ETV Bharat / business

Bengal Government Loan : বছরের শুরুতেই আবার ধার, বাড়ছে রাজ্য সরকারের ঋণের বহর

author img

By

Published : Jan 6, 2022, 3:22 PM IST

Updated : Jan 6, 2022, 7:14 PM IST

নতুন বছরের শুরুতে ফের বাজার থেকে ফের ঋণ রাজ্য সরকারের ৷ 4 জানুয়ারি বাজার থেকে 2 হাজার 500 কোটি টাকা ঋণ নিয়েছে রাজ্য ৷ এর ফলে ক্রমে বাড়ছে রাজ্যের ঋণের পরিমাণ (loan amount of west bengal government in increasing rapidly)

Bengal Government Loan
বাড়ছে রাজ্য সরকারের ঋণের বহর

কলকাতা, 6 জানুয়ারি : নতুন বছরের শুরুতেই আবার ধার রাজ্যের । 4 জানুয়ারি বাজার থেকে 2 হাজার 500 কোটি টাকা ঋণ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার । রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি বিজ্ঞপ্তি অনুযায়ী, ওই দিন 9টি রাজ্য বাজার থেকে মোট 19 হাজার 340 কোটি ঋণ নেয় ৷ এই পর্যায়ে পশ্চিমবঙ্গ এবং উত্তরপ্রদেশ 2 হাজার 500 কোটি টাকা করে ঋণ নিয়েছে, যা এই 9টি রাজ্যের মধ্যে সর্বোচ্চ ৷

এই নিয়ে মাত্র 21 দিন বা তিন সপ্তাহের মধ্যে তিনবার বাজার থেকে ঋণ নিল পশ্চিমবঙ্গ সরকার । রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, গত বছর 14 ডিসেম্বর সবমিলিয়ে 7টি রাজ্য সর্বমোট 7 হাজার 053 কোটি টাকা বাজার থেকে ঋণ নেয় । এই রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের নেওয়া ঋণের পরিমাণ ছিল সবচেয়ে বেশি, 2 হাজার 500 কোটি টাকা । আবার গত বছর 24 ডিসেম্বর সবমিলিয়ে 16টি রাজ্য বাজার থেকে মোট 22 হাজার 984 কোটি টাকা বাজার থেকে ঋণ নেয় । এই দফাতেও পশ্চিমবঙ্গের ঋণের পরিমাণ ছিল সবচেয়ে বেশি, 4 হাজার কোটি টাকা । অর্থাৎ গত 21 দিনে রাজ্য সরকার বাজার থেকে ধার করেছে মোট 9,500 কোটি টাকা । এর ফলে দ্রুত বাড়ছে রাজ্য সরকারের করা ঋণের পরিমাণ (loan amount of west bengal government in increasing rapidly)

আরও পড়ুন : নতুন বছরে কোন ক্ষেত্রে বিনিয়োগ আপনাকে সর্বাধিক লাভ দিতে পারে, দেখে নিন

অর্থনীতিবিদদের মতে, এই ধারের নমুনা থেকে দু‘টো জিনিস পরিষ্কার । এক, আবগারি শুল্ক ছাড়া রাজস্ব আদায়ের কোনও বিকল্প ব্যবস্থা না থাকার ফলে এখন খরচ চালানোর জন্য বাজার থেকে ধার করা ছাড়া আর কোনও বিকল্প উপায় নেই রাজ্য সরকারের হাতে । দুই, গত দশ বছরে রাজ্য সরকারের পরিকল্পনা-বহির্ভূত খরচ (Non-plan expenditure) হুহু করে বেড়েছে এবং এই খরচ মেটাতে বাড়ছে ধারের বহর ।

2011 সালে যখন 34 বছরের বামফ্রন্ট শাসনের অবসান হয় এবং রাজ্যে ক্ষমতায় আসেন মমতা বন্দ্য়োপাধ্যায় তখন রাজ্য সরকারের করা মোট ঋণের পরিমাণ ছিল 1.93 লক্ষ কোটি টাকা । বর্তমান রাজ্য সরকারের শেষ বাজেট পরিসংখ্যান অনুযায়ী 2020-21 অর্থবর্ষ শেষে সেই ঋণের পরিমাণ বেড়ে দাঁড়াবে প্রায় সাড়ে পাঁচ লক্ষ কোটি টাকার কাছাকাছি ৷

Last Updated :Jan 6, 2022, 7:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.