ETV Bharat / business

Investment Rules for 2022 : নতুন বছরে কোন ক্ষেত্রে বিনিয়োগ আপনাকে সর্বাধিক লাভ দিতে পারে, দেখে নিন

author img

By

Published : Jan 1, 2022, 4:16 PM IST

নতুন বছরে জেনে নিন কোন কোন ক্ষেত্রে কতটা বিনিয়োগ (Investment Rules for 2022) আপনাকে বেশি লাভ দিতে পারে ৷

Investment Rules for 2022
নতুন বছরে কোন ক্ষেত্রে বিনিয়োগ আপনাকে সর্বাধিক লাভ দিতে পারে

কলকাতা, 1 জানুয়ারি : এসেছে নতুন বছর ৷ ভবিষ্যৎকে সুরক্ষিত করতে এই নতুন বছরে কোন কোন ক্ষেত্রে আপনি বিনিয়োগ করতে পারেন (Investment Rules for 2022), বছরের শুরুতে তা দেখে নেওয়া যাক ৷

বিশেষজ্ঞদের মতে, আপনার বিনিয়োগের ক্ষেত্র যত বিস্তৃত হবে ততই ঝুঁকির সম্ভাবনাও কম হবে । সঠিক আর্থিক প্রকল্পে বিনিয়োগ আপনাকে ভাল রিটার্ন দিতে পারে । সেক্ষেত্র আপনার উপার্জিত প্রত্যেকটি অর্থের বিনিয়োগ করতে হবে অনেক হিসেবেনিকেশ করে । খেয়াল রাখতে হবে কোন স্কিমে কতটা বিনিয়োগ করতে হবে এবং এই বিনিয়োগে আর্থিক বৃদ্ধির স্থায়িত্ব কতটা দীর্ঘস্থায়ী হবে ।

সেরা আর্থিক পরিকল্পনা: আমরা যতটা আয় করি তার পুরোটা যেমন সঞ্চয় করতে পারি না, তেমনি পুরোটা খরচও করি না । সাধারণ আয়ের 50 শতাংশ আমদের দৈনন্দিন ও মাসের খরচ মেটাতেই চলে যায় ৷ বাকি 50 শতাংশের 20 শতাংশ কোনও হিসাব বহির্ভূত খরচ বা জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য বরাদ্দ করে রাখা উচিত ৷ বাকি 30 শতাংশ সঞ্চয় করা উচিত ভবিষ্যতের জন্য ৷ তার মধ্য়ে অবসর পরিকল্পনা, ছেলেমেয়েদের উচ্চশিক্ষার খরচ, ভবিষ্যতে বড় বিনিয়োগের মতো বিষয়গুলি থাকতে পারে ৷ এই 50-20-30 ফর্মুলা আপনার উপার্জিত প্রতিটি অর্থের ক্ষেত্রে মেনে চলা উচিত ৷

আরও পড়ুন : আর্থিকবর্ষ শেষে পশ্চিমবঙ্গের সঞ্চিত ঋণ ছাড়াতে চলেছে 5 লাখ কোটি টাকা

15-15-15 ফর্মুলা : যদি কোটিপতি হতে চান তাহলে এই ফর্মুলা মেনে চলুন । ধরুন, আপনি 15 হাজার টাকা 15 বছরের জন্য সেই সব স্কিমে বিনিয়োগ করলেন যেগুলির রিটার্ন 15 শতাংশ । তাহলে 15 বছর পরে আপনার 1 কোটি টাকা জমতে পারে । এই 15-15-15 ফর্মুলার আবার দুটি দিকে আছে । এক বিনিয়োগ যত দীর্ঘমেয়াদি হবে রিটার্ন ততই বেশি হবে । একই সঙ্গে দীর্ঘমেয়াদি বিনিয়োগ শেয়ার বাজারের ওঠানামা সত্ত্বেও আপনাকে লাভজনক রিটার্ন দেবে ।

শেয়ারে বিনিয়োগ : শেয়ারে বিনিয়োগ কখন করতে হবে সেটা ঠিক করবে বিনিয়োগের সময় আপনার বয়স কত । যদি আপনার বয়স 30 হয়, তাহলে আপনি আপনার সঞ্চয়ের 70 শতাংশ শেয়ারে এবং বাকি 30 শতাংশ ঋণপত্রে বিনিয়োগ করতে পারেন । আপনার বয়স যত বাড়বে ততই শেয়ারে বিনিয়োগ কমানো এবং ঋণপত্রে বিনিয়োগ বাড়ানো উচিত । বিনিয়োগের এই ফর্মুলাগুলি মেনে চললে, আশা করা যায় ভবিষ্যতে আপনি ভাল রিটার্ন পাবেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.