ETV Bharat / international

Israel-Hamas Conflict: 2 ইজরায়েলি বৃদ্ধাকে মুক্তি দিল হামাস, তীব্র হামলা বিলম্বিত করার পরামর্শ আমেরিকার

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 24, 2023, 8:00 AM IST

Hamas frees Elderly Israeli women: 2 পণবন্দি ইজরায়েলি বৃদ্ধাকে মুক্তি দিল হামাস ৷ পণবন্দিদের নিয়ে আলোচনার সুযোগ দিতে ইজরায়েলকে তাদের ঘোষিত গ্রাউন্ড ওয়ার বিলম্বিত করার পরামর্শ দিল আমেরিকা ৷

Israel-Hamas Conflict
ইজরায়েল-হামাস সংঘাত

রাফাহ (গাজা স্ট্রিপ), 24 অক্টোবর: সোমবার গাজায় পণবন্দি দুই ইজরায়েলি বৃদ্ধাকে মুক্তি দিল হামাস ৷ মার্কিন যুক্তরাষ্ট্র ক্রমেই উদ্বেগ প্রকাশ করে চলেছে যে, ক্রমবর্ধমান ইজরায়েল-হামাস যুদ্ধ আমেরিকান সৈন্যদের উপর হামলা-সহ এই অঞ্চলে একটি বৃহত্তর সংঘাতের জন্ম দেবে । ইজরায়েল সমানে বিমান হামলা চালিয়ে যাচ্ছে, আবাসিক ভবনগুলিকে ধ্বংস করে দিচ্ছে ৷ এটাই তাদের চূড়ান্ত স্থল হামলার প্রস্তুতি বলে জানিয়েছে তেল আভিভ । তাদের হামলার ফলে গাজায় মৃতের সংখ্যা দ্রুত বাড়ছে ৷

আরও পণবন্দিদের মুক্তির জন্য আলোচনার সময় দিতে ঘোষিত আক্রমণকে আরও বিলম্বিত করার জন্য ইজরায়েলকে পরামর্শ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র । মিশর থেকে একটি তৃতীয় ছোট সাহায্য কনভয় গাজায় প্রবেশ করেছে ৷ দু সপ্তাহ ধরে ইজরায়েলের লাগাতার হামলার সম্মুখীন হওয়ায় গাজায় বর্তমানে প্রায় 23 লক্ষ জনসংখ্যা খাদ্য, জল ও ওষুধের অভাবে রয়েছেন ৷ ইজরায়েল এখনও জ্বালানির প্রবেশ নিষিদ্ধ করে রেখেছে ৷ রাষ্ট্রসংঘ বলেছে যে, তাদের সাহায্য বিতরণ কয়েক দিনের মধ্যে বন্ধ হয়ে যাবে, যখন তারা আর তার ট্রাকে জ্বালানি দিতে পারবে না ।

গাজার হাসপাতালগুলি জীবন রক্ষাকারী চিকিৎসা সরঞ্জাম এবং অপরিণত শিশুদের জন্য ইনকিউবেটর পাওয়ার জন্য জেনারেটর চালু রাখতে হিমশিম খাচ্ছে । দুই পণবন্দি, 85 বছর বয়সি ইয়োচেভেদ লিফশিটজ এবং 79 বছরে বয়সি নুরিট কুপারের মুক্তির বিষয়টি রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি দ্বারা নিশ্চিত করা হয়েছে । 7 অক্টোবর দক্ষিণ ইজরায়েলের শহরগুলির মধ্যে দিয়ে হামাসের তাণ্ডবে গাজা সীমান্তের কাছে নির ওজের কিবুতজে তাঁদের স্বামীদের সঙ্গে এই দুই মহিলাকে তাঁদের বাড়ি থেকে অপহরণ করা হয় ৷ দুই বৃদ্ধাকে মুক্তি দেওয়া হলেও তাঁদের স্বামীদের মুক্তি দেওয়া হয়নি ।

আরও পড়ুন: জ্বালানি শেষের মুখে, অচল হতে পারে ভেন্টিলেটর; গভীর সংকটে গাজার কয়েকশো শিশুর জীবন

এক বিবৃতিতে হামাস বলেছে যে, তারা মানবিক কারণে তাঁদের মুক্তি দিয়েছে । হামাস এবং গাজার অন্যান্য জঙ্গিরা প্রায় 220 জনকে নিয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে, যাঁদের মধ্যে অনেক বিদেশি এবং দ্বৈত নাগরিকও রয়েছেন । হামাস গত সপ্তাহে এক মার্কিন নারী ও তাঁর কিশোরী কন্যাকে মুক্তি দিয়েছিল । ইজরায়েল গাজায় ব্যাপক হামলা চালাবে বলে আগেই হুঁশিয়ারি দিয়েছে ৷ 7 অক্টোবরের দক্ষিণ ইজরায়েলি সম্প্রদায়ের উপর নৃশংস তাণ্ডব চালানোর পর হামাসকে ধ্বংস করার অঙ্গীকার করেছে তেল আভিভ ।

গাজা এবং ইজরায়েলের বাইরেও এই যুদ্ধ ছড়িয়ে পড়ার আশংকা বাড়িয়ে তুলছে, কারণ এই অঞ্চলে ইরান-সমর্থিত যোদ্ধারা মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীকে নিশানা করা-সহ সম্ভাব্য বৃদ্ধির বিষয়ে সতর্ক করছে । মার্কিন যুক্তরাষ্ট্র লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহ এবং অন্যান্য দলকে যুদ্ধে যোগ না দেওয়ার জন্য বলেছে । ইজরায়েল প্রায়ই হিজবুল্লাহর সঙ্গে গুলি বিনিময় করেছে এবং সাম্প্রতিক দিনগুলিতে ইজরায়েলি যুদ্ধবিমান অধিকৃত পশ্চিম তীর, সিরিয়া এবং লেবাননে আঘাত করেছে ।

আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদের মুখপাত্র জন কারবি বলেন যে, ইরাক ও সিরিয়ায় মার্কিন সৈন্যদের উপর ইরান-সমর্থিত জঙ্গিদের রকেট ও ড্রোন হামলা বেড়েছে এবং আগামী দিনে হামলার উল্লেখযোগ্য বৃদ্ধির সম্ভাবনা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন । তিনি বলেন, মার্কিন কর্মকর্তারা ইজরায়েলি প্রতিপক্ষের সঙ্গে বর্ধিত সামরিক পদক্ষেপের সম্ভাব্য প্রভাব সম্পর্কে সক্রিয় আলোচনা চালানো হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.