ETV Bharat / bharat

Death Threat to UP CM Yogi: মোদির পর এবার যোগী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে হত্যার হুমকি

author img

By

Published : Apr 25, 2023, 12:08 PM IST

Death Threat to UP CM
যোগী আদিত্যনাথকে হত্যার হুমকি

উত্তরপ্রদেশ সরকারের জরুরি পরিষেবাগুলির জন্য চালু করা নম্বর 112-এ ফোন করে হুমকি ৷ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে হত্যার হুমকি দেওয়া হয়েছে তাতে ৷ ওই ব্যক্তি জানান, তিনি শীঘ্রই মুখ্যমন্ত্রীকে হত্যা করবেন । অভিযুক্তের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা ৷

লখনউ, 25 এপ্রিল: এবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে প্রাণনাশের হুমকি দেওয়া হল ৷ সেই ঘটনায় লখনউতে একজন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ৷ মঙ্গলবার এমনটাই জানিয়েছে পুলিশ । জরুরি পরিষেবার জন্য উত্তরপ্রদেশ সরকারের তরফে চালু করা নম্বর 112 তে ফোন করে এই হুমকি দেওয়া হয় বলে জানা গিয়েছে ৷ ফোনে ওই অভিযুক্ত ব্যক্তিটি বলেন, "আমি শীঘ্রই মুখ্যমন্ত্রী যোগীকে হত্যা করব ৷" হুমকি পাওয়ার পর 112 নম্বরের অপারেশন কমান্ডার সুশান্ত গলফ সিটি থানায় মামলা করেন । ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা 506, 507 এবং আইটি আইন 66 এর অধীনে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে ৷

প্রসঙ্গত, এর আগে তাঁকে হত্যা করা হবে বলে হুমকির চিঠি পান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ 24 এপ্রিল সোমবার নির্ধারিত কোচি সফরের সময় প্রধানমন্ত্রীর উপর আত্মঘাতী বোমা হামলা চালানোর হুমকি দিয়ে ওই চিঠিটি পাঠানো হয় ৷ কেরলের বিজেপির কার্যালয়ে এক সপ্তাহ আগে চিঠিটি আসে ৷ পুলিশ ঘটনাটিকে প্রকাশ্যে আনেন ৷ তবে সেই ঘটনায় এক ব্যক্তিকে কেরল পুলিশ গ্রেফতার করেছে । অভিযুক্তের নাম জেভিয়ার বলে পুলিশ জানিয়েছে । শনিবার কেরলের বিজেপি প্রধান কে সুরেন্দ্রন জানিয়েছিলেন যে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার ষড়যন্ত্র সম্পর্কে গত সপ্তাহে একটি চিঠি পেয়েছেন ।

সংবাদ সংস্থা এএনআই-এর সঙ্গে কথা বলার সময় কোচি শহরের পুলিশ কমিশনার কে সেতু রামন জানান, যে ব্যক্তি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে হুমকি চিঠি পাঠিয়েছিল তাকে গ্রেফতার করা হয়েছে । অভিযুক্ত জেভিয়ারকে গতকাল গ্রেফতার করা হয় । কারণ ব্যক্তিগত শত্রুতা । প্রতিবেশীকে ফাঁসানোর জন্য তিনি চিঠি লিখেছিলেন । পুলিশ ফরেনসিকের সাহায্যে তাকে খুঁজে পেয়েছে । এরপর কোচিতে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে আরও কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় । এ জন্য 2060 পুলিশ কর্মী নিয়োগ করা হয়েছে । এরই অংশ হিসেবে দুপুর 2টো থেকে ট্রাফিক নিয়ন্ত্রণও করা হবে বলে জানান কমিশনার ।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর উপর আত্মঘাতী হামলার হুমকি, কেরলে ধৃত অভিযুক্ত

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.