ETV Bharat / state

Dilip Ghosh : ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মমতা-দেবকে কটাক্ষ দিলীপের

author img

By

Published : Aug 27, 2021, 6:23 PM IST

dilip-ghosh-attacks-mamata-banerjee-and-dev-over-ghatal-master-plan
ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মমতা-দেবকে কটাক্ষ দিলীপের

ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal Master Plan) নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও দেবকে (Dev) একহাত নিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)৷ পাশাপাশি করোনা পরিস্থিতিতে সরকার উপনির্বাচন নিয়ে ব্যস্ত বলেও কটাক্ষ করেন তিনি ৷

নিউটাউন, 27 অগস্ট: ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal Master Plan) নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূল সাংসদ দেবকে (Dev) তীব্র কটাক্ষ করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ পাশাপাশি তাঁর অভিযোগ, করোনা পরিস্থিতিতে মানুষকে না-বাঁচিয়ে উপনির্বাচন নিয়ে ব্যস্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ৷

শুক্রবার নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণে গিয়ে রাজ্য সরকারকে একহাত নেন দিলীপ ঘোষ ৷ ঘাটল মাস্টার প্ল্যান নিয়ে তিনি বলেন, "তৃণমূল 10 বছর ক্ষমতায় আছে ৷ ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন কিছু ভাবেননি ? তাতে 50 শতাংশ টাকা রাজ্যকে দিতে হবে, সেটা দিতে তিনি রাজি নন । মোদি করে দেবেন আর দিদি নাম কামাবেন ? এটা চলতে পারে না ।"

আরও পড়ুন: Dilip Ghosh : বিজেপি বঙ্গভঙ্গ চায়নি, সোনার বাংলা চেয়েছে ; মন্তব্য দিলীপের

এই প্রসঙ্গে ঘাটালের সাংসদ দেবকেও কটাক্ষ করতে ছাড়েননি তিনি ৷ দিলীপ বলেন, "7 বছর হয়ে গিয়েছে এতদিন যাননি কেন ? এখন নীতি আয়োগ মনে পড়েছে ৷ সংসদেও তো যান না । ঘাটালের মানুষের যন্ত্রণা একশো বছর ধরে চলছে । তিনি 7 বছর বসে আছেন, বিরোধীরা কথা বললে তবে যাবেন । তিনি এখন বসে আছেন আর ভাবছেন, দিদি কখন প্রধানমন্ত্রী হবেন, তারপর ঘাটালে যা হওয়ার হবে ।"

dilip-ghosh-attacks-mamata-banerjee-and-dev-over-ghatal-master-plan
ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মমতা-দেবকে কটাক্ষ দিলীপের

আরও পড়ুন, Dilip Ghosh : বঙ্গভঙ্গ বঞ্চিত মানুষের দাবি, বিজেপির নয় : দিলীপ ঘোষ

রাজ্যের উপনির্বাচন নিয়েও এ দিন সরব হয়েছেন দিলীপ ৷ তাঁর অভিযোগ, শাসকদল কোভিড পরিস্থিতিতেও উপনির্বাচন করাতে চাইছে ৷ তিনি বলেন, "আমাদের রাজ্যে তথ্য গোপন করা হয় । তৃণমূল করোনা ভুলে গিয়ে উপনির্বাচন করাতে চায় । মানুষ না-থাকলেও চলবে, তাঁর পদ চাই । মানুষকে সচেতন থাকতে হবে । নির্বাচন ভুলে গিয়ে মানুষকে বাঁচানোর চিন্তা করা উচিত ।" অনেক জায়গাতেই এতদিন উপনির্বাচন হয়নি, আসন ফাঁকা ছিল না ৷ মমতা কেন সে গুলোর উপনির্বাচনের জন্য তাড়াহুড়ো করেননি, সেই প্রশ্নও তোলেন বিজেপির রাজ্য সভাপতি ৷ তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রী পদে টিকে থাকার জন্য করোনায় মানুষের দুর্দশার কথা ভুলে যাচ্ছেন তৃণমূল নেত্রী ৷

আরও পড়ুন: Dilip Ghosh : আমরা আপাতত উপনির্বাচন চাইছি না : দিলীপ ঘোষ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.