10 বছরের কারাদণ্ড হবে ভারতীয় নাগরিকের ৷

আরও পড়ুন: সংখ্যালঘু পড়ুয়াদের স্কলারশিপের টাকা তুলে নিচ্ছে অসাধুচক্র ! জেলাশাসককে তদন্তের নির্দেশ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.