ETV Bharat / international

Israel-Hamas: পড়ে থাকা লাশকেও গুলি হামাসের, ইজরায়েলে জঙ্গি হামলার স্বীকারোক্তির হাড়হিম ভিডিয়ো

author img

By ANI

Published : Oct 24, 2023, 9:13 AM IST

Israel Securities Authority drops chilling video: ইজরায়েলে হামলার কথা স্বীকার করে নিলেন হামাস জঙ্গিরা ৷ জিজ্ঞাসাবাদের মুখে তাঁদের বলা সেই কথার ভিডিয়ো প্রকাশ করেছে ইজরায়েল সিকিউরিটিজ অথরিটি (আইএসএ) ৷

Israel-Hamas
ইজরায়েলে হামলা

তেল আভিভ (ইজরায়েল), 24 অক্টোবর​: ইজরায়েল সিকিউরিটিজ অথরিটি (আইএসএ) সোমবার একটি ভিডিয়ো ক্লিপ প্রকাশ করেছে ৷ সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, হামাস জঙ্গিরা 7 অক্টোবর দক্ষিণ ইজরায়েলে ভয়াবহ হামলায় তাঁদের সক্রিয় অংশগ্রহণের কথা স্বীকার করছেন । কর্তৃপক্ষ জানিয়েছে, আইএসএ কমিউনিকেশনসের দেওয়া ভিডিয়ো ফাইলটি 7 অক্টোবরের হামলায় জড়িত হামাস জঙ্গিদের জিজ্ঞাসাবাদের সময় তাঁদের বিবৃতির সঙ্গে সংযুক্ত করা হয়েছিল ৷

ভিডিয়োতে হামাস জঙ্গিদের বলতে শোনা যায় যে, ইজরায়েল থেকে বেসামরিক নাগরিকদের পণবন্দি করে গাজায় নিয়ে যাওয়ার জন্য তাঁদের স্টাইপেন্ড দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ।

ভিডিয়োটিতে হামাসের এক জঙ্গি বলেছেন, "যিনি একজনকে পণবন্দি করে গাজায় নিয়ে আসতে পারবেন, তাঁকে 10,000 মার্কিন ডলার স্টাইপেন্ড এবং একটি অ্যাপার্টমেন্ট দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ৷"

তাঁদের এও বলতে শোনা যায় যে, তাঁদের হ্যান্ডলাররা বিশেষত বয়স্ক মহিলা এবং শিশুদের অপহরণ করার নির্দেশ দিয়েছিলেন । তাঁরা বলেন যে, তাঁদের "পুরো বাড়ি সাফ করে যতটা সম্ভব বন্দিকে অপহরণ করতে বলা হয়েছে ৷" একজন জঙ্গি বলেন, "এক ব্যক্তির কুকুরটি বেরিয়ে এসেছিল এবং আমি তাকে গুলি করি ৷" জঙ্গিকে ভিডিয়োতে আরও বলতে শোনা যায় যে, "তাঁর দেহ মেঝেতে পড়ে ছিল, আমি তাঁকেও গুলি করি ৷ কমান্ডার চিৎকার করে ওঠেন আমার দিকে তাকিয়ে, বলেন, আমি একটি লাশের উপর গুলি চালিয়ে তা নষ্ট করছিলাম।"

আরেক হামাস জঙ্গি বলেছেন, তাঁরা দুটি বাড়ি পুড়িয়ে দিয়েছেন । তাঁর কথায়, "আমরা যা করতে এসেছি তা শেষ করেছি এবং তারপর দুটি বাড়ি পুড়িয়ে দিয়েছি ৷" আইএসএ তাদের বিবৃতিতে বলেছে, 7 অক্টোবরের হত্যাকাণ্ডের তদন্তের সময়, অনেকগুলি থিম (অপরাধের প্রকৃতি এবং ধরন) বারবার উঠে এসেছে । বৃদ্ধ, নারী ও শিশু-সহ বেসামরিক নাগরিকদের হত্যা ও অপহরণ করার জন্য হামাস কর্তৃক প্রাপ্ত স্পষ্ট এবং সুস্পষ্ট নির্দেশাবলী স্বীকার করার সময় জঙ্গিরা ভিডিয়ো ক্লিপে, দক্ষিণ ইজরায়েলে 7 অক্টোবরের গণহত্যার অন্যান্য বেশ কিছু ভয়াবহ বিবরণও শেয়ার করেছেন ।

আরও পড়ুন: 2 ইজরায়েলি বৃদ্ধাকে মুক্তি দিল হামাস, তীব্র হামলা বিলম্বিত করার পরামর্শ আমেরিকার

এ দিকে, আইএসএ বলেছে যে, হামাসের সামরিক শাখার সিনিয়র কমান্ডাররা (কোম্পানি কমান্ডার পদমর্যাদার এবং তার উপরে) তাঁদের বন্দুকধারীদের ইজরায়েলে যুদ্ধ করতে, মারা যাওয়ার বা গ্রেফতার হওয়ার জন্য পাঠানোর সময় নিরাপদে বাড়িতে আত্মগোপনে ছিলেন । ইজরায়েল নিরাপত্তা বাহিনী গণহত্যার সঙ্গে জড়িত সমস্ত জঙ্গিদের নির্মূল করার জন্য তাদের প্রতিশ্রুতির কথা আবারও জানিয়েছে ৷ বিবৃতিতে বলা হয়েছে, "ইজরায়েল রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী 7/10-এ গণহত্যায় অংশগ্রহণকারী সমস্ত জঙ্গিদের সঙ্গে সমস্ত হিসাবের নিষ্পত্তি করবে ৷"

অভূতপূর্ব এবং সমন্বিত আক্রমণ শুরু করে আনুমানিক 2,500 হামাস জঙ্গি স্থল, আকাশ এবং সমুদ্রপথে ইজরায়েলে প্রবেশ করেছিল ৷ দক্ষিণ ইজরায়েলের বেসামরিক লোকদের উপর ভয়ংকর হামলা চালানো হয় ৷ টাইমস অফ ইজরায়েলের মতে, আক্রমণে 1,400 জন নিহত হন, যাঁদের বেশিরভাগই ছিলেন বেসামরিক নাগরিক । এই জঙ্গিদের মধ্যে কয়েকজন আবার অন্তত 222 জন বেসামরিক নাগরিককে পণবন্দি করেন এবং তাঁদের গাজায় নিয়ে আসেন (সংবাদসংস্থা এএনআই)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.