ETV Bharat / bharat

NIA Raid in Kashmir Valley: সন্ত্রাসবাদে অর্থ জোগানের অভিযোগ, জম্মু ও কাশ্মীরে বিশেষ অভিযানে এনআইএ

author img

By

Published : Oct 11, 2022, 10:36 AM IST

Updated : Oct 11, 2022, 5:06 PM IST

সন্ত্রাসবাদে আর্থিক মদতের অভিযোগে জম্মু ও কাশ্মীরের একাধিক এলাকায় অভিযান চালাল এনআইএ (NIA Raid in Kashmir Valley) ৷ আল হুদা এডুকেশনাল ট্রাস্টের (Al Huda Educational Trust) বিরুদ্ধে এনআইএ সন্দেহজনক গতিবিধি এবং সন্ত্রাসে আর্থিক সহায়তার (Terro Funding) তথ্য পেয়েছে বলে সূত্রে খবর ৷

NIA Raid Several Places in Jammu & Kashmir Over Terro Funding Link
NIA Raid Several Places in Jammu & Kashmir Over Terro Funding Link

শ্রীনগর, 11 অক্টোবর: জম্মু ও কাশ্মীরে বিশেষ অভিযান চালাল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA Raid in Kashmir Valley) ৷ আজ সকালে সোপিয়ান, রজৌরি, জম্মু, পুঞ্চ-সহ একাধিক জায়গায় হানা দিয়েছে এনআইএ’র বেশ কয়েকটি দল ৷ সূত্রের খবর, সোপিয়ানে আল হুদা এডুকেশনাল ট্রাস্টের (Al Huda Educational Trust) বিরুদ্ধে সন্ত্রাসে অর্থ জোগান (Terro Funding) দেওয়ার অভিযোগ উঠেছে ৷ তার ভিত্তিতেই রেব্বান চিত্রগাঁও এলাকা থেকে এই তল্লাশি অভিযান শুরু করেছে কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার গোয়েন্দারা ৷

এনআইএ পুঞ্চ, জম্মু, শ্রীনগর, পুলওয়ামা, বদগাঁও, সোপিয়ান এবং বান্দিপোড়া এলাকাতেও অভিযান চালিয়েছে ৷ এনআইএ’র একটি সূত্র জানিয়েছে, আল হুদা এডুকেশনাল ট্রাস্টের তরফে রজৌরি জেলায় সন্দেহজনক কাজকর্ম ধরা পড়েছে কেন্দ্রীয় সংস্থার নজরে ৷ আল হুদা ট্রাস্টের আর্থিক লেনদেনের ধরন এবং তাদের কাজকর্মের অস্বাভাবিকতা ধরা পড়ায় এনআইএ একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ৷

আরও পড়ুন: নিরাপত্তা বাহিনীর গুলিতে অনন্তনাগে খতম 2 জঙ্গি

প্রসঙ্গত, অভিযোগ উঠেছে 2019 সালে ‘ইউএপিএ’ (UAPA) ধারায় বেআইনি সংগঠন হিসাবে ঘোষিত জামাত-এ-ইসলামির (Jamaat-e-Islami) হয়ে কাজ করে আল হুদা এডুকেশনাল ট্রাস্ট ৷ সূত্রের খবর, এই ট্রাস্টের উপর নজরদারির পর পাওয়া বেশ কিছু তথ্যের ভিত্তিতে আজ জম্মু ও কাশ্মীরের একাধিক জায়গায় এনআইএ’র দলগুলি হানা দিয়েছে ৷ জম্মু ও কাশ্মীর পুলিশের বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ এর সহায়তায় এই অভিযান চালানো হয়েছে ৷ বিপুল সংখ্যায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়েছে এনআইএ আধিকারিকদের নিরাপত্তার জন্য ৷

Last Updated :Oct 11, 2022, 5:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.