ETV Bharat / city

BJP Notice for Journalists : মুরলীধরে লোহার গেট বসিয়ে সাংবাদিকদের গতিবিধিতে রাশ বিজেপির

author img

By

Published : Dec 1, 2021, 8:27 PM IST

গোপন খবর বাইরে চলে যাচ্ছে ৷ তাই বিজেপির রাজ্য সদর কার্যালয়ের (BJP State Head Quarter) সিঁড়ির মুখে নতুন গেট বসানো হল ৷ সাংবাদিকদের জন্য বিধিনিষেধ-সহ সাঁটানো হল নির্দেশিকা (BJP Notice for Journalists) ৷

new gate installed in bjp state head quarter to control journalists
BJP Notice for Journalists : মুরলীধরে লোহার গেট বসিয়ে সাংবাদিকদের গতিবিধিতে রাশ বিজেপির

কলকাতা, 1 ডিসেম্বর : এবার আর যখন-তখন, ইচ্ছা মতো রাজ্য বিজেপির সদর কার্যালয়ের (BJP State Head Quarter) অন্দরে ঢুকে যেতে পারবেন না সাংবাদিকরা ৷ তাঁদের যাতায়াতের উপর জারি হল বিধিনিষেধ ৷ সাংবাদিকদের অবাধ প্রবেশ ঠেকাতে বসানো হল লোহার গেট ৷ মোতায়েন হলেন পাহারাদার ! জারি করা হল নয়া নির্দেশিকাও ৷

আরও পড়ুন : BJP starts Help Desk : নতুন প্রার্থীদের সহযোগিতায় রাজ্য সদর কার্যালয়ে বিশেষ হেল্প ডেস্ক বিজেপির

বুধবার হঠাৎই মুরলীধর সেন লেনের বিজেপি কার্যালয়ে একটি নোটিস (BJP Notice for Journalists) দেখে থমকে যান সাংবাদিকরা ৷ ওই নোটিসে কার্যালয়ের ভিতর সাংবাদিকদের গতিবিধির উপর নিয়ন্ত্রণ জারির কথা বলা হয়েছে ৷ পরে ভিতরে ঢুকে দেখা যায়, বিজেপির কার্যালয়ের অন্দরে ঢোকার জন্য যে সিঁড়ি রয়েছে, তার সামনেই একটি লোহার গেট বসানো হয়েছে ৷ এতদিন এই গেট ছিল না ৷ গেটের সামনেই রয়েছেন একজন নিরাপত্তারক্ষা ৷ বিশেষ অনুমতি ছাড়া তাঁকে এবং ওই লোহার গেট টপকে আর উপরে ওঠা সম্ভব নয় ৷ সাংবাদিকদের ঠেকাতেই এই ব্যবস্থা ৷

আরও পড়ুন : KMC Election 2021 : পুরভোটে টিকিট না পেয়ে পদ থেকে ইস্তফা বিজেপি নেতার

দলীয় সূত্রে জানা গিয়েছে, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীর নির্দেশেই এই পদক্ষেপ করা হয়েছে ৷ উল্লেখ্য, মঙ্গলবার রাতে বিজেপির একটি ভার্চুয়াল বৈঠক হয় ৷ সূত্রের দাবি, বৈঠকের মাঝখান থেকেই উঠে যান রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্য়ায় ৷ সেই খবর পরে সংবাদমাধ্যমে চাউর হয়ে যাওয়াতেই ক্ষুব্ধ অমিতাভ ৷ তাঁর প্রশ্ন, এমন একটা গোপনীয় বিষয় সংবাদমাধ্যম জানল কীভাবে ? এরপরই দলীয় সদর কার্যালয়ে সাংবাদিকদের প্রবেশের উপর বিধিনিষেধ আরোপ করার সিদ্ধান্ত নেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.