Dilip Ghosh : বিজেপি বঙ্গভঙ্গ চায়নি, সোনার বাংলা চেয়েছে ; মন্তব্য দিলীপের

author img

By

Published : Aug 24, 2021, 9:58 PM IST

দিলীপ ঘোষ

বিজেপির বঙ্গভঙ্গের দাবিকে নিয়ে সরব হয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । দিলীপ ঘোষও কয়েকদিন আগে বঙ্গভঙ্গের প্রসঙ্গ তোলেন ৷ যদিও, তাঁর সাফাই, বিজেপি বঙ্গভঙ্গ চায়নি ৷ সোনার বাংলা গড়ে তুলতে চেয়েছে ৷

বর্ধমান, 24 অগস্ট : ভারতীয় জনতা পার্টি কখনও বঙ্গভঙ্গ চায়নি । আমরা সোনার বাংলা চেয়েছি । বর্ধমানে জেলা দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । বাংলা ভাগ নিয়ে দিলীপ ঘোষ কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লাকে সমর্থন করতেই তাঁর বিরুদ্ধে তোপ দাগেন রাজ্যের শিক্ষামন্ত্রী । সেই প্রসঙ্গে এদিন দিলীপ ঘোষ বিজেপির বঙ্গভঙ্গের প্রসঙ্গকে নস্যাৎ করে সোনার বাংলার গড়ার বিষয়টি তুলে ধরেন ।

বিজেপির বঙ্গভঙ্গের দাবিকে নিয়ে সরব হয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । নির্বাচনের আগে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা উত্তরবঙ্গকে পৃথক রাজ্যের দাবি তুলেছিলেন । সেই সময় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন, ওটা বার্লার ব্যক্তিগত মন্তব্য । কিন্তু দিন কয়েক আগে বার্লা আলাদা রাজ্যের দাবি তোলায় সেই দাবিকে সমর্থন করেছেন দিলীপ ঘোষ । এরপরেই ব্রাত্য বসু বিজেপিকে তুলোধোনা করেন । আজ তারও জবাব দিয়েছেন দিলীপ ঘোষ ৷

দুয়ারে সরকারের ক্যাম্পে রাজনৈতিক নেতা জনপ্রতিনিধিরা থাকছে কেন তা নিয়ে প্রশ্ন তুলছে বিজেপি নেতৃত্ব । এদিন সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "সরকারি প্রকল্প নিয়ে রাজনীতি করা হচ্ছে । দলীয় কার্যালয় থেকে ভ্যাকসিন দেওয়া, ফর্ম ফিলাপ করা এটা আমাদের রীতির মধ্যে পড়ে না । কিন্তু দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী এবং নেতারা সব জায়গায় দাদাগিরি করছে । নিজেদের লোকেদের ভ্যাকসিন দেওয়ানোর ব্যবস্থা করছে । অথচ সাধারণ মানুষ ভ্যাকসিন পাচ্ছে না । এগুলো বন্ধ হওয়ার দরকার । কারণ সমস্ত মানুষের ভ্যাকসিন পাওয়ার অধিকার আছে । আর সরকারি প্রকল্পের সুবিধা যদি দিতেই হয় তাহলে এত ভিড় করার কি আছে, অ্যাকাউন্টের মাধ্যমে টাকা দিলেই তো পারত ।"

আরও পড়ুন, Dilip Ghosh : বঙ্গভঙ্গ বঞ্চিত মানুষের দাবি, বিজেপির নয় : দিলীপ ঘোষ



দুয়ারে সরকারে মানুষের ভিড় প্রসঙ্গে তিনি বলেন, "ভিড় করার জন্য এটা করা হয়েছে ৷ পাঁচশো টাকার জন্য ভোর চারটা থেকে বিকেল চারটে পর্যন্ত মানুষ লাইনে দাঁড়িয়ে যাচ্ছে । অসুস্থ হচ্ছে, চাপা পড়ে যাচ্ছে । এটা কখনও জনসেবা হতে পারে না । মানুষকে ভিখারি বানিয়ে দিয়ে পাঁচশো টাকার জন্য রাস্তায় নামানো হচ্ছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.