ETV Bharat / bharat

Toppers on Helicopter Ride: 'পড়ালেখা করে যে হেলিকপ্টারে চড়ে সে'! পরীক্ষায় শীর্ষ স্থানাধিকারীদের আকাশ পথে ভ্রমণের ব্যবস্থা

author img

By

Published : Oct 8, 2022, 1:42 PM IST

Toppers of class 12 and class 10 taken on helicopter ride by Chhattisgarh govt
Toppers of class 12 and class 10 taken on helicopter ride by Chhattisgarh govt

দশম ও দ্বাদশ শ্রেণিতে শীর্ষ স্থানাধিকারীদের হেলিকপ্টারে চড়াল ছত্তিশগড় সরকার (Chhattisgarh govt) ৷ আর এই ভ্রমণে স্বভাবতই উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা (Toppers on Helicopter Ride) ৷

রায়পুর(ছত্তিশগড়), 8 অক্টোবর: পড়ালেখা করে যে গাড়ি-ঘোড়া চড়ে সে ! সেই ছবি আরও একবার ধরা পড়ল ছত্তিশগড়ে ৷ 2022 সালের মে মাসে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল (CM Bhupesh Baghel) প্রতিশ্রুতি দিয়েছিলেন দশম ও দ্বাদশ শ্রেণিতে শীর্ষ স্থানাধিকারীদের হেলিকপ্টারে করে ভ্রমণ করাবেন তিনি ৷ সেই কথা তিনি রাখলেন ৷

এদিন দশম ও দ্বাদশ শ্রেণিতে শীর্ষ স্থানাধিকারীদের রাজ্য সরকার একটি হেলিকপ্টারে করে ভ্রমণে নিয়ে গিয়েছিল (Toppers of class 12 and class 10 taken on helicopter ride) ৷ শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য ভূপেশ বাঘেল এই হেলিকপ্টারে করে ভ্রমণের আয়োজনের কথা বলেন ৷ সেই প্রতিশ্রুতিই এদিন তিনি পূরণ করা হয়েছে । এমনটাই জানিয়েছেন রাজ্যের মন্ত্রী প্রেমসাই সিং টেকম (Premsai Singh Tekam) ।

আরও পড়ুন: বায়ুসেনায় এবার মহিলা অগ্নিবীরদের নিয়োগ, আগামী বছর থেকে শুরু প্রক্রিয়া

হেলিকপ্টারে ভ্রমণ করার পর ছাত্র-ছাত্রীরা বলে, "আমদের খুব ভাল লাগছে ৷ এই প্রথম আমরা হেলিকপ্টারে চড়লাম । এটি দেখে অন্যান্য পড়ুয়ারাও তাদের পড়াশোনায় ভালো করে করতে উৎসাহিত হবে যাতে তারাও হেলিকপ্টারে চড়তে পারে ৷ আমাদের অভিভাবকরাও খুব খুশি ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.