ETV Bharat / bharat

Threat Letter to PM Modi: প্রধানমন্ত্রীর উপর আত্মঘাতী হামলার হুমকি, কেরলে ধৃত অভিযুক্ত

author img

By

Published : Apr 23, 2023, 4:19 PM IST

ETV Bharat
ফাইল ছবি

সোমবার কেরল সফরে যাওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ তাঁর এই সফর চলাকালীন আত্মঘাতী হামলা চালানোর হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছিল এক ব্যক্তি ৷ তাকে গ্রেফতার করা হয়েছে ৷

কোচি, 23 এপ্রিল: 24 এপ্রিল অর্থাৎ সোমবার কেরলের কোচি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ তাঁর এই সফর চলাকালীন আত্মঘাতী বোমা বিস্ফোরণের মাধ্যমে হামলা চালানো হবে হুমকি চিঠি দিয়েছিল এক ব্যক্তি ৷ অভিযুক্ত সেই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷ ধৃতের নাম জেভিয়ার বলে জানা গিয়েছে ৷ উল্লেখ্য, শনিবার এই হুমকি চিঠি প্রাপ্তির কথা জানিয়েছিলেন কেরলের বিজেপি প্রধান কে সুরেন্দ্রন ৷

এদিন কোচির পুলিশ কমিশনার কে সেতু রামান জানান, যে ব্যক্তি প্রধানমন্ত্রীর উদ্দেশে ওই হুমকি চিঠি পাঠিয়েছিল তাকে গ্রেফতার করা হয়েছে ৷ শনিবার তাকে গ্রেফতার করা হয় ৷ পুলিশের দাবি, ব্যক্তিগত শত্রুতা থেকে এক প্রতিবেশীকে চাপে ফেলতে ওই চিঠি পাঠায় ধৃত ব্যক্তি ৷ চিঠিটির ফরেনসিক পরীক্ষার পর জেভিয়ারকে গ্রেফতার করা হয় ৷

কোচির পুলিশ কমিশনার আরও জানিয়েছেন, প্রধানমন্ত্রীর কোচি সফর উপলক্ষে শহরের নিরাপত্তা বাড়ানো হয়েছে ৷ তাঁর নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে 2 হাজার 60 জন পুলিশ কর্মীকে ৷ সোমবার দুপুর 2টো থেকে শহরের যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে ৷ উল্লেখ্য, সোমবার কোচিতে একটি রোড-শো করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর ৷ সেই রোড-শোতে প্রায় 15 হাজার মানুষ অংশ নিতে পারেন ৷ যুবম-23 শীর্ষক একটি অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা রয়েছে নরেন্দ্র মোদির ৷ সেই অনুষ্ঠানে অংশ নিতে পারেন প্রায় 20 হাজার মানুষ ৷ ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর যাত্রাপথে ও অনুষ্ঠানস্থলগুলির নিরাপত্তা কঠোর করা হয়েছে ৷

আরও পড়ুন: অমৃত পাল সিংয়ের গ্রেফতারি, শেষ হবে খালিস্তানি বিচ্ছিন্নতাবাদ ?

মঙ্গলবারও কেরলে একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ ওইদিন তিনি তিরুঅনন্তপুরম ও কাসারগোডের মধ্যে চলাচলকারী বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করবেন ৷ এছাড়াও কোচি ওয়াটার মেট্রো প্রকল্পেরও সূচনা করার কথা তাঁর ৷ এছাড়াও রেলের একাধিক প্রকল্পের শিলান্যাস করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর ৷ করবেন ডিজিটাল সায়েন্স পার্কের শিলান্যাসও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.