ETV Bharat / city

Dilip Ghosh : শিক্ষা প্রতিষ্ঠান গুন্ডামি, রাজনীতির জায়গা নয়; বিশ্বভারতী নিয়ে মন্তব্য দিলীপের

author img

By

Published : Aug 28, 2021, 3:00 PM IST

Dilip Ghosh comments on Visva Bharati student agitation
Dilip Ghosh : শিক্ষা প্রতিষ্ঠান গুন্ডামি, রাজনীতির জায়গা নয়, বিশ্বভারতী নিয়ে মন্তব্য দিলীপের

ফের উত্তপ্ত বিশ্বভারতী ৷ তিন পড়ুয়াকে বহিষ্কার করার প্রতিবাদে চলছে ছাত্র বিক্ষোভ ৷ ঘটনার নিন্দায় সরব বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ তিনি বলেন, ‘‘শিক্ষা প্রতিষ্ঠান গুন্ডামি বা রাজনীতির জায়গা নয় ৷’’

নিউটাউন, 28 অগস্ট : বিশ্বভারতীতে ছাত্র বিক্ষোভ নিয়ে মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ তাঁর মতে, ‘‘শিক্ষা প্রতিষ্ঠান গুন্ডামি বা রাজনীতির জায়গা নয় ৷’’ দিলীপের অভিযোগ, আইন-শৃঙ্খলার মতোই রাজ্যে শিক্ষাব্যবস্থারও চরম অবনতি হয়েছে ৷ আর সেই কারণেই বিশ্বভারতীতে বারবার অশান্তি তৈরি হচ্ছে ৷

আরও পড়ুন : Dilip Ghosh : তৃণমূল শাসনে রাজ্যের শিক্ষা ব্যবস্থাও সুরক্ষিত নয়, বললেন দিলীপ

তবে দিলীপ যাই বলুন, তাঁর বক্তব্যের একেবারে উল্টো মেরুতে দাঁড়িয়ে রয়েছেন বিশ্বভারতীর পড়ুয়াদের একাংশ ৷ তিন ছাত্রছাত্রীকে তিন বছরের জন্য বহিষ্কারের জেরে লাগাতার বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তাঁরা ৷ এমনকী, শুক্রবার রাতভর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাড়িও ঘেরাও করে রাখেন তাঁরা ৷ প্রসঙ্গত, বিদ্যুৎ দায়িত্বে আসার পর থেকেই নানা ইস্যুতে তাঁর সঙ্গে সংঘাতে জড়িয়েছেন পড়ুয়া, অধ্যাপক এবং কর্মী-আধিকারিকদের একটা অংশ ৷ এমনকী, বিদ্যুতের বিরুদ্ধে কবিগুরুর হাতে গড়া প্রতিষ্ঠানের গৈরিকীকরণ ঘটানোর চেষ্টারও অভিযোগ উঠেছে ৷

ইদানীংকালে এমনই নানা বিষয় নিয়ে বারবার বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে সংঘাতে জড়িয়েছে নানা পক্ষ ৷ সেই বিবাদ আরও বাড়িয়েছে তিন পড়ুয়াকে বহিষ্কারের ঘটনা ৷ সূত্রের খবর, আগেও ওই তিন পড়ুয়াকে ন’মাসের জন্য সাসপেন্ড করা হয়েছিল ৷ এবার আরও তিন বছরের জন্য তাঁদের বহিষ্কার করা হয় ৷ ফলে তাঁদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত ৷ পড়ুয়াদের দাবি, এভাবে কোনও পড়ুয়ার ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি করা চলবে না ৷ প্রতিবাদে শুক্রবার রাতেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান তাঁরা ৷ অভিযোগ, সেই সময় উপাচার্যের আপ্তসহায়ক তন্ময় নাগের সঙ্গে কথা বলতে গেলে নিরাপত্তারক্ষীরা পড়ুয়াদের মারধর করেন ৷ পরে অবশ্য তন্ময় পড়ুয়াদের সঙ্গে কথা বলতে রাজি হলেও ততক্ষণে হাওয়া আরও গরম হয়ে উঠেছে ৷ বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে এরপর রাতভর উপাচার্যের বাসভবন ঘেরাও করে রাখেন পড়ুয়ারা ৷ শনিবার সকালেও পরিস্থিতির কোনও উন্নতি হয়নি ৷

বিশ্বভারতীতে অশান্তির নিন্দায় সরব দিলীপ ঘোষ ৷

আরও পড়ুন : Dilip Ghosh : ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মমতা-দেবকে কটাক্ষ দিলীপের

গোটা ঘটনাক্রমকেই গুন্ডামির সঙ্গে তুলনা করেছেন দিলীপ ৷ তাঁর মতে, শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতির কোনও জায়গা নেই ৷ যদিও রাজ্যের ইতিহাস বলছে, বাংলায় ছাত্র রাজনীতি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ৷ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী-সহ বহু বিশিষ্ট নেতানেত্রীই একটা সময় ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন ৷ তবে আন্দোলনের নামে যেভাবে দফায় দফায় বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীদের সংঘর্ষে জড়াচ্ছেন পড়ুয়ারা, তা কাম্য নয় বলেই মত ওয়াকিবহাল মহলের ৷ এদিন দিলীপ তাঁর বক্তব্যে এই ধরনের ঘটনার নিন্দা করেছেন ৷ পাশাপাশি, টিকাকরণ, উপনির্বাচন, ভোট পরবর্তী হিংসায় সিবিআই তদন্ত-সহ নানা ইস্যুতে রাজ্য সরকারের সমালোচনা করেছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.