Calcutta HC on KMC Election: নির্বাচনের দিন ঘোষণা নিয়ে আগামী সোমবার হাইকোর্টে শুনানি

author img

By

Published : Nov 25, 2021, 2:56 PM IST

Updated : Nov 25, 2021, 3:27 PM IST

Chief Justice of Calcutta HC Hear KMC Election Case

কলকাতা পৌরনিগমের নির্বাচন ঘোষণা নিয়ে আজ কলকাতা হাইকোর্টে দৃষ্টি আকর্ষণ করে বিরোধীপক্ষ ৷ সেই নিয়ে আজ আদালত নির্দেশ দিয়েছে, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সবপক্ষের বক্তব্য আবেদন আকারে জমা দিতে হবে (Calcutta HC on KMC Election) ৷ সোমবার সেখানেই এই মামলার শুনানি হবে (Calcutta HC Hear KMC Election Case on Monday) ৷

কলকাতা, 25 নভেম্বর : রাজ্য সমস্ত পৌরনিগম এবং পৌরসভার নির্বাচন আগামী এপ্রিল মাসের মধ্যে সম্পন্ন করতে চায় রাজ্য সরকার ৷ আজ কলকাতা হাইকোর্ট মৌখিকভাবে এমনটাই জানালেন অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় (State Government on KMC Election Date) ৷ প্রসঙ্গত, আজ কলকাতা পৌরনিগমের নির্বাচনের দিন ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন ৷ যা নিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে বিজেপি (Calcutta HC on KMC Election) ৷ তাদের অভিযোগ, কলকাতা হাইকোর্টে ইতিমধ্যে পুরনির্বাচন নিয়ে মামলা চলছে ৷ যে মামলায় কমিশন আদালতকে জানিয়েছিল মামলার রায় ঘোষণা না হওয়া পর্যন্ত ভোটের দিন ঘোষণা করবে না ৷ কিন্তু, হঠাৎই কমিশন ভোটের দিন ঘোষণা করে দিল ৷ যা আদালতের অবমাননা বলে আদালতে জানিয়েছে বিজেপির আইনজীবী ৷

বিরোধীদের সেই মামলার প্রসঙ্গেই আজ কলকাতা হাইকোর্টে অ্যাডভোকেট জেনারেল মৌখিকভাবে রাজ্যের বক্তব্য জানান ৷ যদিও, মামলাকারীদের বক্তব্য, রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনের কোনও বক্তব্যই বিশ্বাসযোগ্য নয় ৷ রাজ্য নির্বাচন কমিশন যেভাবে কলকাতা পৌরনিগম নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করেছে, তা কলকাতা হাইকোর্টকে অবজ্ঞা করার সামিল ৷

আরও পড়ুন : kolkata Corporation Election : 19 ডিসেম্বরই কলকাতায় পৌরভোট, গণনা 21 ডিসেম্বর

এর পরেই ডিভিশন বেঞ্চ জানায়, এ নিয়ে আগামী সোমবার শুনানি হবে (Calcutta HC Hear KMC Election Case on Monday) ৷ মামলাকারীদের যার যা বক্তব্য, তা নতুন করে আবেদন আকারে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে জমা দেওয়ার নির্দেশ দেয় আদালত ৷ সেই আবেদন মতো আগামী সোমবার এই মামলার শুনানি হবে ৷

প্রসঙ্গত, রাজ্যের সব পৌরনিগম এবং পৌরসভায় একসঙ্গে ভোট করানোর দাবিতে বেশ কয়েকটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল ৷ যার একটি হয়েছিল বিজেপির তরফে ৷ সেই মামলার শুনানিতে রাজ্য নির্বাচন কমিশন (Kolkata Municipal Election) জানিয়েছিল, মামলার শুনানি চলাকালীন নির্বাচন সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি জারি করবে না তারা ৷ কিন্তু, আজ সকালে হঠাৎই নির্বাচন কমিশন আগামী 19 ডিসেম্বর কলকাতা পৌরনিগমের নির্বাচনের দিন ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করে ৷

