ETV Bharat / city

SSC Recruitment Case : এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এফআইআর দায়ের করে তদন্ত শুরু করল সিবিআই

author img

By

Published : Apr 6, 2022, 3:58 PM IST

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রোগ্রাম অফিসার সমরজিৎ আচার্য ও অলোক কুমার সরকারকে আজ সন্ধ্যা 6টার মধ্যে ফের সিবিআই দফতরে হাজির হওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (CBI start the investigation in SSC recruitment corruption case) ।

SSC
এফআইআর দায়ের করে তদন্তে নামল সিবিআই

কলকাতা, 6 এপ্রিল : স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় এতদিন অনুসন্ধান চালাচ্ছিলেন সিবিআই আধিকারিকরা ৷ এবার থানায় এফআইআর দায়ের করে তদন্ত শুরু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ হাইকোর্টের নির্দেশে সোমবারই এসএসসি-র উপদেষ্টা কমিটির চার সদস্যকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই ৷ এবার প্রোগ্রাম অফিসার সমরজিৎ আচার্য ও অলোক কুমার সরকারকে আজ সন্ধ্যা 6টার মধ্যে ফের সিবিআই দফতরে হাজির হওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (CBI start the investigation in SSC recruitment corruption case) ।

মঙ্গলবারই স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাকে টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআই আধিকারিকরা ৷ জেরা করা হয়েছিল অলোক কুমার সরকারকেও ৷ এদিন অবশ্য বিচারপতি জানিয়েছেন, শান্তিপ্রসাদ সিনহার আইনজীবী বিশ্বরুপ ভট্টাচার্যের আর্জি অনুয়ায়ী আপাতত পুলিশের সঙ্গে তাঁকে যেতে হবে না । সিবিআই জিজ্ঞাসাবাদের জন্য ডাকলে তিনি নিজেই হাজির হবেন । 27 এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ।

আরও পড়ুন : এসএসসি মামলায় ফের শান্তিপ্রসাদকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের, জবাবে সন্তুষ্ট নন তদন্তকারীরা

সিবিআই তরফে আজ আবেদন জানানো হয়েছে, এসপি সিনহাকে জিজ্ঞাসাবাদের রিপোর্ট রেজিস্ট্রার জেনারেলের কাছে রাখা হোক । কারণ তা তদন্তের পরবর্তী পর্যায়ে কাজে লাগতে পারে । সেই মতো সমস্ত নথিপত্র হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা করার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.