ETV Bharat / bharat

Women Agniveer to be Inducted: বায়ুসেনায় এবার মহিলা অগ্নিবীরদের নিয়োগ, আগামী বছর থেকে শুরু প্রক্রিয়া

author img

By

Published : Oct 8, 2022, 12:10 PM IST

Updated : Oct 8, 2022, 12:37 PM IST

এবার বায়ুসেনায় নিয়োগ করা হবে মহিলা অগ্নিবীরদের (Women Agniveer) ৷ আগামী বছর থেকেই সেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন ভারতীয় বায়ুসেনা প্রধান পিআর চৌধুরি (IAF Chief) ৷

IAF to induct Women Agniveer by next year
IAF to induct Women Agniveer by next year

চণ্ডীগড়, 8 অক্টোবর: বায়ুসেনায় পরের বছর থেকে মহিলা অগ্নিবীরদের নিয়োগ করা হবে (IAF to induct Women Agniveer by next year) ৷ এমনটাই জানিয়েছেন ভারতীয় বায়ুসেনা প্রধান (Indian Air Force Chief P R Chowdhury) পিআর চৌধুরি ৷ যদিও তিনি স্বীকার করে নিয়েছেন যে অগ্নিবীরের মাধ্যমে বায়ুসেনায় অন্তর্ভুক্তি বাহিনীগুলির জন্য চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে ৷ তবে তাও তিনি আশ্বাস দিয়েছেন আগামী বছর থেকে বায়ুসেনায় অগ্নিবীরের মাধ্যমে মহিলাদেরও নিয়োগ করা হবে ৷

শনিবার চণ্ডীগড়ে ভারতীয় বায়ুসেনা (Indian Air Force) দিবস 2022 এর কুচকাওয়াজের অনুষ্ঠানে যোগ দেন পিআর চৌধুরি ৷ সেখানেই তিনি বলেন, "অগ্নিপথ স্কিমের মাধ্যমে ভারতীয় বায়ুসেনাতে বিমান যোদ্ধাদের অন্তর্ভুক্ত করা আমাদের সকলের জন্য একটি চ্যালেঞ্জ ৷ কিন্তু এর থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হল এটি আমাদের ভারতের যুবসমাজকে কাজে লাগানোর একটি সুযোগ করে দিচ্ছে ৷ যুবসমাজকে দেশের সেবার দিকে চালিত করা যাবে এই প্রকল্পের মাধ্যমে । আমরা আগামী বছর থেকে নারী অগ্নিবীরদের (Women Agniveer) নিয়োগ করার পরিকল্পনা করছি । তার প্রস্তুতি চলছে ৷"

তিনি আরও বলেন, "আমরা আমাদের অপারেশনাল ট্রেনিং পদ্ধতি পরিবর্তন করেছি ৷ যাতে প্রত্যেক অগ্নিবীর বায়ুসেনায় কর্মজীবন শুরু করার জন্য সঠিক দক্ষতা ও জ্ঞান নিয়ে আসতে পারে । এই বছরের ডিসেম্বরে আমরা প্রাথমিক প্রশিক্ষণের জন্য 3 হাজার অগ্নিবীর বায়ুকে নিয়োগ করব । পরবর্তীকালে এই সংখ্যা আরও বাড়বে ।"

শনিবার ভারতীয় বায়ুসেনা সুখনা লেকে (Sukhna Lake) তার 90 বছর প্রতিষ্ঠা দিবস উদযাপন শুরু করেছে । এই প্রথম দিল্লি-এনসিআরের বাইরে বার্ষিক প্যারেড এবং ফ্লাই-পাস্ট অনুষ্ঠিত হয়েছে । প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Defence Minister Rajnath Singh) এদিন সকালে বাহিনীকে শুভেচ্ছা জানান ।

তিনি টুইট করে বলেন, "ভারতীয় বায়ুসেনা দিবসে সমস্ত সাহসী আইএএফ বিমান যোদ্ধা এবং তাদের পরিবারকে অভিনন্দন এবং শুভকামনা । ভারতীয় বায়ুসেনা তার বীরত্ব, শ্রেষ্ঠত্ব, কর্মক্ষমতা এবং পেশাদারিত্বের জন্য পরিচিত । ভারত নীল রং পরিহিত পুরুষ এবং মহিলা সেনা আধিকারিকদের জন্য গর্বিত । তাদের নীল আকাশের শুভেচ্ছা এবং শুভ অবতরণ ৷"

আরও পড়ুন: উৎসবের মরশুমে আরও 3 টাকা করে বাড়ল পিএনজি-সিএনজি'র দাম

Last Updated :Oct 8, 2022, 12:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.