EC on Kolkata Municipal Election: চালু হয়ে গেল নির্বাচনী আচরণ বিধি, বড় মিটিং-মিছিলে আপত্তি কমিশনের

author img

By

Published : Nov 25, 2021, 1:11 PM IST

Updated : Nov 25, 2021, 4:00 PM IST

Election Commission announces rules and regulations for Kolkata Municipal Election

নির্বাচনী আচরণবিধি (Model Code of Conduct) চালু হয়ে গেল বৃহস্পতিবার থেকেই ৷ আগামী 19 ডিসেম্বরই কলকাতায় পৌরনিগম নির্বাচন (Kolkata Municipal Election) ৷ তার জন্য বৃহস্পতিবার থেকেই মনোনয়নপত্র জমা নেওয়া শুরু হবে ৷ 22 ডিসেম্বরের মধ্যেই সেরে ফেলতে হবে গোটা নির্বাচন প্রক্রিয়া ৷

কলকাতা, 25 ডিসেম্বর: বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় সকালেই । কলকাতা পৌরনিগম নির্বাচনের (Kolkata Municipal Election) জন্য নির্বাচনী আচরণবিধিও (Model Code of Conduct) চালু হয়ে গেল বৃহস্পতিবার থেকে ৷ দুপুরে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানাল নির্বাচন কমিশন (West Bengal Election Commission) ৷ তারা জানিয়েছে, আগামী 19 ডিসেম্বরই কলকাতায় পৌরনিগম নির্বাচন ৷ তার জন্য বৃহস্পতিবার থেকেই মনোনয়নপত্র জমা নেওয়া শুরু হবে ৷ 22 ডিসেম্বরের মধ্যেই সেরে ফেলতে হবে গোটা নির্বাচন প্রক্রিয়া ৷

কোনও কারণে যদি পুনর্নির্বাচন করতে হয়, তা 20 ডিসেম্বরের মধ্যেই সেরে ফেলতে হবে বলে জানিয়েছে কমিশন ৷ সে ক্ষেত্রে 21 ডিসেম্বর গণনা হতে পারে ৷ তবে তা এখনই চূড়ান্ত নয় ৷ গণনার দিন আগামী এক-দু’দিনের মধ্যেই ঘোষণা করবে কমিশন ৷

বৃহস্পতিবার সকালে প্রথমে পৌর নির্বাচন নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন ৷ তার পর দুপুর 12টা নাগাদ সাংবাদিক বৈঠক করেন কমিশনের কর্তারা ৷ তাঁরা জানান, আগামী 19 ডিসেম্বর কলকাতার 144টি ওয়ার্টে ভোটগ্রহণ ৷ ভোটগ্রহণ হবে 4 হাজার 742টি পোলিং বুথে ৷ এ ছাড়াও থাকবে 385টি সহায়ক বুথ ৷ পৌর নির্বাচনে মোট ভোটার সংখ্যা 40 লক্ষ 48 হাজার 352 ৷

আরও পড়ুন: Bjp on KMC Election: মামলা ঝুলে থাকাকালীন পৌর নির্বাচনের নির্ঘণ্ট, হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ বিজেপির

উপনির্বাচনের মতোই পৌর নির্বাচনেও সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত করোনা বিধি মেনে ভোটগ্রহণ হবে ৷ তার জন্য 25 ডিসেম্বর থেকেই মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ৷ সকাল 11টা থেকে দুপুর 3টে পর্যন্ত মনোনয়ন গ্রহণ করা হবে, শুধুমাত্র রবিবার এবং সরকারি ছুটির দিনগুলি ছাড়া ৷ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 1 ডিসেম্বর ৷ 2 ডিসেম্বর স্ক্রুটিনি হবে ৷ 4 ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের দিন ৷

পৌর নির্বাচনেও ইভিএমে ভোটগ্রহণ হবে বলে জানিয়েছে কমিশন ৷ তার জন্য এলাকাভিত্তিক বুথগুলিতে, কোথায় কত পুলিশ মোতায়েন হবে, তা নিয়ে মুখ্যসচিব, ডিজি এবং সিপির সঙ্গে কথা হয়েছে কমিশনের ৷ আগামী দু’একদিনের মধ্যেই কমিশনের কাছে সেই সংক্রান্ত বিশদ তথ্য পৌঁছে যাবে ৷ সেই মতো স্থির হবে যে, কেন্দ্রীয় বাহিনী আদৌ নামানো হবে কি না ৷

কোভিড পরিস্থিতিতে নির্বাচনী প্রচারের জন্যও আলাদা করে বিধিনিষেধ বেঁধে দিয়েছে কমিশন ৷ কমিশন জানিয়েছে, সন্ধ্যা 7টা থেকে সকাল 10টা পর্যন্ত কোনও বড় মিটিং-মিছিল করা যাবে না ৷ সাইলেন্স জোন তৈরি করা হবে ৷ বড় মিটিং করতে হলে, তার জন্য ব্যবস্থা করতে হবে বড় জায়গারও ৷ তবে জোর দেওয়া হবে ছোট মিটিংয়ের উপর ৷ বিধিনিষেধ সঠিক ভাবে মানা হচ্ছে কি না, জেলাশাসক এবং পুলিশকেই তা নিশ্চিত করতে হবে ৷ যদি ভোটার এবং ভোটকর্মীদের টিকাকরণ না হয়ে থাকে, তার দায়িত্বও নিচ্ছে কমিশন ।

আরও পড়ুন: kolkata Corporation Election : 19 ডিসেম্বরই কলকাতায় পৌরভোট, গণনা 21 ডিসেম্বর

পৌর নির্বাচন নিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) একাধিক জনস্বার্থ মামলা জমা পড়ে রয়েছে ৷ সেগুলির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পৌর নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে না বলে এর আগে জানিয়েছিল কমিশন ৷ কিন্তু সেই সব মামলা ঝুলে থাকাকালীনই এ দিন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ৷ তা নিয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি ৷ কমিশন কথার খেলাপ করেছে বলে অভিযোগ এনেছে তারা ৷ তবে এ নিয়ে কোনও মন্তব্য করতে চায়নি কমিশন ৷ তাদের মতে, আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত ৷

হাওড়াকে বাদ রেখে শুধুমাত্র কলকাতা পৌর নির্বাচনের ঘোষণা হল কেন, সেই নিয়েও প্রশ্নের মুখে পড়তে হচ্ছে কমিশনকে ৷ কিন্তু তাদের দাবি, কোন সময়ে ভোট করানো যায়, তা রাজ্যই ঠিক করে কমিশনকে জানায় ৷ তার পর বিচার-বিবেচনা করে সিদ্ধান্ত নেয় কমিশন ৷ হাওড়া নিয়ে রাজ্য সরকার এখনও কিছু জানায়নি ৷ তাই কোনও সিদ্ধান্ত নিতে পারেনি কমিশন ৷

Last Updated :Nov 25, 2021, 4:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.