ETV Bharat / business

India's GDP Growth: প্রথম ত্রৈমাসিকেই 8 শতাংশ ছাড়াবে দেশের জিডিপি, অনুমান এসবিআইয়ের গবেষকদের

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 23, 2023, 10:46 AM IST

GDP
জিডিপি বৃদ্ধি

GDP Set to Grow Above 8 Per Cent: ভারতীয় জিডিপি চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে 8 শতাংশের উপরে বৃদ্ধি পাবে । এমনটাই দাবি এসবিআই রিসার্চ টিমের ৷

নয়াদিল্লি, 23 অগস্ট: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে চ্যালেঞ্জের সম্মুখীণ হয়েছে বিশ্ব ৷ তার প্রভাব পড়েছে শেয়ার বাজারেও ৷ অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলির উন্নত আর্থিক নীতির (মনেটরি পলিসি) কারণে মন্দা দেখা দিয়েছে ৷ তা সত্ত্বেও কেন্দ্রীয় ব্যাংকগুলি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে ৷ এরই মধ্যে আশার আলো দেখাল এসবিআই-এর গবেষণা দল ৷ আগের সমস্ত পূর্বাভাসকে ছাড়িয়ে যাবে ভারতীয় অর্থনীতি। এমনই প্রত্যাশা তাদের ৷ গবেষকরা জানিয়েছেন, চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে 8 শতাংশের উপরে ভারতীয় সমস্ত দেশীয় পণ্যের উৎপাদন বা জিডিপি বৃদ্ধি পাবে ৷

ইউরোপীয় এবং আমেরিকান কেন্দ্রীয় ব্যাংকগুলি ভারতের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক অংশীদার মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মতো দেশে আকাশচুম্বী মুদ্রাস্ফীতির বিরুদ্ধে লড়াই করার জন্য আর্থিক নীতিকে কঠোর করেছে ৷ তা কেবলমাত্র বিশ্বব্যাপী মন্দার আভাসই দেয়নি বরং এটি উন্নয়নশীল দেশগিলির অর্থনীতিকে প্রভাবিত করেছে । ভারত এবং চিনের অর্থনীতিও প্রভাবিত হয়েছে । আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) তার সর্বশেষ প্রতিবেদনে বৈশ্বিক জিডিপি 3.5 শতাংশ বৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল ৷ তবে মুদ্রাস্ফীতির কারণে চলতি বছর এবং পরের বছর জিডিপি বৃদ্ধির সম্ভাবনা কমিয়ে 3 শতাংশ করেছে আইএমএফ ।

তবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অর্থনৈতিক গবেষণা দলের 30টি উচ্চ-ফ্রিকোয়েন্সি ডেটা সেটের বিশ্লেষণ ভারতীয় অর্থনীতির স্বাভাবিক অবস্থায় প্রত্যাবর্তনের আশা দেখিয়েছে ৷ চিন-সহ সমস্ত প্রধান অর্থনীতির মধ্যে একটি উজ্জ্বল স্থান দখল করতে চলেছে। চলতি আর্থিক বছরের প্রথম তিন মাসে অর্থাৎ এপ্রিল-জুন 2023 সময়কালে অর্থনৈতিক কার্যকলাপ স্থিতিশীল ছিল ৷ কারণ প্রধানত ভারতের অর্থনীতিতে সবচেয়ে বড় অবদানকারী পরিষেবা খাত বাসার্ভিয় সেক্টরের কাজ ।

বিশ্ব বাজারে উজ্জ্বল স্থান ভারতের

বিভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ যেমন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, এল-নিনোর কারণে সৃষ্ট জলবায়ু পরিবর্তন এবং ভারতের প্রধান বাণিজ্য অংশীদারদের মধ্যে মন্দার সত্ত্বেও আইএমএফ 2023 সালে ভারতের জিডিপি 6.1 শতাংশ বৃদ্ধি পানে বলে অনুমান করেছে ৷ এটি 20 বেসিস পয়েন্টের ভিত্তিতে বৃদ্ধি পাচ্ছে ৷

পরিষেবা খাত

পরিষেবা খাতই ভারতের অর্থনৈতিক বৃদ্ধির ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান রেখেছে । উদাহরণস্বরূপ, পরিষেবা খাতে যাত্রী ট্র্যাফিক গত আর্থিক বছরের চতুর্থ ত্রৈমাসিকে বাড়ানো হয়েছিল এবং এটি চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে তার গতি বজায় রেখেছিল ৷ যখন এয়ার কার্গো ট্র্যাফিকও এই সময়ের মধ্যে বৃদ্ধি পেয়েছে ।

আরও পড়ুন: 2024 অর্থবর্ষে ভারতের জিডিপি 6 শতাংশ বৃদ্ধি পাবে

জিডিপি বৃদ্ধি আরবিআই-এর অনুমানকে ছাড়িয়ে যাবে

ভারতের কেন্দ্রীয় ব্যাংক, ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রথম ত্রৈমাসিকের 7.8 শতাংশ জিডিপি বৃদ্ধি হবে বলে অনুমান করেছে এবং পুরো অর্থবছরের 6.5 শতাংশ বৃ্দ্ধি পাবে বলে আরবিআই-এর তরফে অনুমান করা হয়েছে । কিন্তু এসবিআই রিসার্চ টিম 30টি উচ্চ-ফ্রিকোয়েন্সি সূচক-সহ নিজস্ব কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক (ANN) মডেল তৈরি করেছে ৷ তাতে তারা দেখিয়েছে আরবিআই-এর অনুমানগুলির চেয়ে বেশি বৃদ্ধি পাবে জিডিপি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.