Kolkata Corporation Election 2021 : 19 ডিসেম্বরই কলকাতায় পৌরভোট, বিজ্ঞপ্তি কমিশনের

author img

By

Published : Nov 25, 2021, 11:00 AM IST

Updated : Nov 25, 2021, 4:02 PM IST

state election commision

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী 19 ডিসেম্বরই হতে চলেছে কলকাতা পৌরনিগমের ভোট (kolkata Corporation Election) ।

কলকাতা, 25 নভেম্বর : কলকাতা পৌরনিগমের ভোটের বিজ্ঞপ্তি জারি করল রাজ্য নির্বাচন কমিশন । আজ দশটায় বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী 19 ডিসেম্বরই হতে চলেছে কলকাতা পৌরনিগমের ভোট (kolkata municipal corporation election to be held on 19th december) । যেহেতু হাওড়ার ক্ষেত্রে রাজ্যপাল বালি পৌরসভাকে আলাদা করার বিল ঝুলিয়ে রেখেছেন, তাই আপাতত হাওড়ার নির্বাচন স্থগিত রাখা হয়েছে ।

আজ সকালে শুধুমাত্র কলকাতা পৌর নির্বাচনের জন্য রাজ্য নির্বাচন কমিশনকে (state election commission) চিঠি পাঠায় পৌর এবং নগরোয়ন্নন দফতর । এর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণ 24 পরগনা ডিএম এই পৌর নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করেন । একইসঙ্গে রাজ্য সরকারের সুপারিশ মেনে নির্বাচন কমিশনও এই বিজ্ঞপ্তি জারি করে । আজ দুপুর 12 টা নাগাদ রাজ্য সরকারের ঘোষিত দিনক্ষণ সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেবেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস । এদিন ঘোষিত নির্ঘণ্ট অনুযায়ী আগামী 19 ডিসেম্বর হতে চলেছে কলকাতা পৌরসভার ভোট । নির্বাচনের ফল প্রকাশের দিন অবশ্য ঘোষিত হয়নি ।

আরও পড়ুন : Purnendu Bose in Kalna : "পঞ্চায়েত ভোট স্বচ্ছভাবে হবে", বার্তা পূর্ণেন্দুর

প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টে পৌরভোট নিয়ে মামলা বিচারাধীন । আগামী সোমবার এই নিয়ে পরবর্তী শুনানি রয়েছে । এই অবস্থায় কলকাতার পৌরভোট (kolkata Corporation Election) সময়ে হওয়া নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল । যদিও রাজ্য সরকারের তরফ থেকে গোটা বিষয়টি নিয়ে দফায় দফায় আইনজীবীদের সঙ্গে আলোচনা করা হয় । যেহেতু আদালতের তরফে কোথাও একথা বলা হয়নি যে নির্বাচন ঘোষণা করা যাবে না, তাই আইনজীবীদের সঙ্গে পরামর্শ করেই এই সিদ্ধান্ত নিল রাজ্য সরকার ।

আজ নির্বাচন কমিশনের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করার পরই আদর্শ আচরণ বিধি চালু হয়ে যাবে কলকাতায় । জানা গিয়েছে, কলকাতার 144টি ওয়ার্ডে আজ থেকেই মনোনয়ন দেওয়ার কাজ শুরু করা যাবে ।

Last Updated :Nov 25, 2021, 4:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.