ETV Bharat / city

Abhishek Banerjee: উপনির্বাচনের প্রচারে মঙ্গলে ত্রিপুরা যাচ্ছেন অভিষেক

author img

By

Published : Jun 13, 2022, 9:29 PM IST

Abhishek Banerjee going to tripura for Assembly By election 2022 campaign
Abhishek Banerjee: উপনির্বাচনের প্রচারে মঙ্গলে ত্রিপুরা যাচ্ছেন অভিষেক

মঙ্গলবার ত্রিপুরা সফরে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ ত্রিপুরা বিধানসভা উপনির্বাচনের (Tripura Assembly By-election 2022) প্রচারে যোগ দিতেই তাঁর এই সফর ৷

কলকাতা, 13 জুন: ত্রিপুরা বিধানসভা উপনির্বাচনের (Tripura Assembly By-election 2022) প্রচারে যোগ দিতে মঙ্গলবার সেরাজ্যে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ তৃণমূল সূত্রে খবর, ত্রিপুরায় দলীয় প্রার্থীদের নিয়ে রোড শো করবেন তিনি ৷ তারপর যোগ দেবে জনসভায় ৷ দলের তরফে জানানো হয়েছে, মোট দুই দফায় উপনির্বাচনের প্রচারে যাবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ মঙ্গলবারের পর আবার আগামী 20 জুন ত্রিপুরা সফরে যাবেন তিনি ৷

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচার কর্মসূচি নিয়ে বলতে গিয়ে রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, "ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দুই দফায় প্রচার চালাবেন ৷ মঙ্গলবার তিনি একটি রোড শো করবেন এবং তারপর একটি সভায় থাকবেন ৷ জরুরি কাজে তাঁকে দিল্লি যেতে হবে ৷ তাই ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস আগামী 20 জুন তাঁকে ফের ত্রিপুরায় যাওয়ার আমন্ত্রণ জানিয়েছে ৷"

আরও পড়ুন: Abhishek Banerjee : 'সঠিক জায়গা ঢিল মেরেছি, তাই ওনার গায়ে লাগছে', রাজ্যপালকে পাল্টা দিলেন অভিষেক

দলীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবারের রোড শো-টি দুপুর 12টায় টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের গান্ধিঘাট থেকে শুরু হবে এবং আগরতলার জিবি বাজারে শেষ হবে ৷ জিবি বাজারেই অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি সভা করবেন।

এদিকে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ত্রিপুরার উপনির্বাচনের জন্য তারকা প্রচারকদের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে ৷ এই তালিকায় রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, ফিরহাদ হাকিম, শত্রুঘ্ন সিনহা, মুকুল সাংমা, কুণাল ঘোষ, রিপন বোরা, রাজীব বন্দ্যোপাধ্যায়, সুস্মিতা দেব, দেব, মিমি চক্রবর্তী, সায়ন্তিকা বন্দ্য়োপাধ্যায়, জয়া দত্ত-সহ আরও অনেকে ৷ সব মিলিয়ে মোট 27 জনের নাম রয়েছে এই তালিকায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.