ETV Bharat / bharat

Pakistani Fishermen Detained: গুজরাত উপকূলে বিএসএফের হাতে আটক 2 পাকিস্তানি মৎস্যজীবী

author img

By

Published : Oct 11, 2022, 2:24 PM IST

Two Pakistani Fishermen Detained by BSF off Gujarat coast
Two Pakistani Fishermen Detained by BSF off Gujarat coast

দুই পাকিস্তানি মৎস্যজীবীকে আটক করল বিএসএফ (Pakistani Fishermen Detained) ৷ গুজরাতের কচ্ছ জেলার উপকূল থেকে আটক করা হয়েছে তাঁদের ৷

আহমেদাবাদ(গুজরাত), 11 অক্টোবর: দুই পাকিস্তানি মৎস্যজীবীকে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী (Border Security Force) ৷ গুজরাতের কচ্ছ জেলা উপকূলে ভারত-পাকিস্তান সীমান্তের কাছে একটি খাঁড়ি এলাকা থেকে আটক করা হয় তাঁদের (Pakistani Fishermen Detained) ৷ মঙ্গলবার এমনটাই জানা গিয়েছে বিএসএফ সূত্রে ।

কচ্ছর নালিয়া এলাকায় এয়ার ফোর্স স্টেশন ক্রমাগত পরিস্থিতি পর্যবেক্ষণ করে ৷ সোমবার সকাল 11.40 মিনিটে হারামি নালা (Harami Nala) এলাকায় মৎস্যজীবী সমেত ছয়টি মাছ ধরার নৌকো লক্ষ্য করে তারা । তারপর তারা ভূজ বিএসএফকে (Bhuj BSF) এ বিষয়ে সতর্ক করে ৷ এরপর এই এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয় ৷

বিএসএফ এক বিবৃতিতে জানায়, ভুজ সীমান্তরক্ষী বাহিনী অবিলম্বে 900 বর্গ কিমি জুড়ে বিস্তৃত হারামি নালা এলাকায় একটি বিশেষ অভিযান শুরু করেছে । এ পর্যন্ত বিএসএফ সৈন্যরা দুই পাকিস্তানি মৎস্যজীবীকে আটক করেছে এবং এখনও অভিযান চলছে ।

আরও পড়ুন: সন্ত্রাসবাদে অর্থ জোগানের অভিযোগ, জম্মু ও কাশ্মীরে বিশেষ অভিযানে এনআইএ

জানা গিয়েছে, আটক মৎস্যজীবীদের নাম ইয়াসিন শেখ (35) এবং মহম্মদ শেখ (25) ৷ দুজনেই পাকিস্তানের সুজাওয়াল জেলার জিরো পয়েন্ট এলাকার কাছাকাছি একটি গ্রামের বাসিন্দা । বিএসএফ এর আগে 5 অগস্ট ওই একই এলাকা থেকে এক পাকিস্তানি মৎস্যজীবী ও পাঁচটি নৌকা আটক করে । যেখানে ভারতীয় জেলেদের নিরাপত্তার কারণে খাড়িতে প্রবেশ করতে বাধা দেওয়া হয়, সেখানে পাকিস্তান থেকে আসা মৎস্যজীবীরা অনেক সময় ভালো মাছের সন্ধানে ভারতীয় জলসীমায় প্রবেশ করে যায় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.