কেএমসি’র নির্বাচনের দিন ঘোষণা নিয়ে শুনানি আগামী সোমবার

আরও পড়ুন : Sayantan Basu on Municipal Election : গোটা রাজ্যে পৌরভোট করাতে হবে একদিনেই, দাবি সায়ন্তনের

এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন ভারতীয় জনতা পার্টি (BJP on KMC Election) ৷ এ নিয়ে প্রধান বিচারপতির প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ অ্যাডভোকেট জেনারেলের কাছে বিষয়টি জানতে চান । অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, ‘‘গতকাল এই মামলার শুনানি ছিল ৷ তার আগেই রাজ্য সরকার হলফনামা দিয়ে দিয়ে কলকাতা হাইকোর্টে তাদের বক্তব্য জানিয়েছে ৷ একই সঙ্গে নির্বাচন কমিশন হলফনামা জমা করেছে আদালতে ৷ কিন্তু, গতকাল বিজেপির তরফে মামলাটির শুনানি যাতে জরুরি ভিত্তিতে করা হয়, সেই ব্যাপারে কোনও তৎপরতা দেখা যায়নি ৷’’

তিনি আরও বলেন, ‘‘রাজ্য সরকার আদালতকে যে হলফনামা দিয়েছে ৷ সেখানে পরিষ্কার জানানো হয়েছে যে, কলকাতায় চিকিৎসা পরিষেবা সবথেকে ভাল ৷ কলকাতায় মানুষের সবথেকে বেশি টিকা দেওয়া গিয়েছে এখনও পর্যন্ত ৷ নতুন বছরের শুরুতেই মাধ্যমিক পরীক্ষা রয়েছে ৷ এই পরিস্থিতিতে রাজ্য সরকার কলকাতা পৌরনিগমের ভোট আগে করিয়ে নিতে চাইছে ৷ পাশাপাশি আগামী এপ্রিল মাসের মধ্যে রাজ্যের সমস্ত পুরসভার ভোট সম্পন্ন করা হবে ৷ এটা রাজ্যের লক্ষ্য ৷’’

আরও পড়ুন : EC on Kolkata Municipal Election: চালু হয়ে গেল নির্বাচনী আচরণ বিধি, বড় মিটিং-মিছিলে আপত্তি কমিশনের

রাজ্যের বক্তব্য শোনার পর প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব মামলাকারীর আইনজীবীর উদ্দেশ্যে বলেনষ ‘‘আপনাদের যে আপত্তি বা আপনাদের যা বক্তব্য সেই সমস্ত কিছু একটা নতুন আবেদনপত্রে লিখে আদালতে জমা দিন ৷ আগামী সোমবার যেহেতু পৌরভোট সংক্রান্ত মামলার শুনানি রয়েছে ৷ ওই দিনই এই সমস্ত বিষয় আদালত শুনবে ৷ আজকে এই মামলার আলাদা করে কোনও শুনানি করা হবে না ৷’’

যদিও, কমিশনের বিজ্ঞপ্তি জারি করা নিয়ে বিজেপির আইনজীবী বিল্বদল ভট্টাচার্যর দাবি, ‘‘সোমবারে মামলাটি শুনানির জন্য নির্দিষ্ট থাকলেও মামলাটিকে অকেজো করে দেওয়ার জন্য আদালতকে সম্পূর্ণ অগ্রাহ্য করে নির্বাচন কমিশন আজ সকালে বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে ৷ আমরা সেই কথা আদালতকে জানিয়েছি ৷ আদালত আমাদেরকে নতুন করে একটি আবেদন করার নির্দেশ দিয়েছে ৷ মূল মামলাটির সঙ্গে আগামী সোমবার শুনানি হবে ৷’’

Last Updated :Nov 25, 2021, 3:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.