ETV Bharat / city

KMC Election 2021 : বিধানসভা নির্বাচন থেকে শিক্ষা বিজেপির, পুরভোটে প্রচারের মুখ বাংলার নেতারাই

author img

By

Published : Dec 1, 2021, 10:32 PM IST

পশ্চিমবঙ্গের পুরভোটে বিজেপির প্রস্তুতি তুঙ্গে ৷ গত বিধানসভা নির্বাচনের ফলাফল থেকে শিক্ষা নিয়ে কলকাতা পুরভোটে জাতীয় স্তরের নেতাদের বদলে রাজ্য নেতাদেরকেই প্রচারের মুখ করা হচ্ছে (BJP campaign for KMC Election) ৷

BJP Bengal KMC Election Campaign preparation
কলকাতা পুরভোটে বিজেপির প্রচার প্রস্তুতি

কলকাতা, 1 ডিসেম্বর : পুরভোটের প্রচারে রাজ্য স্তরের নেতাদের উপরই ভরসা করছে বঙ্গ বিজেপি (Bengal BJP) ৷ এই বছরের গোড়ায় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে দিল্লি থেকে বিজেপির কেন্দ্রীয় নেতারা কার্যত নিত্য যাতায়াত করেছেন এই রাজ্যে প্রচারের জন্য । যেমন এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তেমনই এসেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও । কিন্তু এর ফল হয়েছে উল্টো । রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস বারংবার বহিরাগত তত্ত্বে আক্রমণ করেছিল গেরুয়া শিবিরকে । তৃণমূল কংগ্রেসের এই বহিরাহত তত্ত্বে বিশেষ সাড়া দিয়েছিলেন রাজ্যের মানুষ । বিপুল সংখ্যক আসনে জিতে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস ।

এবার কলকাতা পৌরনিগম নির্বাচনে সেই একই ভুল আর করতে চাইছে না বিজেপি নেতৃত্ব । বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে এবার কলকাতা পৌরনিগমের নির্বাচনে দিল্লির কোনও হেভিওয়েট নেতা-মন্ত্রী রাজ্যে প্রচারে আসছেন না । শুধু দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব নয়, বিজেপি শাসিত কোনও রাজ্য থেকেই বাংলায় পৌরভোটে প্রচারে আসবেন না নেতারা ৷

এই বিষয়ে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, "বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব নয়, বাংলায় আমরা নতুন মুখ তৈরি করতে চাই । যদি আমরা বাংলায় বিজেপির মুখ তৈরি করতে না পারি, তাহলে আগামী দিনে বিজেপি এগোবে না । আর এটা স্থানীয় এলাকা ভিত্তিক নির্বাচন । এখানে স্থানীয় ইস্যুগুলিকেই আমরা সামনে আনতে চাই । তাই দিল্লি নয়, বাংলার নেতাদেরই প্রচারের মুখ করা হবে ৷"

বিজেপি সূত্রে খবর, কলকাতা পৌরনিগম নির্বাচনী প্রচারের জন্য রাজ্যের শীর্ষস্থানীয় নেতা, বিজেপির বিধায়ক ও সাংসদদের একটা তালিকা তৈরি করা হচ্ছে । সেই তালিকায় নাম রয়েছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ, রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সাংসদ লকেট চট্টোপাধ্যায়, কেন্দ্রীয় জাহাজ দফতরের রাষ্ট্রমন্ত্রী শান্তনু ঠাকুর, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রমাণিক, কেন্দ্রীয় শিক্ষা দফতরের রাষ্ট্রমন্ত্রী সুভাষ সরকার, অভিনেতা রুদ্রনীল ঘোষ, অভিনেত্রী পায়েল সরকার, অশোক দিন্দা, অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়, অর্থনীতিবিদ এবং বিধায়ক অশোক লাহিড়ী-সহ একঝাঁক নেতার তালিকা তৈরি করা হয়েছে ।

বিজেপি সূত্রে খবর, কলকাতা পৌরনিগমে বড় পথসভা নয়, বাড়ি বাড়ি প্রচারেই জোর দেওয়া হচ্ছে ৷ রাজ্য নেতৃত্ব মূলত প্রার্থীকে নিয়ে এলাকায় এলাকায় প্রচার করার নীল নকশা তৈরি করা হয়েছে ।

আরও পড়ুন : BJP Notice for Journalists : মুরলীধরে লোহার গেট বসিয়ে সাংবাদিকদের গতিবিধিতে রাশ বিজেপির

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.