ETV Bharat / bharat

ভোটের দীর্ঘ লাইন ! আমজনতার ভিড়ে আল্লু অর্জুন, জুনিয়র এনটিআর, রাজামৌলি ও  নাগার্জুন

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 30, 2023, 8:53 AM IST

Updated : Nov 30, 2023, 12:48 PM IST

ETV Bharat
তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে ভোট দিলেন সেলেবরা

Telangana Assembly Election 2023: আজ ভোট দক্ষিণের তেলেঙ্গানায় ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবাইকে ভোট দেওয়ার আর্জি জানিয়েছেন ৷ সকালেই ভোট দিলেন হেভিওয়েট তেলেগু সেলেব আল্লু অর্জুন, নাগার্জুন, পুত্র নাগা চৈতন্য, ভেঙ্কটেশ থেকে শুরু করে পরিচালক রাজামৌলি ৷

তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে সকাল সকাল ভোট দিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে তেলেগু মহাতারকারা

হায়দরাবাদ, 30 নভেম্বর: বিধানসভা নির্বাচনে তেলেঙ্গানায় ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 7টা থেকে ৷ বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে ৷ বৃহস্পতিবার 119টি আসনে 2 হাজার 290 জন প্রার্থীর ভাগ্যগণনা করবে 3 কোটি 26 লক্ষেরও বেশি ভোটার ৷ এদিন সকালেই সোশাল মিডিয়ায় ভোট দেওয়ার বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে দীর্ঘ ভোটার লাইন দেখা গেল ৷ আমজনতার সঙ্গে সেই লাইনে দাঁড়িয়েই ভোট দিতে দেখা গেল তেলেগু তারকা, মহাতারকা, দক্ষিণী পরিচালকদের ৷ সকাল 11টা পর্যন্ত 20.64 শতাংশ ভোট পড়েছে তেলেঙ্গানায় ৷ সিড্ডিপেটে ভোট দিতে এলেন বিদায়ী মুখ্যমন্ত্রী কেসি আর ৷

এদিন সকাল সকালই সাধারণ মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন আল্লু অর্জুন, জুনিয়র এনটিআর, চিরঞ্জীবীর মতো তেলেগু সেলেবরা ৷ বিদায়ী মুখ্যমন্ত্রী কেসি আর কন্যা কে কবিতা, বিজেপি কেন্দ্রীয় মন্ত্রী কিষাণ রেড্ডিও ভোট দিলেন ৷ নিজের কেন্দ্রে ভোট দিতে দেখা গেল প্রাক্তন ক্রিকেটার তথা প্রাক্তন কংগ্রেস সাংসদ মহম্মদ আজহারউদ্দিনকে ৷ তিনি জুবিলি হিলস থেকে কংগ্রেস প্রার্থী হয়েছেন ৷ এই কেন্দ্রেই সপরিবার ভোট দেন প্রবীণ তেলেগু তারকা চিরঞ্জীবী ৷ ভোট দেন কংগ্রেসের রাজ্য সভাপতি রেবন্ত রেড্ডি, কেসিআর পুত্র তথা তেলেঙ্গানার মন্ত্রী কে টি আর, অভিনেতা শ্রীকান্ত, এআইএমআইএম সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি ৷

একটু বেলায় ভোট দিতে এলেন দক্ষিণী তারকা নাগা চৈতন্য ৷ তিনি হায়দরাবাদে জুবিলি হিলসের ওয়ার্কিং উইমেন'স হস্টেলে ভোট দেন ৷ এই ভোট কেন্দ্রেই সাংবিধানিক অধিকার প্রয়োগ করেন তাঁর বাবা নাগার্জুন ও মা স্ত্রী অমলা ৷ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেল বাহুবলী ছবির ভিলেন রানা দুগ্গাবতীকেও ৷ ভোট দিলেন 'অনাড়ি'র নায়ক ভেঙ্কটেশ ৷

এদিন সকালেই সোশাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তেলেঙ্গানাবাসীদের উদ্দেশ্যে তিনি লেখেন, "তেলেঙ্গানার ভাই ও বোনেদের কাছে আমি আর্জি জানাচ্ছি, তাঁরা রেকর্ড সংখ্যায় ভোট দিন ৷ দেশের গণতন্ত্রের উৎসবকে আরও শক্তিশালী করে তুলুন ৷ বিশেষত তরুণ প্রজন্মকে এবং প্রথম বার ভোট দিচ্ছেন, এমন নাগরিকদের বলছি, তাঁরা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করুন ৷" সকাল 7টা থেকে ভোট শুরু হয়েছে ৷ চলবে বিকেল 5টা পর্যন্ত ৷ তেলেঙ্গানা-সহ পাঁচ রাজ্যের ভোটগণনা 3 ডিসেম্বর ৷

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বিকাশ রাজ বলেন, "সকাল 7টা থেকে ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে ৷ অনেক প্রত্যন্ত জায়গায় আমরা ভোট দেওয়ার দীর্ঘ লাইন দেখতে পাচ্ছি ৷ এখনও পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোট হচ্ছে ৷ সবাইকে ভোট দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি ৷" তিনিও হায়দরাবাদের এসআর নগর কেন্দ্রে তাঁর ভোট দেন ৷

আরও পড়ুন:

  1. আজ তেলেঙ্গানায় ভোট, সুষ্ঠভাবে নির্বাচনে তৎপর কমিশন
  2. কেসিআর-এর বিরুদ্ধে প্রার্থী হওয়ার ঘোষণা 100 পোলট্রি চাষির
  3. শেষ মুহূর্তের প্রচারে তেলেঙ্গানায় রাহুল-প্রিয়াঙ্কা, হায়দরাবাদে অটোয় সওয়ার কংগ্রেস সাংসদ
Last Updated :Nov 30, 2023, 12:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.