ETV Bharat / bharat

33তম মৃত্যুবার্ষিকীতে রাজীব গান্ধিকে শ্রদ্ধা সোনিয়া-সহ কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের - Rajiv Gandhi Death Anniversary

author img

By ANI

Published : May 21, 2024, 9:27 AM IST

Updated : May 21, 2024, 10:47 AM IST

Congress Pay Tribute on Rajiv Death Anniversary: প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির 33তম প্রয়ান দিবসে শ্রদার্ঘ্য জানালেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি ৷ মঙ্গলবার সকালে দিল্লির 'বীর ভূমি'তে প্রাক্তন প্রধানমন্ত্রীর সমাধিতে একে একে শ্রদ্ধা জানালেন কংগ্রেসের শীর্ষ নেতারা ৷

Rajiv Gandhi Death Anniversary
রাজীব গান্ধিকে শ্রদ্ধা সোনিয়ার (কংগ্রেস এক্স হ্যান্ডেল)

নয়াদিল্লি, 21 মে: রাজীব গান্ধির 33তম প্রয়াণ দিবস আজ ৷ মঙ্গলবার সকালে প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধাজ্ঞাপন করলেন স্ত্রী সোনিয়া গান্ধি, পুত্র রাহুল গান্ধি-সহ কংগ্রেসের শীর্ষ নেতারা ৷ গোলাপের পাপড়ি, সাদা ফুল দিয়ে সাজানো নয়াদিল্লির 'বীরভূমি'তে প্রাক্তন প্রধানমন্ত্রীর সমাধিতে একে একে শ্রদ্ধা জানালেন কংগ্রেসের সোনিয়া-খাড়গে-রাহুলরা ৷ দলের বাকি নেতাদের সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানালেন দলের বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরম এবং কংগ্রেস নেতা সচিন পাইলট ৷

দলের তরফে রাজীবকে শ্রদ্ধা জানিয়ে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে এক্স হ্যান্ডেলে ৷ ক্যাপশনে লেখা রয়েছে, "দেশপ্রেম ও আত্মত্যাগের অপর নাম শ্রী রাজীব গান্ধি।" 1944 সালের 20 আগস্ট জন্ম হয় রাজীব গান্ধির ৷ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করার পর দেশে ফিরে রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা 'ইন্ডিয়ান এয়ারলাইন্স'এ পেশাদার বিমান চালক হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি ৷ 1984 সালে তাঁর মা তথা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির মৃত্যুর পর মাত্র 40 বছর বয়সে প্রধানমন্ত্রীর আসনে বসেন তিনি ৷ সেইসঙ্গে দেশের কনিষ্ঠ প্রধানমন্ত্রী নির্বাচিত হন রাজীব ৷

1989 সালের 2 ডিসেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দেশের দায়িত্ব সামলান রাজীব ৷ 1991 সালে তামিলনাড়ুতে নির্বাচনী প্রচার চলাকালীন তাঁকে হত্যা করা হয় ৷ 21 মে শ্রীপেরেমবুদুরে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটিয়ে তাঁকে হত্যা করে লিবারেশন টাইগারস্ অফ তামিল এলাম (এলটিটিই) ৷ প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি লিখেছেন, "দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধিজিকে তাঁর প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য ৷"

আরও পড়ুন:

  1. 'সম্বিত' ফিরল পাত্রের! উপোস রেখে প্রায়শ্চিত্তের সিদ্ধান্ত পুরীর বিজেপি প্রার্থীর
  2. খাড়গের ডিগবাজি ! 'অধীর কংগ্রেসের লড়াকু সৈনিক', দরাজ সার্টিফিকেট মল্লিকার্জুনের

নয়াদিল্লি, 21 মে: রাজীব গান্ধির 33তম প্রয়াণ দিবস আজ ৷ মঙ্গলবার সকালে প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধাজ্ঞাপন করলেন স্ত্রী সোনিয়া গান্ধি, পুত্র রাহুল গান্ধি-সহ কংগ্রেসের শীর্ষ নেতারা ৷ গোলাপের পাপড়ি, সাদা ফুল দিয়ে সাজানো নয়াদিল্লির 'বীরভূমি'তে প্রাক্তন প্রধানমন্ত্রীর সমাধিতে একে একে শ্রদ্ধা জানালেন কংগ্রেসের সোনিয়া-খাড়গে-রাহুলরা ৷ দলের বাকি নেতাদের সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানালেন দলের বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরম এবং কংগ্রেস নেতা সচিন পাইলট ৷

দলের তরফে রাজীবকে শ্রদ্ধা জানিয়ে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে এক্স হ্যান্ডেলে ৷ ক্যাপশনে লেখা রয়েছে, "দেশপ্রেম ও আত্মত্যাগের অপর নাম শ্রী রাজীব গান্ধি।" 1944 সালের 20 আগস্ট জন্ম হয় রাজীব গান্ধির ৷ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করার পর দেশে ফিরে রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা 'ইন্ডিয়ান এয়ারলাইন্স'এ পেশাদার বিমান চালক হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি ৷ 1984 সালে তাঁর মা তথা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির মৃত্যুর পর মাত্র 40 বছর বয়সে প্রধানমন্ত্রীর আসনে বসেন তিনি ৷ সেইসঙ্গে দেশের কনিষ্ঠ প্রধানমন্ত্রী নির্বাচিত হন রাজীব ৷

1989 সালের 2 ডিসেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দেশের দায়িত্ব সামলান রাজীব ৷ 1991 সালে তামিলনাড়ুতে নির্বাচনী প্রচার চলাকালীন তাঁকে হত্যা করা হয় ৷ 21 মে শ্রীপেরেমবুদুরে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটিয়ে তাঁকে হত্যা করে লিবারেশন টাইগারস্ অফ তামিল এলাম (এলটিটিই) ৷ প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি লিখেছেন, "দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধিজিকে তাঁর প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য ৷"

আরও পড়ুন:

  1. 'সম্বিত' ফিরল পাত্রের! উপোস রেখে প্রায়শ্চিত্তের সিদ্ধান্ত পুরীর বিজেপি প্রার্থীর
  2. খাড়গের ডিগবাজি ! 'অধীর কংগ্রেসের লড়াকু সৈনিক', দরাজ সার্টিফিকেট মল্লিকার্জুনের
Last Updated : May 21, 2024, 10:47 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.