ETV Bharat / international

Gunmen Attack in Mexico Prison: মেক্সিকোর জেলে বন্দুকবাজদের হামলা, মৃত 14

author img

By

Published : Jan 2, 2023, 9:57 AM IST

Updated : Jan 2, 2023, 10:47 AM IST

মেক্সিকোর জেলে বন্দুকবাজদের হামলায় 14 জনের মৃত্যু (14 Killed in Gunmen Attack on Mexican Border Prison) ৷ স্থানীয় সময় রবিবার সকাল 7টার সময় এই হামলা চালানো হয় ৷

Gunmen Attack on Mexican Border Prison
মেক্সিকোর সংশোধনাগারে বন্দুকবাজদের হামলায় একাধিক মৃত্যু

কিউদাদ জুয়ারেজ (মেক্সিকো), 2 জানুয়ারি: মেক্সিকোর কিউদাদ জুয়ারেজে সংশোধনাগারে বন্দুকবাজদের হামলা ৷ এই ঘটনায় 10 জন কারারক্ষী এবং 4 বন্দির মৃত্যু হয়েছে (14 Killed in Gunmen Attack on Mexican Border Prison) ৷ স্থানীয় প্রশাসনের তরফে দেওয়া তথ্য অনুযায়ী সংশোধনাগারের 10 জন কর্মীর মধ্যে একজন কাস্টডি অফিসারও রয়েছেন ৷ মেক্সিকোর স্থানীয় সময় রবিবার সকাল 7টায় এই হামলার ঘটনাটি ঘটেছে ৷ জানা গিয়েছে, সেই সময় সংশোধনাগারে বন্দিদের সঙ্গে পরিবারের সদস্যরা দেখা করতে গিয়েছিলেন ৷ সেই সময় অতর্কিতে হামলা চলে বলে জানা গিয়েছে ৷

প্রশাসনের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, একটি গাড়িতে করে বন্দুকবাজরা জেলের দরজার সামনে এসে নামে ৷ সেখানে নিরাপত্তা দায়িত্বে থাকা পুলিশ আধিকারিককে গুলি করে খতম করে হামলাকারীরা (Gunmen Attack in Mexico Prison) ৷ জানা গিয়েছে, এই অতর্কিত হামলার ঘটনায় সংশোধনাগারের ভিতরে হইচই পড়ে যায় ৷ এমনকী সেই হুড়োহুড়ির সুযোগে 24 জন বন্দি জেল থেকে পালিয়েছে বলে প্রাথমিক তদন্তের পর জানিয়েছে জেল কর্তৃপক্ষ ৷ হামলাকারীরা সীমান্ত পাহারায় ব্যবহারের গাড়িতে করে সংশোধনাগারের (Mexican Border Prison) ভিতরে প্রবেশ করে ৷ সঙ্গে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ছিল হামলরাকারীদের কাছে ৷

হামলার 1 মিনিটের মধ্যেই পুরো বিষয়টি মিউনিসিপাল পুলিশকে জানানো হয় ৷ কিছুক্ষণের মধ্যেই সংশোধনগারের বাইরে পুলিশের বিশালবাহিনী চলে আসে ৷ তারই মধ্যে হামলাকারী বন্দুকবাজরা গাড়িতে উঠে পালিয়ে যায় ৷ ধাওয়া করে 4 জন হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে ৷ পরবর্তী সময়ে প্যানআমেরিকানা অ্যাভিনিউতে, নিরাপত্তাবাহিনী হ্যামার-টাইপ একটি গাড়িকে আটকায় ৷ সেখানে 2 জন হামলাকারীর সঙ্গে নিরাপত্তাবাহিনীর সংঘর্ষ হয় ৷ সেই সংঘর্ষে ওই দুই হামলাকারীকে গুলি করে মারা হয় ৷

আরও পড়ুন: সন্ত্রাসবাদীদের নিশানায় পঞ্জাব ! জারি সতর্কতা

সেরেসোতে অপরাধী সংগঠন জেন্টে নুয়েভা এবং লা লাইনার সদস্য রয়েছে ৷ যারা মূলত সিনালোয়া এবং জুয়ারেজ কার্টেল নামে দু’টি সন্ত্রাসবাদী সংগঠনের সশস্ত্র শাখা ৷ এরাই এই হামলা চালিয়েছিল ৷ চিহুয়াহুয়া পুলিশ জানিয়েছে, মেক্সিকোর উত্তরাঞ্চলের ন্যাশনাল ডিফেন্স সেক্রেটারি (সেডেনা), ন্যাশনাল গার্ড ও স্টেট অ্যাটর্নি জেনারেল অফিসের তরফে হামলার পর সংশোধনাগারের পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে ৷ পাশাপাশি 24 জন বন্দি যারা পালিয়ে গিয়েছে, তাদের খোঁজ শুরু করেছে গোয়েন্দা সংস্থাগুলি ৷ ঘটনার পর সীমান্ত এলাকাতেও সতর্কতা জারি করা হয়েছে ৷

Last Updated :Jan 2, 2023, 10:47 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.